DMCA.com Protection Status

Join Whatsapp Group

পাঠাতেই হবে ম্যালেরিয়ার ওষুধ ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

Spread the love
Trump warns India to send Hydroxychloroquine
ভারতকে হুঁশিয়ার আমেরিকার

পাঠাতেই হবে ম্যালেরিয়ার ওষুধ ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

Trump warns India to send Hydroxychloroquine : এবার দিল্লিকে নরম গরম মেজাজে ম্যালেরিয়ার ওষুধ পাঠাতে বলল আমেরিকা । ট্রাম্প খোলাখুলি জানালো ভারতকে পাঠাতেই হবে ম্যালেরিয়ার ওষুধ নাহলে ব্যবস্থা নেবে আমেরিকা ।

গত শনিবার ট্রাম্প জানিয়েছিল তারা ভারতকে অনুরোধ করেছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লরোকুইন সরবরাহ করতে । ভারতে এই অসুধের প্রচুর উৎপাদন হয় ।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন “রবিবার নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছেন যথেষ্ট পরিমাণে হাইড্রোক্সিক্লরোকুইন পাঠান । তাহলে আমরা খুশি হবে । যদি না পাঠান তাহলেও ঠিক আছে । কিন্তু জেনে রাখবেন প্রত্যাঘাত নিশ্চয়ই হবে । কেন হবে না !”

ভারত সরকার গত ২৫ শে মার্চই বন্ধ করেছে হাইড্রোক্সিক্লরোকুইন । তবে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড জানিয়েছেন পরিস্থিতি বিচারে মানবতার স্বার্থে এই ওষুধ রফতানি হতে পারে ।

ট্রাম্প এর এই প্রতিক্রিয়ার পর ভারতের তরফ থেকে জানানো হয়েছে বেশি ক্ষতিগ্রস্থ হওয়া দেশগুলিতে রফতানি করা হবে প্যারাসিটামল এবং হাইড্রোক্সিক্লরোকুইন এর মত ওষুধ । তবে সেখানে এটাও অনুরোধ করা হয়েছে এটাকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখা হয় ।

ভারত সবসময় আন্তর্জাতিক সংহতির কথা বলে আর সেই কারনেই যেসব দেশ ভারতের দিকে তাকিয়ে রয়েছে তাদের এই ওষুধ সরবরাহ করা হবে ।

এবিষয়ে উল্লেখ্য ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো তাই গত ২৯ শে মার্চ ২৮ লক্ষ ডলার সাহায্য করার কথা ঘোষণা করেছিল আমেরিকা ।

Trump warns India to send Hydroxychloroquine

সোর্স – ANI

সব খবর সবার আগে পেতে – CLICK HERE

To get updated in english language – CLICK HERE