DMCA.com Protection Status

Join Whatsapp Group

নতুন কোন নিয়োগ নয় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর । আর কি কি ঘোষণা করলেন ?

Spread the love
additional austerity measures to be followed for combating COVID19
মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা

নতুন কোন নিয়োগ নয় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর । আর কি কি ঘোষণা করলেন ?

Additional austerity measures to be followed for combating COVID19 : করোনার করাল গ্রাসে এবার বলি হল নতুন নিয়োগ পদ্ধতি । মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নতুন কোন নিয়োগ নয় । করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে রাজ্য বিরাট ক্ষতির মুখে পড়েছে । তাই এই সিদ্ধান্ত । শুধু যে নিয়োগ পদ্ধতি বন্ধ তাই নয় , সাথে নতুন কোন প্রকল্পও বন্ধ ।

আজ সরকারিভাবে এই অর্ডার প্রকাশ করা হয়েছে । এবং এই সামগ্রিক অর্ডার আগামী ৩০ শে জুন ২০২০ পর্যন্ত কার্যকর থাকবে । কি বলা হয়েছে সেই অর্ডারে ?

তিনপাতার সেই অর্ডারে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা হল এবং কোন কোন ক্ষেত্রে এই অর্ডারের বাইরে থাকলো তার বর্ননা । প্রথম পাতায় রয়েছে যেসব ক্ষেত্রে পরিবর্তন আনা হল সেগুলি । দ্বিতীয় পাতায় রয়েছে যেসব ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না সেগুলি ।

কোন কোন ক্ষেত্রে আনা হল পরিবর্তন ?

প্রথমে দেখে নি কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা হল ? মোট ১২ টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে । তার মধ্যে প্রধান প্রধান বিষয়গুলি উল্লেখ করা হল –

১. নতুন কোন প্রকল্প গ্রহন করা হবে না । এমনকি শুধুমাত্র জরুরী প্রকল্প ছাড়া যেগুলো গঠনমুলক পর্যায়ে রয়েছে সেগুলোও বন্ধ থাকবে । যদি জনগণের স্বার্থে কোন নতুন কোন প্রকল্প ঘোষণা করতে হয় তবে আগে অর্থ দপ্তরের অনুমতি নিতে হবে ।

২. অর্থমন্ত্রকের অনুমতি ব্যতীত যেসব বর্তমান প্রকল্প চলছে সেগুলো আর বাড়ানো হবে না ।

৩. কোন নতুন গাড়ি , কম্পিউটার , তথ্য প্রযুক্তি সংক্রান্ত জিনিসপত্র , এসি , আসবাবপত্র , টিভি , অফিসের জিনিসপত্র কেনা হবে না ।

৪. যদি কোন নতুন গঠনমূলক প্রকল্পের জন্য ( যেমন – স্কুল , কলেজ , লাইব্রেরি , হাসপাতাল এবং অন্যান্য ইন্সটিটিউট ) জিনিস কিনতেই হয় তাহলে অবশ্যই অর্থ দপ্তরের অনুমতি লাগবে ।

৫. কোন সরকারি অফিস কাছারির সাজানোগোছানোর জন্য খরচ করা যাবে না ।

৬. অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোন নতুন গাড়ি মজুত করা যাবে না ।

৭. অর্থদপ্তরের অনুমতি ছাড়া কোনধরনের নতুন নিয়োগ করা যাবে না ।

৮. চিকিৎসা , শিক্ষা এবং বিবাহ ছাড়া অন্য কোন কারণে GPF (General Provident Fund) এর টাকা তোলা যাবে না ।

Additional austerity measures to be followed for combating COVID19

কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হল ?

এবার দেখে নিন কোন কোন ক্ষেত্রে কোন পরিবর্তন করা হয়নি –

১. বেতন , মজুরি এবং পেনশনের ক্ষেত্রে কোন পরিবর্তন করা হবে না ।

২. সমাজ কল্যাণ মুলক যেসকল প্রকল্প রয়েছে ( যেমন – কন্যাশ্রী , রুপশ্রী , খাদ্যসাথী , জয় বাংলা , সামাজিক সুরক্ষা যোজনা , শিক্ষাশ্রী , স্বাস্থ্য সাথী , ফসল বীমা যোজনা ) প্রভৃতি ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না ।

৩. সকল কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির কোন পরিবর্তন হবে না ।

৪. স্বাস্থ্য সম্বন্ধিত যে কোন ক্ষেত্র যা COVID-19 সাথে সম্পর্কিত ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর তার মত খরচ করবে ।

Additional austerity measures to be followed for combating COVID19

উপরের সমস্ত ক্ষেত্রের আদেশগুলি আগামী ৩০ শে জুন ২০২০ পর্যন্ত নতুন কোন আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে ।

Additional austerity measures to be followed for combating COVID19

সকল খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন

To know the news in English language CLICK HERE

সাম্প্রতিক পোস্টসমূহ