DMCA.com Protection Status

Join Whatsapp Group

খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার সম্পুর্ণ সিলেবাস দেখে নিন

Spread the love

খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার সম্পুর্ণ সিলেবাস দেখে নিন

খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার সম্পুর্ণ সিলেবাস দেখে নিন

পাবলিক সার্ভিস কমিশন  ফুড এণ্ড সাপ্লাই ডিপার্টমেণ্টের অধীনে  সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে । গত ১৭.০৮.১৮ তারিখ সংক্ষিপ্ত নোটিফিকেশন বের করা হয়েছিল । আমরা জানিয়েছিলাম যখনই বিস্তারিত নোটিফিকেশন দেওয়া হবে আমরা তার বিস্তারিত বিবরন দিয়ে দেব । ১৮/০৮/১৮ তারিখ বিস্তারিত নোটিফিকেশন বের করা হয়েছে  । এবং এই পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হবে তার সম্পুর্ণ সিলেবাস এখানে নিচে দেওয়া হল – 

 

স্কিম ও সিলেবাস

 

Scheme of Examination

 

দুটি পর্যায়ে এই পরীক্ষা নেওয়া হবে । প্রথম পর্যায়ে থাকবে লিখিত পরীক্ষা , যেখানে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে । এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে পারসোনালিটি টেস্ট । নিচে এই সম্বন্ধিত বিস্তারিত বিবরন দেওয়া হল –

 

লিখিত পরীক্ষা ( মোট নম্বর – ১০০ )

পরীক্ষায় একটি মাত্র পেপার থাকবে । প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস । মোট ১০০ নম্বরের প্রশ্ন হবে । যার মধ্যে ৫০ নম্বরের জেনারেল স্টাডিস এবং ৫০ নম্বরের গণিত ।  মোট সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট ।

 

পারসোনালিটি টেস্ট  ( মোট নম্বর – ২০ )

লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে  নির্দিস্ট পরিমান প্রার্থীদের পারসোনালিটি টেস্টের জন্য ডাকা হবে ।

সবশেষে লিখিত পরীক্ষা এবং পারসোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে  চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করা হবে ।

Syllabus for the Written Test

( লিখিত পরীক্ষার সিলেবাস )

 

পরীক্ষা হবে একটি পেপারের । মোট নম্বর – ১০০ ( জেনারেল স্টাডিস – ৫০ , গণিত – ৫০ )

জেনারেল স্টাডিস –

বিজ্ঞান , ভারতীয় প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাবলী  , ভারতীয় ইতিহাস , ভারতীয় ভূগোল ।

 

গণিত –

পশ্চিম বঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাস অনুসারে গণিতের প্রশ্ন তৈরি করা হবে ।

 

 

কমিশন প্রকাশিত সিলেবাসটি ডাউনলোড করুন – 

 

RELATED POST- 

পি.এস.সি সাব ইন্সপেক্টর নিয়োগ ফুড এণ্ড সাপ্লাই ডিপার্টমেণ্টে / আবেদন শুরু ২২ শে আগস্ট

 

1 comment

    • Santu Maity on September 12, 2018 at 11:22 pm

    I wanted bengali questions paper of nios deled 2016

Comments have been disabled.