DMCA.com Protection Status

Join Whatsapp Group

আপনি কি জানেন ভোডাফোন এবং আইডিয়া এক হয়ে যাচ্ছে ?

Spread the love

আপনি কি জানেন ভোডাফোন এবং আইডিয়া এক হয়ে যাচ্ছে ?

By admin

আপনি কি জানেন ভোডাফোন এবং আইডিয়া এক হয়ে যাচ্ছে ?

VODAFONE & IDEA

 

আপনি কি জানেন ভোডাফোন এবং আইডিয়া এক হয়ে যাচ্ছে ? এই বিষয়ে আজ ২৬ শে জুলাই বৃহস্পতিবার সরকার থেকে শেষ সিলমোহরটুকু দিয়ে দেওয়া হল ।

তারফলে দুই কোম্পানির মিলিত হওয়ার ব্যাপারে আর কোন জটিলতা রইল না ।আর এই মিলিত হওয়ার ফলে ভারতীয় টেলিকম বাজারে একটি বড় পরবর্তন হচ্ছে । এই দুই কোম্পানি এক হলে এটি ভারতবর্ষের সবথেকে বড় টেলিকম কোম্পানিতে পরিনত হবে।বাজারে তাদের মোট শেয়ার হয়ে দাঁড়াবে ৩৫ % । এই নতুন কোম্পানির মোট কাস্টমার হয়ে দাঁড়াবে ৪৩০ মিলিয়ন ।

 

এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই মিলিত হওয়ার মূল কারন হল “জিও” । এখন দেখা যাক “জিও” কে এই নতুন জুটি কতটা প্রভাবিত করতে পারে ! এবং কতদিনেই বা এই নতুন  টেলিকম কোম্পানিটি বাজারে আসে !