মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা । জানুন বিস্তারিত
কোভিডের দ্বিতীয় ঢেউ এ ভারবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই উত্তাল হয়ে পড়েছে। একের পর এক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি বেসরকারি অফিস গুলি তে হাজিরা কমিয়ে অর্ধেকে আনা হচ্ছে। সেখানে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ আরো একটি বড় সিদ্ধান্ত নিলো। আর তা হলো মাধ্যমিক পরীক্ষা নিয়ে। জুনেই হচ্ছেনা মাধ্যমিক পরীক্ষা।
সূত্রের খবর অনুযায়ী, কোভিডের পরিস্থিতি এই একই হারে বৃদ্ধি পেতে থাকলে ,নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা কোনোভাবেই নেয়া সম্ভব হবে না। তবে তা একেবারেই বাতিল, নাকি আপাতত স্থগিত তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সে সিদ্ধান্ত টি রাজ্য সকারের হাতেই ছেড়ে দেবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার সময় সূচি করোনার কারণে এমনিতেই কিছুটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।এবং তা ১লা জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।কিন্তু পর্যায়ক্রমে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় জন্য এখন সেই সময় এও পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি জানান, ” আপাতত মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময় সূচী অনুযায়ী হচ্ছে না। তবে তা বাতিল হবে না স্থগিত সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।”
১লা জুন থেকে ১০ই জুন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে, লোকাল ট্রেন চলাচল বন্ধ, গণ পরিবহন ও অর্ধেক , সেই অবস্থায় পরিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যথেষ্ট মুশকিল। প্রশ্নপত্র ও উত্তরপত্র পাঠানো ও যথেষ্ট কঠিন। এবং যে সকল সরকারি আধিকারিকগ পরীক্ষা পরিচালনায় থাকবেন তাঁদেরও অসুবিধার সম্মুখীন হতে হবে।
পরীক্ষা নিয়ে যদিও একপ্রস্থ আলোচনা হয়েছে পর্ষদের সঙ্গে সরকারের। তবে পরীক্ষা না নিলে কিভাবে, কিসের ভিত্তিতে মার্কশিট দেয়া হবে পরীক্ষার্থী দের সে কথা জানাতে চেয়েছে পর্ষদের কাছে। করোনার কারণে টেস্ট পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি এবছর। বেসরকারি অনেক স্কুল যদিও অনলাইনে পরীক্ষা নিয়েছিল। কিন্তু বারো লাখ পরিক্ষার্থীর পরীক্ষা সে ভাবেও নেয়া সম্ভব হয়ে উঠবে না। তাই এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা দেখা দিয়েছে।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …