
DELED ( PART – 1 ) রেজাল্ট প্রকাশিত হল ২০১৮ -২০ Batch
অবশেষে রেজাল্ট প্রকাশিত হল ২০১৮-২০ ব্যাচের রেগুলার / ফেস টু ফেস মোডের deled ছাত্র ছাত্রীদের দীর্ঘ অপেক্ষার পর ২০১৮ – ২০ ব্যাচের পার্ট – ১ এর ছাত্র ছাত্রীদের রেজাল্ট প্রকাশিত হল ।
আগ্রহী ছাত্র ছাত্রীরা প্রাইমারী এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন নিজের রেজাল্ট দেখার জন্য ।
কিভাবে দেখবেন আপনার রেজাল্ট ?
আপনি যদি ২০১৮ – ২০ ব্যাচের পার্ট – ১ এর ছাত্র – ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার রেজাল্ট প্রাইমারী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপানার রেজাল্ট দেখতে পাবেন । তার জন্য আপনাকে প্রাইমারী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org এই ওয়েবসাইট ভিজিট করুন । নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল –
অফিসিয়াল ওয়েবসাইট টির হোম পেজেই আপনি আপনার রেজাল্টের লিঙ্ক পেয়ে যাবেন । সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে আর একটি পেজ খুলে যাবে । যেখানে নির্দিস্ট ঘরে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার , ক্যান্ডিডেট রোল নাম্বার , এবং ক্যান্ডিডেট নাম্বার প্রদান কর “SUBMIT” বোতামে ক্লিক করলেই আপনার রেজাল্ট দেখতে পাবেন ।
1 comment
I am a d. El. Ed student