আর্মিতে ১০০ জন মহিলা নিয়োগ
ভারতীয় স্থলবাহিনী সরাসরি র্যালির মাধ্যমে ‘সোলজার জেনারেল ডিউটি (উইমেন মিলিটারি পুলিশ)’ পদে ১০০ জন তরুণী নিচ্ছে। র্যালি হবে শিলং, জবলপুর, লক্ষ্ণৌ, আম্বলা, পুণে,
বেলাগৌমে।
মোট অন্তত ৪৫% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ তরুণীরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% (অতিরিক্ত বিষয় ছাড়া) নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। উচ্চমাধ্যমিক পাশ বা উচ্চমাধ্যমিক পাশ বা উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন। তবে তাঁদের বেলায়ও মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর পেয়ে থাকতে হবে।
বয়স ― বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১-১০-২০০০ থেকে ১-৪-২০০৪ এর মধ্যে।
শারীরিক মাপজোখ ― শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫২ সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সব ক্ষেত্রে সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মীর মেয়েরা উচ্চতায় ২ সেমি, ওজনে ২ কেজি ছাড় পাবেন।
প্রার্থী বাছাইয়ের দিনই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা, শরীরের মাপজোখ ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হবে।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ১.৬ (১ মাইল) কিমি দৌড়। ৭ মিনিট ৩০ সেকেন্ডে সম্পূর্ণ করলে গ্ৰুপ-। আর ৮ মিনিটে সম্পূর্ণ করলে গ্ৰুপ -।। পর্যায়ে যাবেন। এছাড়াও ১০ ফুট লং জাম্প ও ৩ ফুট হাই জাম্প দিতে হবে। তারপর হবে লিখিত পরীক্ষা। কবে কোথায় পরীক্ষা হবে তা পরে জানানো হবে।
প্রার্থী বাছাইয়ের দিন সঙ্গে নিয়ে যাবেন নিচের এইসব প্রমাণপত্রের মূল ও গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা ৩ কপি জেরক্স :
(১) শিক্ষাগত যোগ্যতার সব রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও বোর্ড সার্টিফিকেট,
(২) গ্ৰাম সরপঞ্জ, গ্ৰাম প্রধান বা চেয়ারম্যানের দেওয়া গোল স্ট্যাপ (ডেজিগনেশন-সহ) মারা লেটার হেডে ৬ মাসের পুরনো ক্যারেক্টার সার্টিফিকেট (ফটো সাঁটা থাকতে হবে) (২১ বছরের কম বয়স হলে ওই ক্যারেক্টার সার্টিফিকেট ‘She is Unmarried’ কথাটি লেখা থাকতে হবে),
(৩) নন-বেঙ্গলী প্রার্থীরা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা এস.ডি.ও ‘র দেওয়া বাসিন্দা / নেগেটিভ সার্টিফিকেট,
(৪) জেলা শাসক / অতিরিক্ত জেলা শাসক, এস.ডি.এম, এস.ডি.ও ‘র দেওয়া ১ বছরের পুরনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট (Permanent Residential Certificate)(নিজের পাশপোর্ট মাপের প্রত্যয়িত করা ফটো সাঁটা থাকতে হবে)।
(৫)তপশিলী উপজাতি (আদিবাসী)’রা দেবেন জেলা শাসক / অতিরিক্ত জেলা শাসক, এস.ডি.এম, এস.ডি.ও.’র দেওয়া কাস্ট সার্টিফিকেট।
(৬) তিন মাসের মধ্যে তোলা ও প্রত্যয়িত ছাড়া ২০ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (ফটোর ব্যাকগ্ৰাউন্ড সাদা হতে হবে) (কম্পিউটার ফটো বা ডিজিটাল ফটো হলে বাতিল হবে)।
(৭) এন.সি.সি.’র ‘এ’, ‘বি’ বা ‘সি’ সার্টিফিকেট,
(৮) রাজ্য বা জাতীয় পর্যায়ে খেলাধূলায় প্রথম বা দ্বিতীয় স্থানাধিকারীর সার্টিফিকেট,
(৯)রিলেশন্স সার্টিফিকেট ও ডিসচার্জ সার্টিফিকেট।
(১০) নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নিচের বয়ানে টাইপিং করার পর নোটারিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবেন।
শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। তারপর লিখিত পরীক্ষা। নেগেটিভ মার্কিং আছে। মেধা তালিকা তৈরির সময় বোনাস নম্বর হিসাবে পাবেন ― প্রাক্তন সমরকর্মীর মেয়ে, যুদ্ধে নিহত সৈনিকের মেয়ে, প্রাক্তন সেনাকর্মীর বিধবা মেয়ে হলে ২০ নম্বর, এন.সি.সি ‘র ‘এ’ সার্টিফিকেট পাশ হলে ৫ নম্বর, ‘বি’ সার্টিফিকেট পাশ হলে ১০ নম্বর ‘সি’ সার্টিফিকেট পাশ হলে লিখিত পরীক্ষা দিতে হবে না। আন্তজার্তিক স্তরে খেলাধূলা করে থাকলে ২০ নম্বর, রাজ্য স্তরে সিনিয়র বা জুনিয়র স্তরে প্রতিনিধিত্ব করে থাকলে ১৫ নম্বর ও অন্যান্য স্তরে প্রতিনিধিত্ব করে থাকলে যথারীতি নম্বর পাবেন। নাম রেজিস্ট্রেশন করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওপরের ওই ওয়েবসাইটে থেকে।
প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে, ২০ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে : www.joinindianarmy.nic.in নাম রেজিস্ট্রেশন করার সময় সঙ্গে রাখবেন এইসব প্রমাণপত্র :
(১) বৈধ ই-মেল আই.ডি ও মোবাইল নম্বর,
(২) ইন্টারনেট সংযোগ থাকতে হবে,
(৩) যাবতীয় প্রমাণপত্রের মূল,
(৪) পাশপোর্ট মাপের রঙিন ফটো।
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন ইউজার আই.ডি পাবেন। নাম রেজিস্ট্রেশন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
- TMC Vacancy 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগSpread the loveTMC Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now আমাদের Telegram গ্রুপ …
- Assistant Teacher Recruitment 2024 : প্রতিবন্ধী স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক নিয়োগSpread the loveAssistant Teacher Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Health Department Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগSpread the loveHealth Department Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- AIIMS Bhubaneswar Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে এইএমসে কর্মী নিয়োগSpread the loveAIIMS Bhubaneswar Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Soft Toy Manufacturing Business : বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, মাসিক আয় হবে ৫০ হাজার টাকাSpread the loveSoft Toy Manufacturing Business : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …