
১ লক্ষ যুবকের কর্ম সংস্থান এর ঘোষণা মুখ্যমন্ত্রীর
The Cm Mamata Banerjee announced the 1 lakh youth employment : বীরভূমে ডেউচা পাঁচামি কয়লাখনি ব্লকের কাজ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে জটিলতা । জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কৃষিজমি রক্ষা কমিটির দীর্ঘ আলোচনার পরও পুরোপুরি শুরু করা যায়নি কয়লাখনির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জোর করে কারো জমি দখল করা হবে না । যেখানে জনবসতি নেই সেখানে কাজ শুরু হবে ।
বীরভূমে ডেউচা পাঁচামীর কাজ শুরু হলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্র
বদলে যাবে । হবে বিপুল সংখ্যক যুবকের কর্ম সংস্থান । মমতা বন্দ্যোপাধ্যায় দাবি,” বীরভূমে ডেউচা পাঁচামি ব্লকে কয়লা উত্তোলনের কাজ শুরু হলে এক লাখ কর্ম সংস্থান হবে । ” সেইসঙ্গে জানিয়েছেন, এই প্রকল্পের ফলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের কোন অভাব হবে না ।”
তিনি আরও জানিয়েছেন, ” ডেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লাখনি এলাকায় কোন জমি জোর করে নেওয়া হবে না । ফাঁকা জমিতে কাজ শুরু করা যায় কিনা সেবিষয়ে চিন্তাভাবনা করা হবে । এবং যে অঞ্চলে মানুষ বসতি নেই সেই অঞ্চলে প্রথমে কাজ শুরু হবে । আগাম ভবিষ্যতে প্রয়োজনের কথা মাথায় রেখে জমি অধিগ্রহন করা হতে পারে । কেউ নিজের জমি বাড়ি থেকে বঞ্চিত হবেন না ।
তিনি শেষে বলেন , কথা না বলে কিছু করা হবে না । এখন জায়গায় কাজ শুরু হচ্ছে । “
বীরভূমের জেলা শাসক বিজয় ভারতী আশ্বাস দিয়েছেন , জোর করে একচুলও জমি অধিগ্রহণ করা হবে না । সরকার কারো জমি কেড়ে নেবে না বলে তিনি আশ্বাস দেন ।
কৃষিজমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদার জানান , তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে খুশি । তাঁরাও শিল্প চান। তবে তাদের নায্য দাবি দাওয়া গুলো সরকার মিটিয়ে দিক
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- WB Primary TET 2014 Panel ListWB Primary TET 2014 Panel List খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ।আপনারা অবগত আছেন দীর্ঘ টালবাহানা কেস , আন্দোলনের পর সরকার সিদ্ধান্ত নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ করার ।
- WB Primary TET Admit Card 2021 DownloadWB Primary TET Admit Card 2021 Download : ৩১ শে জানুয়ারি পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করুন ।
- Amazon Great Republic Day Sale to begin on Jan 20 know Great offersAmazon Great Republic Day Sale : Amazon Republic Day Sale to begin 20 January 2021 and the offers will closed 23 January 2021.
- কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে কর্মী নিয়োগ || আবেদন চলছেgtre recruitment : প্রতিরক্ষা মন্ত্রকের অধীন গ্যাস টারবাইন রিসার্চ এস্ট্যাবলিশমেন্ট ‘গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’, ‘ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস’ ও
- প্রবেশনারি অফিসার পদে লোক নেওয়া হচ্ছে || যোগ্যতা – গ্র্যাজুয়েটecgc recruitment 2021 : কেন্দ্রীয় সরকারি সংস্থার ই.সি.জি.সি লিমিটেড ‘প্রবেশনারি অফিসার’ পদে ৫৯ জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন।