DMCA.com Protection Status

Join Whatsapp Group

ইন্ডিয়ান কোস্ট গার্ড-এ ৩৫০ জন প্রার্থী নিয়োগ । জানুন বিস্তারিত

Spread the love
Recruitment of 350 candidates in Indian Coast Guard
Recruitment of 350 candidates in Indian Coast Guard

ইন্ডিয়ান কোস্ট গার্ড-এ ৩৫০ জন প্রার্থী নিয়োগ । জানুন বিস্তারিত

ভারতীয় উপকূল রক্ষীবাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড) ‘নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ (কুক ও স্টুডেন্ট)’ , ‘নাবিক (জেনারেল ডিউটি)’ ও ‘যান্ত্রিক’ পদে ৩৫০ জন লোক নিচ্ছে। এই পদের ব‍্যাচ নং : 01/2022.

 কারা কোন পদের জন্য যোগ্য : 

নাবিক (জেনারেল ডিউটি) : অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন।

বয়স – বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ১-২-২০০০ থেকে ৩১-১-২০০৪ এর মধ্যে।

তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯। চশমা থাকলে যোগ্য নন। 

বেসিক পে : ২১,৭০০ টাকা।

শারীরিক মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ (গোর্খা, নেপাল ও অসমীয়া হলে ১৫২) সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি (অন্তত ৫ সেমি প্রসারণক্ষম) ও স্বাভাবিক ওজন থাকতে হবে। স্বাভাবিক শ্রবণশক্তি ও দু পাটি অক্ষত দাঁত থাকা দরকার। রোগমুক্ত শরীর, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়াও রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ, যাতায়াত ভাড়ায় ছাড়, ১০ লাখ টাকা পর্যন্ত গ্ৰুপ বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্ৰ‍্যাচুইটি, ক‍্যান্টিন, ঋণ ইত‍্যাদির সুযোগ পাবেন। ট্রেনিং শুরু অক্টোবর, ওড়িশার আই.এন.এস চিল্কায়। ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবে।

শূন‍্যপদ : ২৬০ টি (জেনাঃ ১০৮, ই.ডব্লু.এস ২৬, ও.বি.সি ৬৭, তঃউঃজাঃ ১৯, তঃজাঃ ৪০)।

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) : মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন।

বয়স – বয়স হতে হবে ১-৪-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ১-৪-২০০০ থেকে ৩১-৩-২০০৪ এর মধ্যে। ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩  বছর আর তপশিলী প্রার্থীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন। 

শরীরের মাপজোখ – মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ (গোর্খা, নেপালি ও অসমীয়া হলে ১৫২) সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি (অন্তত ৫ সেমি প্রসারণক্ষম) ও ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/৩৬ ও খারাপ ৬/৩৬। স্বাভাবিক শ্রবণশক্তি ও দু পাটি অক্ষত দাঁত থাকা দরকার। যে কোনো রোগমুক্ত শরীর শারীরিক ও মানসিকভাবেসুস্থ থাকতে হবে। এছাড়াও রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ, যাতায়াত ভাড়ায় ছাড়, ১০ লাখ টাকা গ্ৰুপ বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্ৰ‍্যাচুইটি, ক‍্যান্টিন, ঋণ ইত‍্যাদির সুযোগ পাবেন। ট্রেনিং শুরু অক্টোবরে তখন বেসিক পে ২১,৭০০ টাকা। ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবে। এই পদ থেকে ‘প্রধান অধিকারী’ পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে।

বেসিক পে – ৪৭,৬০০ টাকা।

শূন‍্যপদ – ৫০ টি (জেনাঃ ২৩, ই.ডব্লু.এস ৫, ও.বি.সি ১৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২)।

যান্ত্রিক : মাধ্যমিক পাশ ছেলেরা এ.আই.সি.টি.ই র অনুমোদিত সংস্থা থেকে মেকানিক্যাল, ইলেক্ট্রিক‍্যাল বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন।

বয়স– বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১-২-২০০০ থেকে ৩১-১-২০০৪ এর মধ্যে। ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর আর তপশিলী প্রার্থীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন।

শারীরিক মাপজোখ – শারীরিক মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ (গোর্খ, নেপালি ও অসমীয়া হলে ১৫২) সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি (অন্তত ৫ সেমি প্রসারণক্ষম) ও সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দু চোখে  ৬/১২। স্বাভাবিক শ্রবণশক্তি ও দুই পাটি অক্ষত দাঁত থাকা দরকার। রোগ মুক্ত শরীর, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। বেশিক পে ২৯,২০০ টাকা। এছাড়া রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আভাসে পরিবার সহ থাকার সুযোগ, যাতায়াত ভাড়াই ছাড়, ১০ লাখ টাকা গ্ৰুপ বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্ৰ‍্যাচুইটি, ক‍্যান্টিন, ঋণ ইত‍্যাদির সুযোগ পাবেন। ট্রেনিং শুরু জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদের বেলায় আগামী বছর ফেব্রুয়ারি তে ও নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদের বেলায় এপ্রিলে, ওড়িশার আই.এন.এস চিল্কায়। ট্রেনিং চলাকালিন যাবতীয় খরচ সরকার বহন করবে। এই পদ থেকে ‘প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার’ পদ প্রযন্ত পদন্তির সুযোগ আছে। 

বেসিক পে – ৪৭,৬০০ টাকা।

শূন‍্যপদ – ২০ টি (জেনাঃ ৮, ই.ডব্লু.এস ৩, ও.বি.সি ৬, তঃজাঃ ৩)। ইলেক্ট্রিক‍্যাল ১৩ টি (জেনাঃ ৬, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৪, তঃজাঃ১)। ইলেক্ট্রনিক্স ৭ টি (জেনাঃ ৬, ই.ডব্লু.এস ১)।

প্রার্থী বাছাই হবে তিনটি ধাপে। প্রথম ধাপের কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে সেপ্টেম্বরে। 

দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে অক্টোবর মাসে। 

তৃতীয় ধাপের পরীক্ষা হবে নাবিক জেনারেল ডিউটি পদের বেলায় ফেব্রুয়ারিতে, নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চের) বেলায় এপ্রিলে আর যান্ত্রিক পদের বেলায় ফেব্রুয়ারিতে।

নাবিক (জেনারেল ডিউটি) পদের বেলায় প্রথম পার্টের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে  ৬০ নম্বরের ৬০ টি প্রশ্ন থাকবে। এই সব বিষয়ে ―

বিষয় :  অঙ্ক – ২০ টি, বিজ্ঞান – ১০ টি, ইংরিজি – ১৫ টি, রিজনিং – ১০ টি, জি.কে – ৫ টি।

সময় –৪৫ মিনিট।

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদের বেলায় প্রথম পার্টের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন থাকবে।এই সব বিষয়ে ―

বিষয় : অঙ্ক – ২৫ টি, ফিজিক্স – ২৫ টি।

সময় – ৩০ মিনিট।

যান্ত্রিক পদের বেলায় প্রথম পার্টে লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে  ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন থাকবে। এই সব বিষয়ে ―

বিষয় : ইলেক্ট্রিক‍্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে – ৫০ টি, ইলেক্ট্রনিক্স – ৫০ টি, ম‍্যাকানিক‍্যাল – ৫০ টি।

সময় – ৩০ মিনিট।

সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ― 

সাত মিনিটের ১.৬ কিমি দৌড়,  ২০ বার ওঠ-বস আর ১০ বার পুশ-আপ। সব বিষয়ে সফল হলে ইন্টারভিউ। শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সব শেষে ডাক্তারি পরীক্ষা হবে ওড়িশার আই.এন.এস চিল্কায়। সব ধাপের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে।

দরখাস্ত করবেন অনলাইনে, ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.joinindiancoastguard.cdse.in এজন্য প্রথমে পাশপোর্ট মাপের ফটো (১০ কেবির ৪০ মধ্যে), সিগনেচার (১০ থেকে ৩০ কেবির মধ্যে), বয়স , শিক্ষাগত যোগ্যতা ইত‍্যাদি প্রমাণপত্র স্ক‍্যান করে নেবেন। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে ‘I Agree’ তে ক্লিক করে Online Application এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ২৫০ টাকা (তপশিলী দের ফী লাগবে না) অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

  • Sainik School Job Vacancy 2024 : সৈনিক স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Dist Judge Court Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে জেলা আদালতে এইট পাশে কর্মী নিয়োগ
    Spread the loveDist Judge Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • NPCIL Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে পারমাণবিক শক্তি বিভাগে কর্মী নিয়োগ
    Spread the loveNPCIL Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • BGSYS Recruitment 2024 : গ্রাম স্বরাজ যোজনা সোসাইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveBGSYS Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Handyman Vacancy 2024 : এয়ারপোর্টে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ
    Spread the loveHandyman Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading