DMCA.com Protection Status

Join Whatsapp Group

রেলে জুনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ

Spread the love
Recruitment of people to the post of Junior Executive of Rail

রেলে জুনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ

কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘জুনিয়র এক্সিকিউটিভ’, ‘এক্সিকিউটিভ’, ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে ১,০৭১ জন লোক নিচ্ছে। এবছর মে মাসে যাঁরা দরখাস্ত করেছিলেন, তাঁদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না। কারা কোন পদের জন্য যোগ্য : 

পোস্ট কোড : 31 : জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রিক‍্যাল) : আই.টি.আই থেকে ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রিশিয়ান, ওয়‍্যারম‍্যান বা ইলেক্ট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2।

শূন‍্যপদ – ১৩৫ টি (জেনাঃ ৫৭, ও.বি.সি ৩৪, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১১, ই.ডব্লু.এস ১১)।

পোস্ট কোড : 32 : জুনিয়র এক্সিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন): আই.টি.আই থেকে ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, ইনফর্মেশন টেকনোলজি, টি.ভি অ্যান্ড রেডিও, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কিং, ডাটা নেটওয়ার্কিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে B1.

শূন‍্যপদ – ১৪৭ টি (জেনাঃ ৬২, ও.বি.সি ৩৭, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১২, ই.ডব্লু.এস ১৩)।

পোস্ট কোড : 33 : জুনিয়র এক্সিকিউটিভ (অপারেশন অ্যান্ড বি.ডি) : যে কোনো শাখার গ্ৰ‍্যাজুয়েটরা আবেদন করতে পারেন। আই.টি.আই থেকে যে কোনো ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A2 .

শূন‍্যপদ – ২২৫ টি (জেনাঃ ৯০, ও.বি.সি ৬১, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ১৭, ই.ডব্লু.এস ২৩)।

পোস্ট কোড : 34 : জুনিয়র এক্সিকিউটিভ (মেকানিক্যাল) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মোটর মেকানিক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে B1.

শূন‍্যপদ – ১৪ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ১, ই.ডব্লু.এস ১)।

বয়স ― ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১-২০২১ এর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

মূল মাইনে ― ২৫,০০০–৬৮,০০০ টাকা।

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।

পোস্ট কোড : 21 : এক্সিকিউটিভ (সিভিল) : সিভিল, সিভিল (ট্রান্সপোর্টেশন), সিভিল (কনস্ট্রাকশন), সিভিল (পাব্লিক হেলথ), সিভিল (ওয়াটার রিসোর্স) ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A3.

শূন‍্যপদ – ৭৩ টি (জেনাঃ ৩২, ও.বি.সি ১৬, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস ৬)।

পোস্ট কোড : 22 : এক্সিকিউটিভ (ইলেক্ট্রিক‍্যাল) : ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A3.

শূন‍্যপদ – ৪২ টি (জেনাঃ ১৬, ও.বি.সি ১২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ই.ডব্লু.এস ৪)।

পোস্ট কোড : 23 : এক্সিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন) : ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স, মাইক্রো প্রসেসর, টি.ভি ইঞ্জিনিয়ারিং, ফাইবার অপটিক কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, সাউন্ড অ্যান্ড টি.ভি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A3 .

শূন‍্যপদ – ৮৭ টি (জেনাঃ ৩৫, ও.বি.সি ২৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস ৮)।

পোস্ট কোড : 24 : এক্সিকিউটিভ (অপারেশন্স অ্যান্ড বি.ডি) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্ৰ‍্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2. 

শূন‍্যপদ – ২৩৭ টি (জেনাঃ ৯৬, ও.বি.সি ৬৫, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৭, ই.ডব্লু.এস ২৩)।

পোস্ট কোড : 25 : এক্সিকিউটিভ (মেকানিক্যাল) : মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ম‍্যানুফ‍্যাকচারিং, মেকাট্রনিক্স, প্রোডাকশন, অটোমোবাইল, ইন্সট্রুমেন্টেসন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3 .

শূন‍্যপদ – ৩ টি (জেনাঃ)।

 বয়স ― ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

মূল মাইনে – ৩০,০০০–১,২০,০০০ টাকা।

প্রার্থী বাছাই কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি টেস্ট হবে।

পোস্ট কোড : 11 : জুনিয়র ম‍্যানেজার (সিভিল) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্ৰ‍্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2.

শূন‍্যপদ – ৩১ টি (জেনাঃ ১৪, ও.বি.সি ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ৩)।

পোস্ট কোড : 12 : জুনিয়র ম‍্যানেজার (অপারেশন্স অ্যান্ড বি.ডি) : মার্কেটিং, বিজনেস অপারেশন, কাস্টমার রিলেশন বা ফিনান্স বিষয় নিয়ে এম.বি.এ, পি.জি.ডি.বি.এ, পি.জি.ডি.বি.এম, পি.জি.ডি.এম মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2.

শূন‍্যপদ – ৭৭ টি (জেনাঃ ৩৪, ও.বি.সি ২০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ই.ডব্লু.এস ৭)।

পোস্ট কোড : 13 : জুনিয়র ম‍্যানেজার (মেকানিক্যাল) : মেকানিক্যাল, ইলেক্ট্রিক‍্যাল, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন, অটোমোবাইল, ম‍্যানুফ‍্যাকচারিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3.

শূন‍্যপদ – ৩ টি (জেনাঃ)।

বয়স ― বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।

মূল মাইনে – ৫০,০০০–৬০,০০০ টাকা।

ওপরের সব ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্ট হবে সেপ্টেম্বর-অক্টোবর।

দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে : www.dfccil.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ই-মেল আই.ডি দিয়ে নাম রেজিস্ট্রেশন করলে ওই ই-মেল আই.ডি তি রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড পাঠানো হবে। এবার আবার ওই ওয়েবসাইটে গিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড দিয়ে ‘স্টেপ-।’ রেজিস্ট্রেশন করতে হবে। যাবতীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট করলেই ওই ই-মেল আই.ডি তে রেজিস্ট্রেশন নম্বর , পাশওয়ার্ড পাবেন। এবার পরীক্ষা ফী বাবদ জুনিয়র ম‍্যানেজার পদের বেলায় ১,০০০ টাকা, এক্সিকিউটিভ পদের বেলায় ৯০০ টাকা আর জুনিয়র এক্সিকিউটিভ পদের বেলায় ৭০০ টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

  • Best Vocational Courses 2024 : বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হন
    Spread the loveBest Vocational Courses 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Amazon Career 2024 : অ্যামাজন কোম্পানিতে কাজের সুযোগ! বাড়িতে বসেই করুন আবেদন
    Spread the loveAmazon Career 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • ICDS Supervisor Result 2024 : আইসিডিএস সুপারভাইজার নিয়েগের ফলাফল প্রকাশিত! সম্পূর্ণ লিস্ট দেখুন
    Spread the loveICDS Supervisor Result 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • WBKVIB Job Vacancy 2024 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে নিয়োগ
    Spread the loveWBKVIB Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Aaya Job Vacancy 2024 : মন্তেশ্বরী স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
    Spread the loveAaya Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading