DMCA.com Protection Status

Join Whatsapp Group

ব্যাংকে ১৪০ অফিসার নিয়োগ । আবেদন চলছে । যোগ্যতা – গ্রাজুয়েট

Spread the love
ব্যাংকে ১৪০ অফিসার নিয়োগ । আবেদন চলছে । যোগ্যতা - গ্রাজুয়েট

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘ফোরেক্স অফিসার’ ও ‘ক্রেডিট অফিসার’ পদে ১৪০ জন লোক নিচ্ছে । কারা কোন পদের জন্য যোগ্য –

ক্রেডিট অফিসার-

বয়স- বয়স হতে হবে ২৩ থেকে ৩২ বছরের মধ্যে ।

মূল বেতন – ২৩৭০০-৫২০২০ টাকা

শূন্যপদ – ১২২ টি । পোস্ট কোড – ০৫

যোগ্যতা- যেকোন শাখার গ্রাজুয়েট ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে এম.বি.এ /পি.জি.ভি.বি.এ/পি.জি.ডি.বি.এম /পি.জি.পি.এম/পি.জি.ডি.এম কোর্স পাশ হলে যোগ্য । ফিনান্সিয়াল রস্ক ম্যানেজমেন্ট বা প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন । কোন নামী সংস্থা থেকে এম.এস.এক্সেল , এস.কিউ.এল সহ কম্পিউটার কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন ।

ফোরেক্স অফিসারঃ-

বয়স – ২৩৭০০ – ৪২০২০ টাকা ।

শূন্যপদ – ১৮ টি । পোস্ট কোড – ০৬

যোগ্যতা – যে কোন শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন । ফিনান্স /ইন্টারন্যাশনাল বিজনেস / ট্রেড ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে এম.বি.এ/পি.জি.পি.এম/পি.জি.ডি.এম বা বিজনেস ম্যানেজম্যান্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন । আই.আই.বি.এফ থেকে ফোরেক্সের সার্টিফিকেট কোর্স পাস হলেও অগ্রাধিকার পাবেন ।

বয়সের ছাড় – উপরের সব পদের বেলায় তপশিলীরা ৫ বছর , ও.বি.সিরা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । সব ক্ষেত্রে বয়স গুনতে হবে ০১-০৩-২০১৯ এর হিসাবে । শুরুতে ২ বছরের প্রবেশন ।

প্রার্থী বাছায় হবে অনলাইন টেস্ট , গ্রুপ ডিসকাশন ও ইন্টার্ভিউ এর মাধ্যমে ।

পরীক্ষা পদ্ধতি – অনলাইন পরীক্ষা হবে  ১৭ মে । এই পরীক্ষায় ২০০ নম্বরের ২০০ টি প্রস্নহবে এইসব বিষয়ে – রিজনিং ,কোয়ানটিটেটিভ আপ্টিটিউট , পেশাগত জ্ঞান , ইংলিশ ল্যাঙ্গুয়েজ । সময় থাকবে ২ ঘণ্টা ।নেগেটিভ মার্কিং আছে । পরীক্ষা হবে ভুবনেশ্বরে ।সফল হলে ৫০ নম্বরের ইন্টার্ভিউ ।

দরখাস্ত করার পদ্ধতি – দরখাস্ত করবেন অনলাইনে ২৯ মার্চের মধ্যে । এই ওয়েবসাইটে ( www.unionbankofindia.co.in  ) । এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে । এছারাও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন । এবার ওপরের ঐ ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ।

পরীক্ষা ফি – পরীক্ষা ফি বাবদ ৬০০ ( তফশিলী , প্রতিবন্ধী হলে ১০০ ) টাকা অনলাইনে দিতে হবে । টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন । আরও বিস্তারিত তথ্য পাবেন নিচের ওয়েবসাইটে –www.unionbankofindia.co.in