DMCA.com Protection Status

Join Whatsapp Group

Rupashree Prakalpa Recruitment 2023 : রুপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

Spread the love
Rupashree Prakalpa Recruitment 2023
Rupashree Prakalpa Recruitment 2023

Rupashree Prakalpa Recruitment 2023 : রুপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ।

বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Rupashree Prakalpa Recruitment 2023 )। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের সামনে একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপ Join Now

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একটি স্বপ্নের প্রকল্প হল রুপশ্রী প্রকল্প । আজ সেই প্রকল্পেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । বিজ্ঞপ্তি অনুসারে ঝাড়গ্রাম জেলায় রুপশ্রী প্রকল্পের অধীনে বেশ কয়েকটি কর্মী নিয়োগ করা হচ্ছে । নিচে পদের নাম , শিক্ষাগত যোগ্যতা , বয়স , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল । যথা-

Rupashree Prakalpa Recruitment 2023

বিজ্ঞপ্তি নাম্বার –

19/RUP/JGM

পদের নাম –

ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator )

শূন্যপদ –

বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদের সংখ্যা ৪ টি ।

বেতন –

প্রতি মাসে ১১০০০ টাকা বেতন দেওয়ার কথা বলা হয়েছে ।  

বয়স –

বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । তবে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখার গ্র্যাজুয়েট পাশ হতে হবে । কম্পিউটারে MS Office এ কাজ চালানোর জ্ঞান থাকতে হবে । প্রতি মিনিটে ৩০ টি শব্দ তোলার গতি থাকতে হবে । সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে  ।

কাজের ধরন –

ডাটা এন্ট্রি , রিপোর্ট তৈরি প্রভৃতি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে ।

পদের নাম –

আকাউন্টেণ্ট ( Accountant )

শূন্যপদ –

বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদের সংখ্যা ১ টি ।

আরও পড়ুনঃ এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।

বেতন –

প্রতি মাসে ১৫০০০ টাকা বেতন দেওয়ার কথা বলা হয়েছে । বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।   

বয়স –

বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । তবে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা ৫ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন । অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ৬৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ কমার্স গ্র্যাজুয়েট পাশ হতে হবে । কম্পিউটারে MS Office , স্প্রেড শিট , ট্যালি এ কাজ চালানোর জ্ঞান থাকতে হবে । সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে  ।

কাজের ধরন –

ডিসট্রিক্ট প্রজেক্ট ম্যানেজম্যান্টে ইউনিটের আকাউন্ট পরিচালনা করা এছাড়াও অন্যান্য কাজ ।

নিয়োগ পদ্ধতি ( Rupashree Prakalpa Recruitment 2023 ) –

ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে একটি টাইপিং টেস্ট নেওয়া হবে এবং ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করা হবে । তবে আকাঊণ্টেন্ট পদের ক্ষেত্রে কোন টাইপিং টেস্ট নেওয়া হবে না ।

উপরোক্ত দুটি পদের ক্ষেত্রেই মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে । তিনটি ধাপে এই পরীক্ষা হবে । প্রথমে লিখিত পরীক্ষা । তারপর কম্পিউটার টেস্ট এবং সবশেষে হবে ইন্টারভিউ

লিখিত পরীক্ষায় , কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ে কোন ক্ষেত্রে কত নম্বর রয়েছে তা উল্লেখ করা হল । নীচে ছকের সাহায্যে কোন ক্ষেত্রে কত নম্বর রয়েছে তা দেখানো হল । যথা –

ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে নাম্বার বিভাজন –

বিষয়নম্বর বিভাজন
লিখিত পরীক্ষা ( প্রশ্ন হবে MCQ টাইপের)৪০ নম্বর
কম্পিউটার টেস্ট৫০ নম্বর
ইন্টারভিউ১০ নম্বর
মোট১০০ নম্বর

আকাউণ্টেণ্ট পদের ক্ষেত্রে নাম্বার বিভাজন –

বিষয়নম্বর বিভাজন
লিখিত পরীক্ষা ( প্রশ্ন হবে MCQ টাইপের)৫০ নম্বর
কম্পিউটার টেস্ট৪০ নম্বর
ইন্টারভিউ১০ নম্বর
মোট১০০ নম্বর

