DMCA.com Protection Status

Join Whatsapp Group

MGNREGS এর অধীনে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ/আবেদন চলছে

Spread the love

MGNREGS এর অধীনে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ

সূচীপত্র

পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে  গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা  হবে MGNREGS প্রজেক্টের অধীনে । এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক একবছরের জন্য । বাঘমুন্ডি ব্লকের যে কোন পঞ্চায়েতে নিয়োগ করা হতে পারে । 

যোগ্যতা –

বয়স –  ০১.০১.২০১৮ অনুসারে ১৮ -৩৫ বছরের মধ্যে

শূন্যপদ

৩ জন

বেতন –

৮৭২০ টাকা / মাসিক ( For Untrained)
৯২২০ টাকা /মাসিক ( For Trained )

শিক্ষাগত যোগ্যতা –

ফিজিক্স এবং অঙ্ক নিয়ে   ভোকেশনাল / অথবা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস অন্ততপক্ষে ৫৫ % নম্বর সহ পাস করে থাকতে হবে । বাইরের রাজ্যের  ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের   সার্টিফিকেট   যথাযথ ভেরিফিকেশন করা হবে ।

অন্যান্য যোগ্যতা –

অন্ততপক্ষে ৬ মাসের কম্পিউটার এপ্লিকেশনের ট্রেনিং থাকতে হবে ।

বাসিন্দা

ভারতীয় নাগরিক হতে হবে । এবং অবশ্যই বাঘমুন্ডি ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

আবেদন কিভাবে করবেন –

অফিসিয়ালভাবে প্রদত্ত ফরম্যাটে আবেদন করতে হবে । আবেদন পত্র পাওয়া যাবে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ( নিচে লিঙ্ক দেওয়া আছে ) থেকে ডাউনলোড করতে পারবেন । আবেদন পত্রের সঙ্গে নিচের ডকুমেন্টগূলি নিজের স্বাক্ষরসহ জমা দেবেন –

১. জন্ম প্রমানপত্র / মাধ্যমিকের এডমিট কার্ড
২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কম্পিউটার সার্টিফিকেট । উচ্চ মাধ্যমিকের মার্কশিট অবশ্যই দুই পিঠ জেরক্স করতে হবে ।
৩ বাসিন্দা প্রমানপত্র ( আধার কার্ড / প্রধানের দেওয়া বাসিন্দা সার্টিফিকেট  ইত্যাদি )
৪. পোস্টাল স্ট্যাম্প সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম ।
৫ আবেদন পত্রের সাথে নিদিস্ট জায়গায় নিজের পাসপোর্ট ফটো সাটিয়ে দেবেন ।

আবেদন জমা দেওয়ার তারিখ –

বাঘমুন্ডি ব্লক ডেভেলপমেন্ট অফিসের নির্দিষ্ট ড্রপ বক্সে আবেদন জমা দেবেন ২০.০৭.১৮ থেকে ০৩.০৮.২০১৮ তারিখের মধ্যে ( ছুটির দিন বাদে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত )

নির্বাচন প্রক্রিয়া –

ডকূমেণ্ট যাচাই করে পাওয়া নম্বরের ভিত্তিতে  ৯ জনের মেরিট লিস্ট তৈরি করা হবে । তাদের আগামী ০৬.০৮.১৯ সকল আসল ডকুমেণ্ট সহ সকাল ১১ টার মধ্যে বাঘমুন্ডি ব্লক অফিসে ডাকা হবে । আগামী ০৭.০৮.১৮ তারিখে বাগমুন্ডি ব্লকে এবং এই ব্লকের সকল পঞ্চায়েতের নোটিশবোর্ডে সফল প্রার্থীদের তালিকা জানিয়ে দেওয়া হবে ।

 

অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন –   

আবেদন ফরম্যাটটি ডাউনলোড করুন –  

 

KARMASATHE ANDROID  APP টি ডাউনলোড করুন  –           

 

 

EXAM PREPARATION

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help

 

1 comments

  1. i am sourav mandal j.k college dipart ment computer science 3rd i am also fine

Comments have been disabled.