সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক ক্লার্ক নিয়োগ করা হবে
কোচবিহার , এডিশন্যাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সরাসরি ইন্টারভিউএর মাধ্যমে চুক্তিভিত্তিক ক্লার্ক ১ বছরের জন্য নিয়োগ করা হবে । নিচে আপনাদের সুবিধার্থে বিস্তারিত বিবরন তথা অফিশিয়াল নোটিশ এবং আবেদনের ফরম্যাটটি দেওয়া হল –
পদ –
চুক্তিভিত্তিক ক্লার্ক
বেতন –
১০০০০ টাকা/ প্রতি মাসে
ইন্টারভিউয়ের সময় ও তারিখ
০১/০৮/২০১৮ সকাল ১১ টা থেকে ।
যোগ্যতা –
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী
বয়স –
০১.০১.২০১৮ এর অনুসারে ৬৪ বছরের মধ্যে
আবেদন কিভাবে করবেন –
অফিসিয়ালভাবে দেওয়া নির্দিস্ট ফরম্যাটে আবেদন করবেন । উক্ত দিনে ইন্টারভিউ শুরু হওয়ার কমপক্ষে এক ঘণ্টা আগে নির্দিস্ট স্থানে পৌছাবেন । সঙ্গে প্রয়োজনীয় সকল আসল নথি একি সাথে তার এক কপি জেরক্স এবং একটি পাসপোর্ট ফটো দরখাস্তের নির্দিস্ট জায়গায় সেটে নিয়ে আসবেন ।
-
বি.দ্র- ইন্টারভিউয়ের জন্য কোন TA/DA দেওয়া হবে না ।