লিখিত পরীক্ষা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য –

আগেই বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ৪০ নম্বরের এবং আকাঊণ্টেণ্ট পদের ক্ষেত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে ।

নিচে ডাটা এন্ট্রি অপারেটরের কি কি বিষয়ে প্রশ্ন হবে দেখুন ।

ক্রমিক সংখ্যাবিষয়নম্বর
ইংরাজি১০ নম্বর
জিকে এবং কারেন্ট এফেয়ার্স১০ নম্বর
জেনারেল মেন্টাল এবিলিটি১০ নম্বর
গণিত১০ নম্বর
 মোট৪০ নম্বর

আমাদের Whatsapp গ্রুপ Join Now

নিচে আকাউন্টেণ্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় কি কি বিষয়ে প্রশ্ন হবে দেখুন ।

ক্রমিক সংখ্যাবিষয়নম্বর
ইংরাজি১০ নম্বর
জিকে এবং কারেন্ট এফেয়ার্স১০ নম্বর
জেনারেল মেন্টাল এবিলিটি১০ নম্বর
গণিত১০ নম্বর
আকাউন্টেন্সি১০ নম্বর
 মোট৫০ নম্বর

আবেদন পদ্ধতি ( Rupashree Prakalpa Recruitment 2023 )–

উক্ত পদে আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষত্রে নিচের পদ্ধতি অনুসরণ করুন । যথা –

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটের আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন । আপনাদের জন্য নীচে ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল ।  

২. এবার সেই দরখাস্ত যথাযথভাবে পূরণ করুণ ।

৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সাটিয়ে দিন । আবেদনের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করুণ ।

৪. এবার পূরণ করা আবেদন পত্রটির সাথে প্রয়োজনীয় স্বপ্রত্যয়িত ডকুমেন্টগুলি জুড়ে দিন । কি কি ডকুমেন্ট লাগবে নীচে উল্লেখ করা হল ।

৫. এবার সেটিকে মুখবন্ধ খামে ভরে খামের উপর বড় হরফে লিখবেন “Application for the post of…………………………………….”

৬. এই দরখাস্তটিকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ড্রপবক্সে অথবা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে পাঠিয়ে দিন । প্রতিবেদনের শেষে দরখাস্ত পাঠানোর ঠিকানা দেওয়া হল ।

আরও পড়ুনঃ Caretaker Recruitment IIIT 2023 : সরসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেয়ারটেকার নিয়োগ

আবেদন পত্রের সাথে কোন কোন ডকুমেন্ট জমা দেবেন ?

দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স দরখাস্তের সঙ্গে যুক্ত করবেন । যথা –

১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্বপ্রত্যয়িত জেরক্স ।

২. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ।

৩. উচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ।

৪. কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট ।

৫. অভিজ্ঞতার সার্টিফিকেট

৬. আপনার মোবাইল নাম্বার এবং ইমেইলআইডি যেন অবশ্যই বৈধ ও সক্রিয় থাকে ।

৭. কাস্ট সার্টিফিকেটের জেরক্স ।

৮. ভোটার কার্ড/ আধার কার্ড ।

৯. ২ কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ । এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাটিয়ে দেবেন ।   

আবেদনের সময় সীমা –

১৬/০২/২৩ থেকে ০২/০৩/২০২৩ তারিখ কাজের দিন ১১ টা থেকে বিকাল ৪ টের মধ্যে আবেদন পাঠাবেন ।

আবেদন পাঠানোর ঠিকানা –

হাতে হাতে অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠাবেন । যথা –

Rupashree CelI

Office of the District Magistrate,

Jhargram

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –

আবেদনের সময়সীমা১৬/০২/২৩ থেকে ০2/০৩/২০২৩
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদনপত্রের নমুনাDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদন পদ্ধতিঅফলাইন
আমাদের Whatsapp গ্রুপJoin Now

  • ADA Recruitment 2024 : এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মী নিয়োগ
    Spread the loveADA Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • MSCWB Recruitment 2024 : পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল ​​সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ
    Spread the loveMSCWB Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • SVNIRTAR Career 2024 : স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ
    Spread the loveSVNIRTAR Career 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • WB Assembly Job Vacancy : পশ্চিমবঙ্গ বিধানসভায় কর্মী নিয়োগ
    Spread the loveWB Assembly Job Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Driver Job 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveDriver Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading