
একটি আদর্শ ইন্টারভিউ এর মডেল কেমন হবে ? উদাহরণ সহ দেখে নিন ।
ইন্টারভিউতে কিভাবে সফল হবেন ? উদাহরণ সহ দেখে নিন । কিভাবে ঢুকবেন ইন্তারভিউ রুমে ? কেমন হবে আপনার আচরন ? কিভাবে দেবেন উত্তর ? সকল গোপন কৌশল জেনে নিন ।
ইন্টারভিউ হল আক্ষরিক অর্থে সাক্ষাৎকার আবার অন্যদিক দিয়ে এটি একটি পারসোনালিটি টেস্ট । যা সাধারনত চাকুরির ক্ষেত্রে প্রযোজ্য । সাধারনত চাকুরি প্রার্থী কতটা পারসোনালিটির মাধ্যমে তার কাজটি করতে সফল হবেন তার জন্য এই সাক্ষাৎকারের মাধ্যমে তাকে জাচাই করে নেওয়া হয় । পারসোনালিটি কথাটির অর্থ হল ব্যক্তিত্ব । জাহার ব্যক্তিত্ব যতটা ভালো হবে উনি কাজে তত্টা দক্ষ হবেন । সেইজন্য । ইন্টারভিউ তে আদব কায়দা , বেশভুষা , কিছু পারিপার্শ্বিক ঘটনা , শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিত্ব যাচাই করে বোর্ডের লোকেরা প্রার্থী নির্বাচিত করেন ।
পারসোনালিটি টেস্টের কয়েকটি জরুরী টিপস
- বেশভূষাঃ- যেকোন ইন্টারভিউতে বেশভূষা রুচিমার্জিত হওয়া উচিত ।
- যে প্রার্থী যে বিষয়ের উপর পরীক্ষা দেবেন তার উপর তার সম্যক জ্ঞান থাকা উচিত ।
- যে স্থানে আপনি বসবাস করেন তার সম্পর্কে সম্যক ধারনা থাকা উচিত ।
- সংবাদঃ মাধ্যমের সংবাদ সম্পর্কে ধারণা থাকা একান্ত জরুরী । প্রয়োজন বিশেষ বিশেষ সংবাদগুলি লিপিবদ্ধ করে খাতায় নিবদ্ধ করুন । বিশেষ প্রয়োজনে বৈদ্যুতিক সংবাদমাধ্যমগুলির সাহায্য নিন ।
- সমস্ত পেশা সংক্রান্ত সংবাদপত্র গুলি নিয়মিত অধ্যয়ন করুন ।
- নিয়োগ পদ্ধতি নিয়ে কোন অভিযোগ থাকলে মহাকরনে তথ্য জানার অধিকার আইন অফিসে যোগাযোগ করুন ।
- প্রশ্নের উত্তর অজানা থাকলে সরাসরি বোর্ডের সদস্যের কাছে স্বীকার করুন ।
- ভয় বা ভাবাবেগ আপনাকে কখনই যেন চালিত না করে কারন বোর্ডে আপনার মত মানুষেরাই বসে আছেন ।
- আপনার সাফল্য আমাদের প্রচেষ্টার একমাত্র মূলধন ।
- সর্বশেষ এই লেখাটির শেষে ইন্টারভিউ এর উপর দুটি বই এই লিঙ্ক দেওয়া রয়েছে । চাইলে বইদুটি কিনে নিজের কাছে রাখতে পারেন উপকৃত হবেন ।
একটি আদর্শ ইন্টারভিউ এর উদাহরণ সহ আলোচনা
মনে করা যাক , সুমন দে , রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স কমপ্লিট করেছেন । পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় পাশ করে এবার সাব ইন্সপেক্টর পদ প্রার্থী হিসেবে ইন্টারভিউ এর ডাক পেয়েছেন । এবার দেখা যাক ইন্টারভিউ তে কিভাবে তিনি সফলতা লাভ করলেন । ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান ছাড়াও আরও ৩ জন সদস্য আছেন ।
প্রার্থীঃ – স্যার , ভিতরে আসব ?
চেয়ারম্যানঃ – হ্যা , আসুন ।
( সুমনবাবু আস্তে আস্তে ইন্টারভিউ ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন এবং ইন্টারভিউ বোর্ডে উপস্থিত সকল সদস্যকে অভিবাদন জানালেন । তারপর ধীরগতিতে আত্মবিশ্বাস নিয়ে চেয়ারের দিকে এগিয়ে গেলেন । )
চেয়ারম্যানঃ – মি. ব্যানার্জী আপনার স্থায়ী বাসস্থান কোথায় ?
প্রার্থীঃ – স্যার , আমি বীরভূম জেলার বোলপুরে থাকি ।
চেয়ারম্যানঃ- বলতে পারেন , ২০১১ তে কোন দলকে ফাইনালে হারিয়ে ভারত বিশ্বকাপ ক্রিকেটে জয়ী হয়েছে ?
প্রার্থীঃ – অবশ্যই ,দীর্ঘ ২৮ বছর পর ভারত শ্রীলঙ্কাকে ফাইনালে অত্যন্ত উত্তেজনাপূর্ন খেলায় পরাজিত করে বিশ্বকাপ জয় করেছে ।
প্রথম সদস্যঃ – ( প্রার্থীর বায়োডেটার দিকে তাকিয়ে ) আপনি যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন , বলুনতো ভারতে রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন ?
প্রার্থীঃ – ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যবৃন্দ সমস্ত রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের ভোটে ।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ যোগ্যতামান পরীক্ষা প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত তথ্য
দ্বিতীয় সদস্যঃ – আপনি পুলিশের চাকরি করতে ইচ্ছুক হলেন কেন ?
প্রার্থীঃ সাধারন মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক যে ভয়ের নয় , সহযোগিতার ও বন্ধুত্বের – এই কথাটি আমার সাধ্যমত প্রমান করবার উদ্দেশ্যে ।
প্রথম সদস্যঃ – আপনি কি নিয়মিত শরীরচর্চা করেন ?
প্রার্থীঃ – হ্যা , একদম বালক বয়স থেকেই আমি ব্যায়াম ও নানারকম শরীরচর্চা করে থাকি ।
তৃতীয় সদস্যঃ – আপনার প্রিয় বিষয় কোনটি ?
প্রার্থীঃ – অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান ।
তৃতীয় সদস্যঃ কেন এই বিষয়টি আপনার প্রিয় ?
প্রার্থীঃ – এই বিষয় থেকে আমাদের দেশ পরিচালনার প্রয়োজনীয় প্রশাসনিক বিধিগুলি জানতে পাড়ি এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিস্তারিত রুপ বুঝতে পারি ।
তৃতীয় সদস্যঃ – আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তর প্রশাসনিক চাপের মধ্যে কাজ করতে বাধ্য হয় ?
প্রার্থীঃ – পুলিশ বিভাগের ক্রিয়াকলাপ কিছুটা অবশ্যই সরকার পক্ষের মত দ্বারা প্রভাবিত হতে বাধ্য হয় , কারন সকল স্তরের পুলিশ কর্মীর সর্বোচ্চ পরিচালক তো স্বরাষ্ট্রমন্ত্রী ।
প্রথম সদস্যঃ – পুলিশের চাকরিতে কি একটা জীবনহানির আশঙ্কা আছে বলে কি আপনার মনে হয় ?
প্রার্থীঃ – হ্যা , একথাতো অস্বীকার করা যায় না যে বিভিন্ন প্রকার অপরাধীদের নিয়ে পুলিশকে কাজ করতে হয় এবং তাদের কাছে পুলিশ অবশ্যই শত্রু । তাই একটু ঝুঁকি তো আছেই । তবে আমি ব্যক্তিগতভাবে তাতে আশঙ্কিত নয় ।
দ্বিতীয় সদস্যঃ – এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে বলে আপনি কি মনে করেন ?
প্রার্থীঃ – সম্প্রতি নয় , দীর্ঘদিন ধরেই পশ্চিম্বঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে । তবে তার জন্য রাজ্যের পুলিশ বিভাগই শুধু দায়ী বলে আমি মনে করি না । এরজন্য রাজনৈতিক দলের কিছু কিছু কর্মী ও পথভ্রান্ত কিছু মানুষ প্রধানত দায়ী ।
তৃতীয় সদস্যঃ – আচ্ছা , ভারতীয় শাসন কাঠামো মুলত বিশ্বের কোন দেশের শাসন ব্যবস্থার অনুসরনে তৈরি করা হয়েছে ?
প্রার্থীঃ – ভারতীয় শাসন কাঠামোর নিয়ন্ত্রক ভারতের সংবিধান প্রধানত ব্রিটিশ সংবিধানের অনুসরনে রচিত হয়েছে ।
প্রথম সদস্যঃ – প্রীতিপুর্ন হাসি দিয়ে প্রার্থীকে তার সমস্ত সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র ফাইল ফিরিয়ে দিলেন ।
( প্রার্থী সুমন বাবু এবার ইন্টারভিউ ঘরে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন । )
নিচে ইন্টারভিউ এর উপর বই লিঙ্ক দেওয়া হল । সংগ্রহে রাখতে পারেন –
- WB Primary TET Admit Card 2021 Download
- Amazon Great Republic Day Sale to begin on Jan 20 know Great offers
- কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে কর্মী নিয়োগ || আবেদন চলছে
- প্রবেশনারি অফিসার পদে লোক নেওয়া হচ্ছে || যোগ্যতা – গ্র্যাজুয়েট
- কলকাতা হাইকোর্টে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার ( CGL ) বিস্তারিত তথ্য
- প্রাইমারী টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল
- কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেডে কর্মী নিয়োগ
- স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ || বেতন ৪৫ হাজার টাকা
- আপার প্রাইমারী নিয়োগ সংক্রান্ত নতুন ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের !
- কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে ১৬৫০০ প্রাথমিক শিক্ষক ?
- ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে স্টাইপেন্ড ট্রেনি নিয়োগ
- ১ লক্ষ যুবকের কর্ম সংস্থান এর ঘোষণা মুখ্যমন্ত্রীর
- উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন প্রক্রিয়া || কি কি নথি লাগবে জানুন ?
- ব্যাঙ্ক এ ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে নিয়োগ || বেতন ৪০ হাজার টাকা
- শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি || আর্মি পাবলিক স্কুলে
- বিমানবাহিনীতে ১৬৯ অফিসার || যোগ্যতা গ্র্যাজুয়েট
- আগামী জানুয়ারি মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ! দেখে নিন তারিখ গুলি !
- নেভিতে ১২১জন অফিসার || যোগ্যতা সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট
- ৭২ মাল্টি টাস্কিং স্টাফ || যোগ্যতা মাধ্যমিক পাশ
- প্রাইমারী টেট পরীক্ষায় কিভাবে আবেদন করবেন ?
1 comment
1 ping
Thank you so much for learning from this portal. Karmosathi and Banglashri are very good at how to get loans in this project.
[…] বাকিটুকু পড়ুন […]