
স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ || বেতন ৪৫ হাজার টাকা
sbi careers : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম)’, ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট)’, ও ‘ডিপুটি ম্যানেজার (ইন্টারন্যাল অডিট)’, পদে ২৫১ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য :
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম):-
কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি, ই.সি.ই , এম.সি.এ, এম.এসসি (আই.টি), এম.এসসি (কম্পিউটার সায়েন্স) কোর্স পাশরা আবেদন করতে পারেন। নেট, ওরাকল, ক্লাউড কম্পিউটিং , লিনাক্স, ওয়েবসার্ভ, জাভা-সহ ইত্যাদি সফটওয়্যারে পোস্ট বেসিক কোয়ালিফিকেশন থাকতে হবে।
শূন্যপদ :― ১৮৩ টি (জেনাঃ ৮৪, ও.বি.সি ৪৮, তঃজাঃ ২৮, তঃউঃজাঃ ১৬)। এর মধ্যে অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী (এল.ডি) ৭, বধির প্রতিবন্ধী ৪।
বয়স :― বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে :― ২৩,৭০০―৪২,০২০ টাকা।
শুরুতে ২ বছরের প্রবেশন। চাকরি হবে জে.এম.জি স্কেল―।’ এ।
আরও পড়ুনঃ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে স্টাইপেন্ড ট্রেনি নিয়োগ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট):-
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা যোগ্য। এম.সি.এ, এম.এসসি (কম্পিউটার সায়েন্স), এম.এসসি (আই.টি) কোর্স পাশরা আবেদন করতে পারেন। সাইবার সিকিউরিটি, সাইবার ফরেন্সিক, ইনফর্মেশন টেকনোলজি ইত্যাদি বিষয়ের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ:– ৪০ টি (জেনাঃ ১৮, ও.বি.সি ১০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ই.ডব্লু.এস ৩)। এর মধ্যে দৃষ্টি হীন প্রতিবন্ধী ১, বধির প্রতিবন্ধী ১।
বয়স:― বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে।
মূল মাইনে:― ২৩,৭০০―৪২,০২০ টাকা।
শুরুতে ২ বছরের প্রবেশন। চাকরি হবে জে.এম.জি স্কেল-।’এ ।
আরও পড়ুনঃ ১ লক্ষ যুবকের কর্ম সংস্থান এর ঘোষণা মুখ্যমন্ত্রীর
ডেপুটি ম্যানেজার(ইন্টারন্যাল অডিট):-
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশরা আবেদন করতে পারেন। এম.এস অফিস সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ:– ২৮ টি (জেনাঃ ৬, ও.বি.সি ১০, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ই.ডব্লু.এস ২)। এর মধ্যে প্রতিবন্ধী (এল.ডি) ১, বধির প্রতিবন্ধী ১।
বয়স:– বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।
মূল মাইনে:– ৩১,৭০৫―৪৫,৯৫০ টাকা।
শুরুতে ২ বছরের প্রবেশন। চাকরি হবে জি.এম.জি স্কেল–।’এ ।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক এ ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে নিয়োগ || বেতন ৪০ হাজার টাকা
সব পদের বেলায় বয়স গুনতে হবে ৩১-১০-২০২০’র হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি’রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের অনলাইনে টেস্ট হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম) পদের বেলায় অনলাইনে টেস্ট হবে ১ ফেব্রুয়ারি, ডেপুটি ম্যানেজার (ইন্টারন্যাল অডিট) পদের বেলায় ৭ ফেব্রুয়ারি আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(সিকিউরিটি অ্যানালিস্ট) পদের বেলায় ২ ফেব্রুয়ারি।
পরীক্ষা হবে পূর্ব ভারতে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, আগরতলা, ইস্ফল, শিলং, ভুবনেশ্বর, পাটনা, রাঁচী, জামশেদপুর, গুয়াহাটি, সফল হলে ইন্টারভিউ হবে। দরখাস্ত করবেন অনলাইনে, ১১ জানুয়ারি পর্যন্ত।
এই ওয়েবসাইটে :-
নাম রেজিস্ট্রেশন করার আগে বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার আগে পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.জি বা জে.পি.ই.জি ফর্মাটে স্ক্যান করে নিয়ে যাবেন। ফটো রঙিন হতে হবে ও ফটো ২০০×২৩০ পিক্সেল হতে হবে। সিগনেচার ১৪০×৬০ পিক্সেল হতে হবে।
ফটো ও সিগনেচার ২০০ ডি.পি আই.তে স্ক্যান করবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ৭৫০ (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- WB Primary TET 2014 Panel ListWB Primary TET 2014 Panel List খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ।আপনারা অবগত আছেন দীর্ঘ টালবাহানা কেস , আন্দোলনের পর সরকার সিদ্ধান্ত নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ করার ।
- WB Primary TET Admit Card 2021 DownloadWB Primary TET Admit Card 2021 Download : ৩১ শে জানুয়ারি পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করুন ।
- Amazon Great Republic Day Sale to begin on Jan 20 know Great offersAmazon Great Republic Day Sale : Amazon Republic Day Sale to begin 20 January 2021 and the offers will closed 23 January 2021.
- কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে কর্মী নিয়োগ || আবেদন চলছেgtre recruitment : প্রতিরক্ষা মন্ত্রকের অধীন গ্যাস টারবাইন রিসার্চ এস্ট্যাবলিশমেন্ট ‘গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’, ‘ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস’ ও
- প্রবেশনারি অফিসার পদে লোক নেওয়া হচ্ছে || যোগ্যতা – গ্র্যাজুয়েটecgc recruitment 2021 : কেন্দ্রীয় সরকারি সংস্থার ই.সি.জি.সি লিমিটেড ‘প্রবেশনারি অফিসার’ পদে ৫৯ জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন।