
প্রাইমারী টেট আয়োজিত হতে চলেছে শীঘ্রই ।। জেনে নিন কবে হবে পরীক্ষা ?
২০১৫ সালে শেষ প্রাথমিক টেট নেওয়া হয়েছিল । সেই পরীক্ষাকে কেন্দ্র করে শয়ে শয়ে মামলা হয় হাইকোর্টে । ফলে আর নতুন করে প্রাইমারী টেট পরীক্ষার আয়োজন করা সম্ভব হয় নি । দীর্ঘ চার পাঁচ বছর পর আবারো একটি খবর শোনা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই আয়োজিত হবে প্রাইমারী টেট !
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর বলছে পুর ভোটের পরই আয়োজিত হতে পারে প্রাইমারী টেট । ২০১৭ সালে প্রাইমারী টেট নেওয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয় ।সেইসময়ই লাখে লাখে প্রার্থী আবেদন করেন । কিন্তু মামলার গেরোয় পড়ে রাজ্য সরকারের পক্ষে পরীক্ষা আয়জন করা সম্ভব হয় ।

সূত্র বলছে এবার সরকার সমস্ত জটিলতা কাটিয়ে প্রাইমারী টেট আয়োজনের বিষয়টি প্রায় নিশ্চিত করে ফেলেছে । NCTE সকল নিয়ম মেনেই আয়োজিত হবে এই পরীক্ষা । এর আগের পরীক্ষা নিয়ে প্রচুর বিষয়ে প্রশ্ন ওঠে । টেট পরীক্ষার প্রশ্নপত্রেই ছিল ভুল । সে নিয়েও হাইকোর্টে মামলা হয় । প্রতিভা মণ্ডল নামে এক প্রার্থী এই মামলা করেন । সে ধরনের ভুল যাতে আগামী প্রাইমারী টেট এও না হয় সেকারণে সরকার সমঝে চলো নীতি নিয়েছে । তাই প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান মানিক এখনও এবিষয়য়ে কোন মন্তব্য করেন নি ।
এটাও জানা যাচ্ছে যে ২০১৭ সালের আবেদন অনুসারে পরীক্ষা নেওয়া হলেও আবারও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা ।
এখন দেখার বিষয় আদৌ কি এই অভিশপ্ত টেট থেকে মুক্তি পাবে রাজ্য ? নাকি এটাও আসলে পুরো ভোটের জুমলা ?
আপনার মতামত জানান এবং ভালো লাগলে খবরটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।
প্রাইমারী টেটের সিলেবাস দেখে নিন CLICK HERE
সাম্প্রতিক পোস্টসমূহ
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।
- 12 percent club : এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।
- Gramin Dak Sevak Recruitment 2023 : ভারতীয় ডাকঘরে হাজার হাজার নিয়োগ , যোগ্যতা মাধ্যমিক পাশ । বেতন ২৪ হাজার ।
- Motilal Oswal Demat Account Opening : একটি নামকরা কোম্পানিতে ডিএও এজেন্ট নিয়োগ । যেকেউ আবেদনের যোগ্য ।
- Nasirabad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারের এই সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা পঞ্চম শ্রেণী । সর্বাধিক বেতন ৫৬২০০ টাকা
- Amul Careers : আমূল কোম্পানিতে চাকরি ! কিভাবে আবেদন করবেন দেখুন ।
- Post Office Recruitment 2023 : পশ্চিমবঙ্গে ডাকবিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।
- LIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকা
- Dehuroad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারি সংস্থায় ওয়ার্ড বয় , সাফাই কর্মচারী , স্টাফ নার্স পদে প্রচুর কর্মী নিয়োগ ।
- Rubber Band Making Machine : এই মেশিন কিনে প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫০০ টাকা আয় করুন ।
- Beautician Course : এই কোর্সে হাতে কলমে শিক্ষা নিয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করুন ।
- Swasthya Sathi Recruitment 2023 : স্বাস্থ্য সাথী প্রকল্পে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ ।
- LIC Agent Recruitment 2023 : পশ্চিমবঙ্গের এই এলাকায় জীবন বিমায় এজেন্ট নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা গ্র্যাজুয়েট ।
- Intelligence Bureau Recruitment 2023 : ইন্টেলিজেন্স ব্যুরোয় প্রচুর কর্মী নিয়োগ । বেতন ৬৯১০০ টাকা ।
- WB Primary TET Restult 2023 News : প্রাইমারি টেট ফলাফল প্রকাশ সংক্রান্ত বিরাট খুশির খবর । এক্ষুনি জানুন ।