DMCA.com Protection Status

Join Whatsapp Group

কেন্দ্রীয় সংস্থায় এক্সিকিউটিভ’ পদে ১,০৭১ জন লোক নিয়োগ

Spread the love
Recruitment of 1071 executives at the central government agency
Recruitment of 1071 executives at the central government agency

কেন্দ্রীয় সংস্থায় এক্সিকিউটিভ’ পদে ১,০৭১ জন লোক নিয়োগ

কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘জুনিয়র এক্সিকিউটিভ’, ‘এক্সিকিউটিভ’, ও  ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে ১,০৭১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :

পোস্ট কোড : 31 : জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রিক‍্যাল) : আই.টি.আই থেকে ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রিশিয়ান, ওয়‍্যারম‍্যান বা ইলেক্ট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2. 

শূন‍্যপদ : ১৩৫ টি (জেনাঃ ৫৭, ও.বি.সি ৩৪, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১১, ই.ডব্লু.এস ১১)। 

পোস্ট কোড : 32 : জুনিয়র এক্সিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন) : আই.টি.আই থেকে ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, ইনফর্মেশন টেকনোলজি, টি.ভি অ্যান্ড রেডিও, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কিং, ডাটা নেটওয়ার্কিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে B1. 

শূন‍্যপদ : ১৪৭ টি (জেনাঃ ৬২, ও.বি.সি ৩৭, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১২, ই.ডব্লু.এস ১৩)।

পোস্ট কোড : 33 : জুনিয়র এক্সিকিউটিভ (অপারেশন অ্যান্ড বি.ডি) : যে কোনো শাখার গ্ৰ‍্যজুয়েটরা আবেদন করতে পারেন। আই.টি.আই থেকে যে কোনো ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2. 

শূন‍্যপদ : ২২৫ টি (জেনাঃ ৯০, ও.বি.সি ৬১, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ১৭, ই.ডব্লু.এস ২৩)।

পোস্ট কোড : 34 : জুনিয়র এক্সিকিউটিভ (মেকানিক্যাল) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ফিটার, ইলেক্ট্রশিয়ান, মোটর মেকানিক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে B1.

শূন‍্যপদ : ১৪ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)।

ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১-২০২১ এর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

মূল মাইনে : ২৫,০০০–৬৮,০০০ টাকা।

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।

পোস্ট কোড : 21 : এক্সিকিউটিভ (সিভিল) : সিভিল, সিভিল (ট্রান্সপোর্টেশন), সিভিল (কনস্ট্রাকশন), সিভিল (পাব্লিক হেলথ), সিভিল (ওয়াটার রিসোর্স) ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3. 

শূন‍্যপদ : ৭৩ টি (জেনাঃ ৩২, ও.বি.সি ১৬, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস ৬)।

পোস্ট কোড : 22: এক্সিকিউটিভ (ইলেক্ট্রিক‍্যাল): ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3. 

শূন‍্যপদ : ৪২ টি (জেনাঃ ১৬, ও.বি.সি ১২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ই.ডব্লু.এস ৪)।

পোস্ট কোড : 23 : এক্সিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন): ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স, মাইক্রো প্রসেসর, টি.ভি ইঞ্জিনিয়ারিং, ফাইবার অপটিক কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, সাউন্ড অ্যান্ড টি.ভি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3. 

শূন‍্যপদ : ৮৭ টি (জেনাঃ ৩৫, ও.বি.সি ২৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস ৮)। 

পোস্ট কোড : 24 : এক্সিকিউটিভ (অপারেশন্স অ্যান্ড বি.ডি) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্ৰ‍্যজুয়েটরা আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2. 

শূন‍্যপদ : ২৩৭ টি (জেনাঃ ৯৬, ও.বি.সি ৬৫, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৭, ই.ডব্লু.এস ২৩)।

পোস্ট কোড : 25 : এক্সিকিউটিভ (মেকানিক্যাল): মেকানিক্যাল, ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স, ম‍্যানুফ‍্যাকচারিং, মেকাট্রনিক্স, প্রোডাকশন, অটোমোবাইল, ইন্সট্রুমেন্টেসন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3. 

শূন‍্যপদ : ৩ টি (জেনাঃ)।

ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

মূল মাইনে : ৩০,০০০–১,২০,০০০ টাকা।

প্রার্থী বাছাই কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি টেস্ট হবে।

পোস্ট কোড : 11:জুনিয়র ম‍্যানেজার (সিভিল) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্ৰ‍্যজুয়েটরা আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2. 

শূন‍্যপদ : ৩১ টি (জেনাঃ ১৪, ও.বি.সি ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ৩)।

পোস্ট কোড : 12 : জুনিয়র ম‍্যানেজার (অপারেশন্স অ্যান্ড বি.ডি) : মার্কেটিং, বিজনেস অপারেশন, কাস্টমার রিলেশন বা ফিনান্স বিষয় নিয়ে এম.বি.এ, পি.জি.ডি.বি.এ, পি.জি.ডি.বি.এম, পি.জি.ডি.এম মোট অন্তত ৬০% নম্প্রর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2. 

শূন‍্যপদ : ৭৭ টি (জেনাঃ ৩৪, ও.বি.সি ২০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ই.ডব্লু.এস ৭)।

পোস্ট কোড :13: জুনিয়র ম‍্যানেজার (মেকানিক্যাল) : মেকানিক্যাল, ইলেক্ট্রিক‍্যাল, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন, অটোমোবাইল, ম‍্যানুফ‍্যাকচারিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3. 

শূন‍্যপদ : ৩ টি (জেনাঃ)।

বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।

মূল মাইনে : ৫০,০০০–১,৬০,০০০ টাকা।

ওপরের সব ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্ট হবে জুনে।

দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ মে র মধ্যে। এই ওয়েবসাইটে : www.dfccil.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ই-মেল আই.ডি দিয়ে নাম রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড পাঠানো হবে। এবার আবার ওই ওয়েবসাইটে গিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড দিয়ে ‘স্টেপ-।’ রেজিস্ট্রেশন করতে হবে। যাবতীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট করলেই ওই ই-মেল আই.ডি তে রেজিস্ট্রেশন নম্বর, পাশওয়ার্ড পাবেন। এবার পরীক্ষা ফী বাবদ জুনিয়র ম‍্যানেজার পদের বেলায় ১,০০০ টাকা, এক্সিকিউটিভ পদের বেলায় ৯০০ টাকা আর জুনিয়র এক্সিকিউটিভ পদের বেলায় ৭০০ টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

  • Supervisor Work : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশে সুপারভাইজার নিয়োগ
    Spread the loveSupervisor Work : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Supervisor Work ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস … Read more
  • Metro ki Vacancy : মেট্রো রেলে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ
    Spread the loveMetro ki Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Metro ki Vacancy সমস্ত … Read more
  • IIT Dhanbad Recruitment : আইআইটি ধানবাদে প্রচুর কর্মী নিয়োগ
    Spread the loveIIT Dhanbad Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now IIT Dhanbad Recruitment সমস্ত … Read more
  • Group D Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি মডেল স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveGroup D Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Group D Job পশ্চিমবঙ্গের … Read more
  • Job Councellor : জেলা শিশু সুরক্ষা ইউনিটের অধীনে কর্মী নিয়োগ
    Spread the loveJob Councellor : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Job Councellor সমস্ত বেকার যুবক … Read more