WB Primary TET 2023 : পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রাইমারি টেট ২০২৩ এর তারিখ ঘোষণা করা হয়েছে । বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১০ ই ডিসেম্বর প্রাইমারি টেট আয়োজিত হতে চলেছে । বিজ্ঞপ্তিতে এও জানান হয়েছে কারা এই পরীক্ষায় বসতে পারবেন অর্থাৎ কি যোগ্যতা লাগবে । এবং কত আবেদন ফি লাগবে । তো চলুন দেখে নেওয়া এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ।
WB Primary TET 2023
প্রাইমারি টেটে বসার জন্য কি যোগ্যতা লাগবে ?
তো এবার চলুন দেখে নেওয়া যাক পরীক্ষায় বসার জন্য কি কি যোগ্যতা লাগবে । পেটে বসার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলির মধ্যে যেকোনো একটি থাকলেই চলবে । যথা-
1. উচ্চ মাধ্যমিকে অন্ততপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দুই বছরের ডিএল এড কোর্স ।
অথবা ,
2. উচ্চ মাধ্যমিকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের বি এল এড কোর্স ।
অথবা,
3. উচ্চ মাধ্যমিকে অন্ততপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডি. এড ( স্পেশাল এডুকেশন ) করা থাকলেও আবেদনের যোগ্য ।
অথবা,
4. স্নাতক পাশ সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দুই বছরের ডিএলএড কোর্স ।
আরও পড়ুন : প্রাইমারি ‘টেট’ বিজ্ঞপ্তি আগামী বৃহস্পতিবার , পরীক্ষা ১০ ই ডিসেম্বর
কোন কোন প্রার্থীরা উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারে ছাড় পাবেন ?
সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে ৫% ছাড় রয়েছে। কারা এই ছাড় পাবেন ? তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি – এ , ওবিসি-বি , PH ,EC এবং এক সার্ভিস ম্যান । অর্থাৎ উপরিউক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ৪৫% নম্বর পেলেই আবেদনের জঙ্গল যোগ্য । তবে সঙ্গে যথাযথ ট্রেনিং থাকতে হবে ।
কোন কোন সেশনের প্রার্থীরা আবেদন করতে পারবেন ?
এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে । যেটি আপনাদের অনেকেরই প্রশ্ন ! কোন কোন সেশনের প্রার্থীরা আবেদনের যোগ্য ?
বিজ্ঞপ্তি অনুসারে ডি এল এড , ডি এড ( স্পেশাল এডুকেশন ) অথবা বিএলএড প্রার্থীরা এবছর ফাইনাল ইয়ারের পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য । এবং সবশেষে বিজ্ঞপ্তিতে এটা উল্লেখ রয়েছে যদি আপনি নোটিফিকেশনটি প্রকাশের পূর্বে তো কোর্স গুলির মধ্যে হয়ে থাকেন তাহলেও আপনি প্রাইমারি টেটে বসার জন্য জন্য আবেদন করতে পারবেন ।
আরও পড়ুন : জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কেস ওয়ার্কার নিয়োগের ইন্টারভিউ জারি
বিএড প্রার্থীরা কি বসার সুযোগ পাবেন ?
এ প্রসঙ্গে বলে রাখা ভালো এই বছরের প্রাইমারি টেটে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিএড প্রার্থীরা বসার সুযোগ পাচ্ছেন না ।
আবেদন ফি –
তো চলুন এবার দেখে নেওয়া যাক আবেদন ফি কত । ক্যাটাগরি অনুসারে আবেদন ফি ভিন্ন ভিন্ন রয়েছে। । সে ক্ষেত্রে নিচে ছকের সাহায্যে দেখানো হলো কোন ক্যাটাগরীর প্রার্থীদের কত আবেদন কি লাগবে ?
ক্যাটাগরি | আবেদন ফি |
সাধারণ প্রার্থী | ৫০০ টাকা |
ওবিসি -এ / ওবিসি – বি | ৪০০ টাকা |
তফসিলি জাতি, তফসিলি উপজাতি, PH , EC | ২৫০ টাকা |
টেট কোয়ালিফায়িং মার্কস –
প্রাইমারি টেটে কত শতাংশ নম্বর পেলে পাশ টেট পাশ বলে গণ্য করা হবে ? সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৬০ % নম্বর পেলে পাশ বলে গণ্য করা হবে । অন্যডিকে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের জন্য এই নম্বরে ৫ % ছাড় রয়েছে । অর্থাৎ তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি – এ , ওবিসি-বি , PH ,EC এবং এক সার্ভিস ম্যান প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ % নম্বর পেলেই টেট পাশ বলে বিবেচিত হবেন ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অনলাইনে । সেক্ষেত্রে প্রাথমিক শিখা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন । আপনাদের সুবিধার্থে নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল ।
আরও পড়ুন : রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কাজের সুযোগ
আবেদনের সময়সীমা –
অনলাইনে আবেদন শুরু হবে ১৪/০৯/২০২৩ বিকাল ৫ টা পর্যন্ত । আবেদন চলবে আগামী ০৪/১০/২০২৩ তারিখ রাত ১১।৫৯ মিনিটি পর্যন্ত ।
আশা করি উপরের আর্টিকেলটি আপনাদের অনেক প্রশ্নের নিরসন করতে পেরেছে । এবিষয়ে বলে রাখি আমাদের তরফে প্রাইমারি টেট অনলাইন কোচিং এর ব্যবস্থা করা হয়েছে । আপনি চাইলে ভর্তি হতে পারেন । আমাদের ক্লাস শুরু আগামী ২ রা অক্টোবর থেকে । ভর্তি হওয়ার জন্য নিচের দেওয়ার মোবাইল নম্বরে কল বা WHATSAPP করুন –
WHATSAPP NO – 7551067843
এছাড়াও নিয়মিত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন । আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | DOWNLOAD NOW |
অনলাইন আবেদন | APPLY NOW |
অফিশিয়াল ওয়েবসাইট | CLICK HERE |
আমাদের WHATSAPP গ্রুপ | CLICK HERE |
আমাদের TELEGRAM গ্রুপ | CLICK HERE |
- Miscellaneous Job : পাবলিক সার্ভিস কমিশনে মিসলেনিয়াস পদে কর্মী নিয়োগSpread the loveMiscellaneous Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Miscellaneous Job সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- PPO Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগSpread the lovePPO Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now PPO Recruitment 2023 এই … Read more
- NIELIT Vacancy 2023 : কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগSpread the loveNIELIT Vacancy 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now NIELIT Vacancy 2023 সমস্ত … Read more
- Music Teacher Vacancy : মাধ্যমিক পাশে সংগীত শিক্ষক নিয়োগSpread the loveMusic Teacher Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Music Teacher Vacancy সমস্ত … Read more
- PSC Clerk Job : ৬ হাজার ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রইSpread the lovePSC Clerk Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now PSC Clerk Job সমস্ত … Read more