
অযোধ্যার রামমন্দির কেমন হবে দেখে নিন !
unique example of indian architecture temple trust tweets photos of ram temple in ayodhya : আজ অযোধ্যায় রাম মন্দিরের ভুমিপূজন হবে আর কয়েকঘণ্টা পরেই । সেই ভুমিপুজা তে উপস্থিত থাকবেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী । উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা ।
আর তার আগে রাম জন্মভূমি তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত ট্রাস্ট “শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র” রাম মন্দিরের প্রস্তাবিত মডেলের কিছু ছবি টুইটে শেয়ার করল । সেই টুইটে জানানো হয়েছে এই রামমন্দির সারা বিশ্বের সামনে ভারতীয় স্থাপ্ত্যত্যকলার একটি মৌলিক নিদর্শন হতে চলেছে ।
রাম মন্দির তৈরির মুখ্য স্তপতি জানিয়েছে প্রাথমিক ভাবে রাম মন্দিরের যে নকশা করা হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশ আসার পর তা দ্বিগুন করা হয়েছে । আপনাদের জন্য রামমন্দিরের ভব্য চিত্র নিচে দেওয়া হল ।
এই পবিত্র মন্দিরের দর্শন করে নিজের জীবন ধন্য করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন…



