ফের শুরু হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, জেনে নিন নতুন সূচী
করোনার কারণে বছরখানেকের ওপর দেশের বেশিরভাগ রাজ্যের সরকারি ও বেসরকারী বিদ্যালয়গুলির বন্ধ রয়েছে নিয়মিত পঠনপাঠন। একেবারেই হচ্ছে না পরীক্ষা নেওয়া। ফলে পড়ুয়াদের মূল্যায়নের কোনরকম সুযোগই নেই স্কুলগুলির হাতে। মূল্যায়ন না হওয়ার কারণে পরবর্তী ক্লাসে ভর্তির ব্যাপারেও বেশ অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যদিও কোথাও কোথাও অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরের ক্লাসে ভর্তি করে দেওয়া হচ্ছে, কোথাও বা কোনো রকম মূল্যায়ন ছাড়াই।
পরিস্থিতির প্রতিকূলতায় পরে পরীক্ষা নেওয়া না হলেও, ভর্তি প্রক্রিয়া তো আর থামিয়ে রাখা যাবে না। তাই কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল এবছরের মার্চের চতুর্থ সপ্তাহে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সেসময় তা স্থগিত হয়ে যায়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফে জানানো হয়েছিল, ভর্তি সংক্রান্ত নতুন সূচি পরে জানানো হবে। আর সেই অনুযায়ী কেন্দ্রীয় বিদ্যালয়ে ক্লাস ওয়ানে ভর্তির জন্য পরিবর্তিত নতুন ভর্তি-সূচি প্রকাশিত হল। আগামী ২৩ জুন ২০২১ বুধবার লটারি প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। অভিভাবকরা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি kvsangathan.nic.in-এ দেখে নিতে পারবেন।
এর আগে ২৩ এপ্রিল এই প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই মুহূর্তে দেশজুড়ে করোনার উর্ধমুখী গ্রাফ ছিল খুব ভয়াবহ। সে কারণে তা স্থগিত করে দেওয়া হয়।
ভর্তির প্রথম তালিকা বেরোবে ২৩ জুন বুধবার।
ভর্তির দ্বিতীয় তালিকা বেরোবে ৩০ জুন বুধবার।
(যদি আসন সংখ্যা খালি থাকে)।
ভর্তির তৃতীয় তালিকা বেরোবে ৫ জুলাই সোমবার।
(যদি আসন সংখ্যা খালি থাকে)।
এছাড়াও সার্ভিস ক্যাটেগরির ক্রমান্বয় অনুযায়ী অংসরক্ষিত তালিকা ঘোষণা হবে ২ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে।
দ্বিতীয় শ্রেণিতে ভর্তির পরিবর্তিত সূচিও জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। যদিও তা এখনই প্রকাশ করেনি। ২৪ জুন প্রকাশিত হবে সূচি। ভর্তি প্রক্রিয়া চলবে ২৫ জুন থেকে ৩০ জুন।
এছাড়াও ক্লাস ইলেভেন ছাড়া অন্যান্য ক্লাসে ভর্তির দিনও ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। অন্যান্য ক্লাসে ভর্তির শেষ দিন ৩১ অগাস্ট।
ক্লাস ইলেভেনে ভর্তির জন্য বিজ্ঞপ্তির বিষয়টিও জানানো হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস ইলেভেনে ভর্তির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ক্লাস টেনের রেজাল্ট বেরোনোর দশদিন পর থেকে।
তবে যারা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী নন, তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। তারা ক্লাস ইলেভেনে ভর্তি হতে চাইলে তাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ক্লাস টেনের রেজাল্ট বেরোনোর কুড়ি দিন পর, কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। ক্লাস ইলেভেনে ভর্তি প্রক্রিয়া শেষ হবে CBSE বোর্ডের ক্লাস টেনের ফল বেরোনো থেকে ৩০ দিনের মধ্যে।
আচার ভর্তি সংক্রান্ত খুঁটিনাটি যাবতীয় তথ্য সঠিকভাবে জানতে kvsangathan.nic.in– টি ফলো করুন।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …