DMCA.com Protection Status

Join Whatsapp Group

AIASL recruitment 2023 : এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Spread the love
AIASL recruitment 2023
AIASL recruitment 2023

AIASL recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত বেকার যুবক- যুবতীদের জন্য বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে । এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের (AI AIRPORT SERVICES LIMITED) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।    

হ্যান্ডিম্যান / হ্যান্ডিওম্যান (Handyman/ Handywoman) ।

হ্যান্ডিম্যান – ৪০ টি

হ্যান্ডিওম্যান – ২৫ টি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । ইংরেজি পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে ভাষা । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৭,৮৫০ টাকা ।

প্রার্থীদের প্রথমে শারীরিক সহনশীলতা পরীক্ষা (যেমন ওজন উত্তোলন, দৌড়ানো) নেওয়া হবে । যারা শারীরিক যোগ্যতা অর্জন করে তাদের ইন্টারভিউ নেওয়া হবে । প্রতিক্রিয়া বাছাই পদ্ধতি একই দিনে বা তারিখে পরিচালিত হবে ।

র‍্যাম্প ড্রাইভার (Utility Agent Cum Ramp Driver) ।

৭ টি ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । প্রার্থীদের ট্রেড টেস্টের সময় ভাড়ি মোটর ভেরিক্যালের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২০,১৩০ টাকা ।

প্রার্থী নির্বাচন করা হবে ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে । প্রতিক্রিয়া বাছাই পদ্ধতি একই দিনে বা তারিখে পরিচালিত হবে ।

জুনিয়ার কাস্টম সার্ভিস এক্সিকিউটিভ (Jr. Customer Service Executive) ।

৩৬ টি ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । পিসি ব্যবহারে দক্ষ হতে হবে । ইংরেজি ভাষা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে এছাড়া এর পাশাপাশি হিন্দি ভাষাও । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২০,১৩০ টাকা ।

প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে । কোম্পানি তার বিবেচনার ভিত্তিতে গ্রুপ আলোচনা চালু করতে পারে । প্রতিক্রিয়া বাছাই পদ্ধতি একই দিনে বা তারিখে পরিচালিত হবে ।

১. প্রার্থীদের প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ।

২. আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩. আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে ।

৪. আবেদনপত্রের সাথে প্রার্থীর পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে ।

৫. যথাযথ আবেদন ফি জমা করতে হবে ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

নিম্নলিখিত ডকুমেন্ট গুলির স্বপত্যয়িত জেরক্স আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে । যথা –

১. আবেদন ফি জমা করার প্রমাণপত্র

২. স্কুল লিভিং সার্টিফিকেট

৩. সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

৪. কাস্ট সার্টিফিকেট

৫. ডিসচার্জ সার্টিফিকেট (অবসর প্রাপ্ত কর্মচারীদের)

৬. অভিজ্ঞতার সার্টিফিকেট

৭.  প্যান কার্ড

৮. আধার কার্ড

৯. ড্রাইভিং লাইসেন্স

১০. পাসপোর্ট ইত্যাদি

প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি জমা করতে হবে । SC/ST, অবসর প্রাপ্ত কর্মচারিদের আবেদন ফি জমা করতে হবে না । আবেদন ফি জমা করতে হবে ডিম্যান্ড ড্রাফের মাধ্যমে । কীভাবে ডিম্যান্ড ড্রাফের মাধ্যমে আবেদন ফি জমা করবেন সেই তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে ।

কোন পদে কবে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে সেটি নিচে ছকের সাহায্যে দেখানো হল –

Surat International Airport

Conference Room,

Near CSO office

SURAT- 394550

  • Paper Cup Making Business : কোন ঝামেলা ছাড়াই বাড়িতে শুরু করুন এই ব্যবসা
    Spread the lovePaper Cup Making Business : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Know About Paper Cup Making Business চাকরি ছেড়ে অনেকেই ব্যবসায় মন দিতে চাইছে …

    Continue reading

  • Biryani Business Plan : এই ব্যবসা শুরু করুন, অচিরেই মাসের শেষে হবে লক্ষ্মী লাভ
    Spread the loveBiryani Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Best Biryani Business Plan বিরিয়ানি এখন বেশির ভাগ মানুষেরই পছন্দের একটি খাবার । তাই …

    Continue reading

  • Packaging Business From Home : কম খরচে বাড়িতেই শুরু করে ফেলুন এই ব্যবসা! আয় হবে মোটা টাকা
    Spread the lovePackaging Business From Home : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । BUsiness Plan – Packaging Business From Home এখন অনেক মানুষই চাকরির পাশাপাশি বার্তি …

    Continue reading

  • LIC Jeevan Labh Scheme : এলআইসির দুর্দান্ত স্কিমে মাত্র ২৫০ টাকা করে জমিয়েই পান ৫৪ লাখ টাকা
    Spread the loveLIC Jeevan Labh Scheme : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য একটি স্কিম সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Jeevan Labh Scheme ভবিষ্যতের কথা ভেবে আমরা সকলেই কিছু টাকা সঞ্চয় করতে …

    Continue reading

  • Soybean Business Plan : মাত্র কিছু টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতিমাসে ইনকাম হবে ৪০ হাজার
    Spread the loveSoybean Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Soybean Business Plan চাকরির আশায় বসে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট না করে বাড়িতে …

    Continue reading