
এই রাজ্যে করোনা পরিস্থিতির কারনে পুনরায় স্কুল বন্ধের নির্দেশ
গতবছর মার্চ মাস থেকে করোনা পরিস্থিতির কারনে স্কুল , কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে । সমস্ত শিক্ষাব্যবস্থাকে অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসা হয়েছিল । যদিও পরবর্তীকালে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসায় পুনরায় বেশকিছু রাজ্যে স্কুল খুলে দেওয়া হয় ।
যদিও এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হল না । পুনরায় করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধির কারনে বেশ কিছু রাজ্যে স্কুল খুলেও আবার বন্ধের নির্দেশ দিতে হল ।
নিচে এই সকল রাজ্যের তথ্য দেওয়া হল যেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুনরায় স্কুল তথা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হল –
পাঞ্জাব – পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং গত ১৯ শে মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগামী ৩১ শে মার্চ বন্ধের নির্দেশ দিলেন ।
ছত্তিশগড় – ছত্তিশগড়ের মন্ত্রী রবিন্দর চৌবে গত ২১ শে মার্চ সকল স্কুল কলেজ , অঙ্গনয়ারি কেন্দ্রগুলিকে বন্ধের নির্দেশ দেন । অন্যদিক ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল টুইট করে জানিয়েন করোনা সংক্রমণ পুনরায় ভীষণ রকম বৃদ্ধি পাওয়ায় আগামী নোটিফিকেশন জারি করা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে । শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে । এছাড়া অন্য শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে , তাদের সকলকে পরবর্তী শ্রেণীতে প্রমোট করে দেওয়া হবে ।
তামিলনাড়ু –
স্টেট রেভিনিউ এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে গত ২ রা মার্চ থেকে নতুন নতিফিকেশন জারি না করা পর্যন্ত তামিলনাড়ুর সকল নবম , দশম এবং একাদশ শ্রেণীর সকল স্কুল বন্ধ থাকবে ।
উত্তরপ্রদেশ – সারা দেশ জুড়ে যেভাবে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার অষ্টম শ্রেণি পর্যন্ত সকল স্কুল আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে সরকারি অফিসারদের এক উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে ।
পশ্চিমবঙ্গ –
SOURCE – PTI
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।