এস.জে.ভি.এন লিমিটেডে জুনিয়র ফিল্ড অফিসার পদে ১২৫ জন লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকার ও হিমাচল সরকারের যৌথ উদ্যোগে তৈরি এস.জে.ভি.এন লিমিটেড ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার পদে ১২৫ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
ফিল্ড অফিসার : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা পার্সোন্যাল / হিউম্যান রিসোর্সের এম.বি.এ বা পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য।
শূন্যপদ : ১০ টি।
চাকরি হবে হিউম্যান রিসোর্স শাখায়।
ফিল্ড অফিসার : চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কস্ট অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশরাও যোগ্য। ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে এম.বি.এ কোর্স পাশরাও যোগ্য।
শূন্যপদ : ৩০ টি।
চাকরি হবে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখায়।
জুনিয়র ফিল্ড অফিসার : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।
শূন্যপদ : ৩০ টি।
চাকরি হবে সিভিল শাখায়।
জুনিয়র ফিল্ড অফিসার : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।
শূন্যপদ : ২৫ টি।
চাকরি হবে ইলেক্ট্রিক্যাল শাখায়।
জুনিয়র ফিল্ড অফিসার : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।
শূন্যপদ : ২০ টি।
চাকরি হবে মেকানিক্যাল শাখায়।
জুনিয়র ফিল্ড অফিসার : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা পার্সোন্যাল ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, লেবার ওয়েলফেয়ার, বিজনেস ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট বা পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট- গ্ৰ্যাজুয়েট ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য।
শূন্যপদ : ১৫ টি।
চাকরি হবে হিউম্যান রিসোর্স শাখায়।
জুনিয়র ফিল্ড অফিসার : চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বা সি.এম.এ-র ইন্টার পাশ কিংবা এম.কম কোর্স পাশরা যোগ্য।
শূন্যপদ : ১৫ টি।
চাকরি হবে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখায়।
ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ২৪-৮-২০২১ এর হিসাবে ৩০ বছরের মধ্যে। পারিশ্রমিক ফিল্ড অফিসার পদের বেলায় ৬০,০০০ টাকা ও জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার ও জুনিয়র ফিল্ড অফিসার পদের বেলায় ৪৫,০০০ টাকা।
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মধ্যে। এরপর হবে গ্ৰুপ ডিসকাশন ও ইন্টারভিউ। পরীক্ষা হবে নিউ দিল্লি, চন্ডীগড়, দেরাদুন ও সিমলায়।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ আগস্টের মধ্যে। এই ওয়বসাইটে : www.sjvn.nic.in এজন্য বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ফিল্ড ইঞ্জিনিয়ার বা অফিসার পদের বেলায় ৩০০ ও ফিল্ড অফিসার পদের বেলায় ৬০০ টাকা অনলাইনে দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধীদের ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।