DMCA.com Protection Status

Join Whatsapp Group

এই জেলায় ২০৪ জন গ্রাম সম্পদ কর্মী নিয়োগ । জেনে নিন কোথায় কত শূন্যপদ , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , ফর্ম কোথায় পাবেন প্রভৃতি সকল তথ্য

Spread the love
recruitment of 204 villagae resource person in dakshin dinajpur
recruitment of 204 villagae resource person in dakshin dinajpur

এই জেলায় ২০৪ জন গ্রাম সম্পদ কর্মী নিয়োগ । জেনে নিন কোথায় কত শূন্যপদ , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , ফর্ম কোথায় পাবেন প্রভৃতি সকল তথ্য

২০৪ জন গ্রাম সম্পদ কর্মী নেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুর‍্যাল ডেভেলপমেন্ট এজেন্সি । নিয়োগ করা হবে দক্ষিন দিনাজপুরের প্রতিটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ।

শিক্ষাগত যোগ্যতা –

অন্তত মাধ্যমিক পাশ হলে এই পদের জন্য আবেদন করা যাবে । তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা সম্ভব । প্রার্থীকে বা তার পরিবারের কোন সদস্যকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুর‍্যাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম এ কাজ করে থাকতে হবে ।

বয়স –

আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে ।

ব্লক ও গ্রাম পঞ্চায়েত অনুসারে শূন্যপদের বণ্টন –

বালুরঘাট – মোট ৩১ টি । যার মধ্যে অমৃতখন্ড ৩ টি , বোল্ডার ৪ টি , বোল্লা ৩ টি , চকভৃগু ৪ টি , দাঙ্গা ২ টি , গোপালবাটি ১ টি , জলঘর ৫ টি , ভাতপাড়া ৫ টি ।

হিলি – মোট ১২ টি । যার মধ্যে বিনশিরা ২ টি , ঢালপাড়া ৩ টি , হিলি ২ টি , জামালপুর ৩ টি , পুঞ্জাল ২ টি ।

তপন – মোট ২৬ টি । যার মধ্যে আজমতপুর ২ টি , আউতিনা ৩ টি , দ্বিপখন্ড ৪ টি , গোফানগর ৩ টি , গুরিয়াল ২ টি , হাজতপুর ২ টি , হরসুরা ২ টি , মালঞ্চ ২ টি , রামচন্দ্রপুর ২ টি , তপনচন্ডিপুর ২ টি ।

কুমারগঞ্জ – মোট ৩০ টি । যার মধ্যে বাটুন ৭ টি , ভৌর ১ টি , দেওর ৩ টি , ঝাকিরপুর ২ টি , মোহনা ৪ টি , রামকৃষ্ণপুর ৩ টি , সাফানগর ৮ টি , সমঝিয়া ২ টি ।

গঙ্গারামপুর – মোট ৪৪ টি । যার মধ্যে অশোকগ্রাম ৬ টি , বাগুরিয়া ৫ টি , বেলবাড়ি ২ টি , চালুন ৬ টি , দমদমা ৭ টি , গঙ্গারামপুর ২ টি , নন্দনপুর ৩ টি , গুরুদেবপুর ৬ টি , উদয় ৭ টি ।

বংশীহারী – মোট ১৪ টি । যার মধ্যে ব্রজবল্লভপুর ২ টি , ইল্লাহাবাদ ৪ টি , গাঙ্গুরিয়া ৩ টি মহাবাড়ি ৩ টি ।

হরিরামপুর – মোট ২৩ টি । যার মধ্যে বাগিচাপুর ৪ টি , বাইরহাট্টা ৫ টি , গোকর্ন ৩ টি , পুন্ডারি ৪ টি , সৈইদপুর ৩ টি , শির্শে ৪ টি ।

কুশমন্ডি – মোট ২৪ টি । যার মধ্যে আকচা ৩ টি বেরোইল ২ টি , দেউল ২ টি , কালিকামরা ৪ টি , করনজি ৪ টি , কুশিণ্ডি ৪ টি , মালিগাঁও ২ টি , উদয়পুর ৩ টি ।

যে ব্লকের যে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদে আবেদন করবেন , প্রার্থীকে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে । সেলফ হেল্প গ্রুপে কর্মরত তফসিলি মহিলারা অগ্রাধিকার পাবেন ।

আবেদন পদ্ধতি –

দরখাস্ত করবেন নির্দিস্ট বয়ানে । দরখাস্তের বয়ান নীচের লিঙ্কে পেয়ে যাবেন –

https://www.dinajpur.nic.in

দরখাস্তভরা খামের উপর লিখবেন “Application for selection to the post of VRP” । যথাযথভাবে পূরণ করা দরখাস্ত আগামী ৪ ই মার্চের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে দরখাস্ত জমা দিতে হবে । অথবা সরাসরি গিয়েও দরখাস্ত জমা দিতে পারেন । দরখাস্ত জমা দেওয়ার সময় দুপুর ১১ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত ।

সাম্প্রতিক পোস্টসমূহ