DMCA.com Protection Status

Join Whatsapp Group

প্রাইমারী টেট আয়োজিত হতে চলেছে শীঘ্রই ।। জেনে নিন কবে হবে পরীক্ষা ?

Spread the love
west bengal primary tet conducted after municipality election
west bengal primary tet conducted after municipality election

প্রাইমারী টেট আয়োজিত হতে চলেছে শীঘ্রই ।। জেনে নিন কবে হবে পরীক্ষা ?

২০১৫ সালে শেষ প্রাথমিক টেট নেওয়া হয়েছিল । সেই পরীক্ষাকে কেন্দ্র করে শয়ে শয়ে মামলা হয় হাইকোর্টে । ফলে আর নতুন করে প্রাইমারী টেট পরীক্ষার আয়োজন করা সম্ভব হয় নি । দীর্ঘ চার পাঁচ বছর পর আবারো একটি খবর শোনা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই আয়োজিত হবে প্রাইমারী টেট !

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর বলছে পুর ভোটের পরই আয়োজিত হতে পারে প্রাইমারী টেট । ২০১৭ সালে প্রাইমারী টেট নেওয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয় ।সেইসময়ই লাখে লাখে প্রার্থী আবেদন করেন । কিন্তু মামলার গেরোয় পড়ে রাজ্য সরকারের পক্ষে পরীক্ষা আয়জন করা সম্ভব হয় ।

সূত্র বলছে এবার সরকার সমস্ত জটিলতা কাটিয়ে প্রাইমারী টেট আয়োজনের বিষয়টি প্রায় নিশ্চিত করে ফেলেছে । NCTE সকল নিয়ম মেনেই আয়োজিত হবে এই পরীক্ষা । এর আগের পরীক্ষা নিয়ে প্রচুর বিষয়ে প্রশ্ন ওঠে । টেট পরীক্ষার প্রশ্নপত্রেই ছিল ভুল । সে নিয়েও হাইকোর্টে মামলা হয় । প্রতিভা মণ্ডল নামে এক প্রার্থী এই মামলা করেন । সে ধরনের ভুল যাতে আগামী প্রাইমারী টেট এও না হয় সেকারণে সরকার সমঝে চলো নীতি নিয়েছে । তাই প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান মানিক এখনও এবিষয়য়ে কোন মন্তব্য করেন নি ।

এটাও জানা যাচ্ছে যে ২০১৭ সালের আবেদন অনুসারে পরীক্ষা নেওয়া হলেও আবারও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা ।

এখন দেখার বিষয় আদৌ কি এই অভিশপ্ত টেট থেকে মুক্তি পাবে রাজ্য ? নাকি এটাও আসলে পুরো ভোটের জুমলা ?

আপনার মতামত জানান এবং ভালো লাগলে খবরটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।

http://www.karmasathe.com/west-bengal-primary-tet-complete-guide/

প্রাইমারী টেটের সিলেবাস দেখে নিন CLICK HERE

সাম্প্রতিক পোস্টসমূহ