DMCA.com Protection Status

আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ১৫ ই জুন থেকে || জানুন সম্পূর্ণ রুটিন

Spread the love

আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ১৫ ই জুন থেকে || জানুন সম্পূর্ণ রুটিন

wb hs exam routine 2021 : অবশেষে মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষারও রুটিন প্রকাশিত হল । আগামী বছর ১৫ ই জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে । শেষ হবে ৩০ শে জুন । অন্যদিকে প্রাক্টিক্যাল পরীক্ষাগুলি প্রত্যেক স্কুল কে ১০ থেকে ৩০ শে মার্চের মধ্যে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তো চলুন দেখে নিন এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচী –

উচ্চমাধ্যমিক পরীক্ষা সূচী

১৫ জুন, ২০২১ (মঙ্গলবার) – বাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি

১৭ জুন, ২০২১ (বৃহস্পতিবার)- বাংলা (বি), ইংরাজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরাজি,

১৮ জুন, ২০২১ (শুক্রবার) # হেল্থ কেয়ার # অটো মোবাইল # অর্গানাইজ রিটেলিং # সিকিউরিটি # আইটি এবং আইটিইএস ভোকেশনাল সাবজেক্ট

১৯ জুন ২০২১ (শনিবার)   বিসনেজ স্টাডিজ, বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান

২১ জুন ২০২১ (সোমবার)  অঙ্ক, অ্যাগ্রোনমি, ইতিহাস, নৃতত্ত্ব (অ্যানথ্রোপলজি), মনোবিদ্যা (সাইকোলজি)

২২ জুন ২০২১ (মঙ্গলবার)  কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা,  # স্বাস্থ্য এবং শারীরিকবিদ্যা # সঙ্গীত, # ভিজুয়াল আর্ট

২৪ জুন ২০২১ (বৃহস্পতিবার) দর্শন, সমাজতত্ত্ব, কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং

২৬ জুন,  ২০২১ (শনিবার)  পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি,

২৮ জুন, ২০২১ (সোমবার) রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফেঞ্চ

৩০ জুন, ২০২১ (বুধবার) রাশিবিজ্ঞান, ভুগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট  

শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম