রেলে জুনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘জুনিয়র এক্সিকিউটিভ’, ‘এক্সিকিউটিভ’, ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে ১,০৭১ জন লোক নিচ্ছে। এবছর মে মাসে যাঁরা দরখাস্ত করেছিলেন, তাঁদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না। কারা কোন পদের জন্য যোগ্য :
পোস্ট কোড : 31 : জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রিক্যাল) : আই.টি.আই থেকে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিশিয়ান, ওয়্যারম্যান বা ইলেক্ট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2।
শূন্যপদ – ১৩৫ টি (জেনাঃ ৫৭, ও.বি.সি ৩৪, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১১, ই.ডব্লু.এস ১১)।
পোস্ট কোড : 32 : জুনিয়র এক্সিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন): আই.টি.আই থেকে ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, ইনফর্মেশন টেকনোলজি, টি.ভি অ্যান্ড রেডিও, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কিং, ডাটা নেটওয়ার্কিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে B1.
শূন্যপদ – ১৪৭ টি (জেনাঃ ৬২, ও.বি.সি ৩৭, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১২, ই.ডব্লু.এস ১৩)।
পোস্ট কোড : 33 : জুনিয়র এক্সিকিউটিভ (অপারেশন অ্যান্ড বি.ডি) : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। আই.টি.আই থেকে যে কোনো ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A2 .
শূন্যপদ – ২২৫ টি (জেনাঃ ৯০, ও.বি.সি ৬১, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ১৭, ই.ডব্লু.এস ২৩)।
পোস্ট কোড : 34 : জুনিয়র এক্সিকিউটিভ (মেকানিক্যাল) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মোটর মেকানিক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে B1.
শূন্যপদ – ১৪ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ১, ই.ডব্লু.এস ১)।
বয়স ― ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১-২০২১ এর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে ― ২৫,০০০–৬৮,০০০ টাকা।
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।
পোস্ট কোড : 21 : এক্সিকিউটিভ (সিভিল) : সিভিল, সিভিল (ট্রান্সপোর্টেশন), সিভিল (কনস্ট্রাকশন), সিভিল (পাব্লিক হেলথ), সিভিল (ওয়াটার রিসোর্স) ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A3.
শূন্যপদ – ৭৩ টি (জেনাঃ ৩২, ও.বি.সি ১৬, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস ৬)।
পোস্ট কোড : 22 : এক্সিকিউটিভ (ইলেক্ট্রিক্যাল) : ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A3.
শূন্যপদ – ৪২ টি (জেনাঃ ১৬, ও.বি.সি ১২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ই.ডব্লু.এস ৪)।
পোস্ট কোড : 23 : এক্সিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন) : ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মাইক্রো প্রসেসর, টি.ভি ইঞ্জিনিয়ারিং, ফাইবার অপটিক কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, সাউন্ড অ্যান্ড টি.ভি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডাক্তারি মান হতে হবে A3 .
শূন্যপদ – ৮৭ টি (জেনাঃ ৩৫, ও.বি.সি ২৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস ৮)।
পোস্ট কোড : 24 : এক্সিকিউটিভ (অপারেশন্স অ্যান্ড বি.ডি) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2.
শূন্যপদ – ২৩৭ টি (জেনাঃ ৯৬, ও.বি.সি ৬৫, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৭, ই.ডব্লু.এস ২৩)।
পোস্ট কোড : 25 : এক্সিকিউটিভ (মেকানিক্যাল) : মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, প্রোডাকশন, অটোমোবাইল, ইন্সট্রুমেন্টেসন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3 .
শূন্যপদ – ৩ টি (জেনাঃ)।
বয়স ― ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে – ৩০,০০০–১,২০,০০০ টাকা।
প্রার্থী বাছাই কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি টেস্ট হবে।
পোস্ট কোড : 11 : জুনিয়র ম্যানেজার (সিভিল) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2.
শূন্যপদ – ৩১ টি (জেনাঃ ১৪, ও.বি.সি ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ৩)।
পোস্ট কোড : 12 : জুনিয়র ম্যানেজার (অপারেশন্স অ্যান্ড বি.ডি) : মার্কেটিং, বিজনেস অপারেশন, কাস্টমার রিলেশন বা ফিনান্স বিষয় নিয়ে এম.বি.এ, পি.জি.ডি.বি.এ, পি.জি.ডি.বি.এম, পি.জি.ডি.এম মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A2.
শূন্যপদ – ৭৭ টি (জেনাঃ ৩৪, ও.বি.সি ২০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ই.ডব্লু.এস ৭)।
পোস্ট কোড : 13 : জুনিয়র ম্যানেজার (মেকানিক্যাল) : মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডাক্তারি মান হতে হবে A3.
শূন্যপদ – ৩ টি (জেনাঃ)।
বয়স ― বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে – ৫০,০০০–৬০,০০০ টাকা।
ওপরের সব ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্ট হবে সেপ্টেম্বর-অক্টোবর।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে : www.dfccil.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ই-মেল আই.ডি দিয়ে নাম রেজিস্ট্রেশন করলে ওই ই-মেল আই.ডি তি রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড পাঠানো হবে। এবার আবার ওই ওয়েবসাইটে গিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড দিয়ে ‘স্টেপ-।’ রেজিস্ট্রেশন করতে হবে। যাবতীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট করলেই ওই ই-মেল আই.ডি তে রেজিস্ট্রেশন নম্বর , পাশওয়ার্ড পাবেন। এবার পরীক্ষা ফী বাবদ জুনিয়র ম্যানেজার পদের বেলায় ১,০০০ টাকা, এক্সিকিউটিভ পদের বেলায় ৯০০ টাকা আর জুনিয়র এক্সিকিউটিভ পদের বেলায় ৭০০ টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …