সভ্যতার সূচনা (WBCS Preparation History Question)
প্রাচীন প্রস্তর যুগ ( 500000 BC-8000 BC )
-
মানুষ খাদ্য সংগ্রাহক ছিল ।
-
এই সময়ের মানুষদের “QUARTZITE MEN “ বলা হত । wbcs guide books
-
এই সময়েই HOMO SEPIENCE আবির্ভূত হয় ।
- Paleolithic সময়ের মানুষ নেগ্রিটো জাতি থেকে এসেছে ।
মধ্য প্রস্তর যুগ ( 8000 BC – 6000 BC)
- এই সময়ের মানুষদের শিকার করা , মাছ ধরা এবং খাদ্য সংগ্রহ করা ছিল প্রধান জীবিকা ।
নব্য প্রস্তর যুগ ( 6000 BC – 1000 BC )
- কৃষিকাজ ও পশুপালন শুরু হয় ।
- কার্পাস ও উলের ব্যাবহার শুরু হয় ।
তাম্র প্রস্তর যুগ
- তামা ও পাথরের ব্যবহার শুরু হয় ।
- মাতৃপূজা ও ষাঁড়পুজা শুরু হয় ।