DMCA.com Protection Status

Join Whatsapp Group

ইন্ডিয়ান কোস্ট গার্ড-এ ৫০ জন লোক নিয়োগ । জানুন বিস্তারিত

Spread the love
Recruitment of 50 people in Indian Coast Guard
Recruitment of 50 people in Indian Coast Guard

ইন্ডিয়ান কোস্ট গার্ড-এ ৫০ জন লোক নিয়োগ । জানুন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূলরক্ষীবাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড), গ্ৰুপ ‘এ’ গেজেটেড অফিসার পদ মর্যাদার ‘অ্যাসিস্ট‍্যান্ট কম‍্যান্ড‍্যান্ট’ পদে ৫০ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য।

অ্যাসিস্ট‍্যান্ট কমান্ড‍্যান্ট (জেনারেল ডিউটি) : ফিজিক্স ও অঙ্ক অন‍্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, এন.সি.সি -এ সার্টিফিকেট বা মেধাবী খেলোয়াড় হলে ৫৫%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।

জন্মতারিখ হতে হবে ১-৭-১৯৯৭ থেকে ৩০-৬-২০০১’র মধ্যে। 

শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি (ত্রিপুরা, অসম ও গোর্খাদের বেলায় ১৫২ সেমি), বুকের ছাতি সুসামঞ্জস‍্যপূর্ণ ও অন্তত ৫ সেমি প্রসারণক্ষম আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬ খারাপ চোখে ৬/৯।

মূল মাইনে : ১৫,৬০০–৩৯,১০০ টাকা।

শূন‍্যপদ : ৪০ টি (জেনাঃ ১১, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১৩, ও.বি.সি ৭, ই.ডব্লু.এস ৩)।

অ্যাসিস্ট‍্যান্ট কম‍্যান্ড‍্যান্ট (টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক‍্যাল) :  ফিজিক্স ও অঙ্ক অন‍্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, এন.সি.সি -সি সার্টিফিকেট বা মেধাবী খেলোয়াড় হলে ৫৫%) নম্বর পেয়ে পাশের পর কিংবা ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, এন.সি.সি-সি সার্টিফিকেট বা  মেধাবী খেলোয়াড় হলে ৫৫%) নম্বর পেয়ে পাশের পর ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার, পাওয়ার ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, মেরিন, ন‍্যাভাল আর্কিকেটচার, অটোমোটিভ, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেটালার্জি, ডিজাইন, অ্যারোনটিক‍্যাল, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের গ্ৰ‍্যাজুয়েটরা মোট অন্তত ৬০% (তপশিলী, এন.সি.সি-সি সার্টিফিকেট বা মেধাবী খেলোয়াড় হলে ৫৫%) নম্বর পেয়ে আবেদন করতে পারেন।

জন্ম তারিখ হতে হবে ১-৭-১৯৯৭ থেকে ৩০-৬-২০০১ এর মধ্যে।

শরীরের মাপজোখ, উচ্চতা ও বয়স হতে হবে অ্যাসিস্ট‍্যান্ট কমান্ড‍্যান্ট (জেনারেল ডিউটি) পদের মতো। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/১২ ও খারাপ চোখে ৬/৩৬।

মূল মাইনে : ১৫,৬০০–৩৯,১০০ টাকা।

শূন‍্যপদ : ১০ টি (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৪)।

ওপরের সব পদের বেলায় ও.বি.সি রা ৩ বছর, তপশিলীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে ২ বছর প্রবেশন। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। এছাড়া আছে অন‍্যান‍্য সুযোগ-সুবিধা। খেলাধূলায় দক্ষতা বা এন.সি.সি.র সার্টিফিকেট থাকলে গুরুত্ব পাবেন।

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে হবে প্রিলিমিনারি সিলেকশন টেস্ট। পরীক্ষা হবে পূর্ব ভারতে একমাত্র কলকাতায়। 

এই ঠিকানায় : কোস্ট গার্ড রিজিওন‍্যাল হেডকোয়ার্টার্স (নর্থ ইস্ট), সিন্থেসিস বিজনেস পার্ক, ষষ্ঠ তল, স্বরাচী বিল্ডিং, নিউ টাউন, রাজারহাট, কলকাতা- ১৬১। এই পরীক্ষায় থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি টেস্টের এই ৩ টি বিষয় : মেন্টাল এবিলিটি টেস্ট, কগনিটিভ টেস্ট, পিকচার পারসেপশান টেস্ট ও ডিসকাশন টেস্ট।

দরখাস্ত করবেন অনলাইনে, ৪ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে : www.joinindiancoastguard.gov.in প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে Recruitment of Assistant Commandant–(Regular 02/2022 Batch)’এ গিয়ে ‘I Agree’ তে ক্লিক করে Online Application’এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ৩ কপি প্রিন্ট করে নেবেন। এবার ওই প্রিন্ট করা দরখাস্তের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, বাসিন্দ সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের প্রত‍্যয়িত নকল নিজের কাছে রেখে দেবেন। প্রার্থী বাছাই পরীক্ষার সময় এইসব প্রমাণপত্রের মূল নিয়ে যাবেন :

 (১) ৩ কপি ই-অ্যাডমিট কার্ড,

 (২) শিক্ষাগত যোগ‍্যতার যাবতীয় প্রমাণপত্রের মূল,

 (৩) ভোটার কার্ড, প‍্যান কার্ড, আধার কার্ড,    পাশপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মূল,

 (৪) এখনকার তোলা ১০ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো।

  • Ward Boy Recruitment 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগ
    Spread the loveWard Boy Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Manipur University Vacancy : মণিপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
    Spread the loveManipur University Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Andrew Yule Career : কেন্দ্র সরকারের অধীনস্থ কোম্পানিতে কর্মী নিয়োগ
    Spread the loveAndrew Yule Career : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Reliance Career 2024 : রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে কাজের সুযোগ
    Spread the loveReliance Career 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • NIRT Job 2024 : জাতীয় যক্ষ্মা গবেষণা ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveNIRT Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading