DMCA.com Protection Status

Join Whatsapp Group

Bana Sahayak Recruitment 2023 : বন সহায়ক পদে প্রচুর কর্মী নিয়োগ

Spread the love
Bana Sahayak Recruitment 2023
Bana Sahayak Recruitment 2023

Bana Sahayak Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম ।

পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর । এবার বনদপ্তরে চাকরির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার ।খুবি অল্প শিক্ষাগত যোগ্যতায় আপনি এই চাকরিটি পেতে পারেন । জেনে নিন আবেদন পদ্ধতি । কিভাবে করবেন আবেদন? সবরকমের তথ্য নিয়ে হাজির হলাম আজ ।এই পদে আবেদন করার জন্য এই প্রতিবেদনটি পড়ুন ।

Bana Sahayak Recruitment 2023

বিজ্ঞপ্তি নাম্বার –

828-For/FR/O/N/18R-02/2018 dated 22.07.2020

পদের নাম –

এই পদটির নাম হল বন সহায়ক

শূন্যপদ-

এখানে এই পদে মোট শূন্যপদ হল ২০০০টি ।

মাসিক বেতন-

বর্তমান সময়ে বন সহায়কের মাসিক বেতন হল ১০,০০০/- টাকা । এই পদে প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন :  ইন্টারভিউয়ের মাধ্যমে আশা কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করতে পারবে ছেলে – মেয়ে উভয়ে। এই পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই হবে। যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবে।

বয়সীমা-

এই পদে আবেদন করতে চাইলে আপনার বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছারা SC/ST/ OBC দের বয়সের ছার থাকবে। SC/ST কাস্টের প্রার্থীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বাসিন্দা –

 এই পদে আবেদন করতে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ি বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হলে এই পদে আবেদন করা যাবে না ।

প্রকৃতি –

এই পদটি স্থায়ী নয়। পদটি সম্পূর্ণরূপে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক।  স্থায়ীভাবে প্রদত্ত কোন পরিষেবা সুবিধার জন্য কোন দাবি থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে ।

বন সহায়ক নিয়োগের সেরা বই

আরও পড়ুন :  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাঁধুনি নিয়োগ

মেয়াদ –

এই পদে প্রথমেই কেউ স্থায়ী কর্মী থাকবেন না ।এক বছরের জন্য নিযুক্তি প্রাথমিকভাবে হবে। তারপর সুপারিশ মেনে বার্ষিক ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

পোষ্টিং –

যারা নিযুক্ত প্রার্থী থাকবেন তাদের কাজ করতে বলা হবে রাজ্যের যে কোনও জায়গায়।আর  নির্বাচিত প্রার্থীদের পোষ্টিং হওয়ার সম্ভাবনা আছে সাধারণত তারা যেখানে বাস করে সেই বসবাসের স্থান হিসাবে একই জেলায়  কিংবা সে স্থানের একই প্রশাসনিক বিভাগের কাছাকাছি জেলাগুলিতে।

নির্বাচন পদ্ধতি ( Bana Sahayak Recruitment 2023 )–

কোনও লিখিত পরীক্ষা হবে না । প্রথমে আবেদনের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে । এবং বাছাই কৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে । মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে । নীচে কোন ক্ষেত্রে কত নম্বর থাকবে তা দেখানো হল । যথা –

কিভাবে আবেদন করবেন ?

আবেদনকারীর জন্য নির্দেশাবলী

১) আবেদনপত্রটি ডাউনলোড করিতে হইবে অথবা একই বিন্যাসে আবেদন করিতে পারেন। আবেদনপত্রটি নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পুরণ করিতে হইবে।

২) আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় সকল সংযুক্তি পত্রগুলি দৃঢ়ভাবে সংযুক্ত করিতে হইবে। কেবলমাত্র প্রাসঙ্গিক নথিপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি সংযুক্ত করিতে হইবে। কোনরূপ আসল বা মূল প্রামাণ্যপত্র সংযুক্ত করিবার প্রয়োজন নাই।

৩) সকল সংযুক্তিপত্র সহিত আবেদনপত্রটি একটি মাত্র খামে মুখবন্ধ অবস্থায় নিম্নে প্রদত্ত তালিকাভূক্ত কেন্দ্রে স্থায়ী ঠিকানা অনুসারে নির্ধারিত জেলার জন্য নির্দিষ্ট বাক্সে জমা করিতে হইবে। ব্যতিক্রমে আবেদনপত্রটি নির্ধারিত তারিখের মধ্যে সাধারণ ডাকে বা ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাইতে পারে। তবে সেক্ষেত্রে ডাকে প্রাপ্তির বিলম্বের জন্য এই দপ্তর দায়ী থাকিবে না। প্রাপ্তি স্বীকার চাহিয়া রেজিষ্টার্ড ডাক / স্পীড পোষ্টে কোন আবেদনপত্র পাঠানো যাইবে না।

৪) লক্ষনীয় যে বিজ্ঞাপন দেওয়ার পর হইতে সাতটি কর্মদিবসের মধ্যে আবেদনপত্রটি গ্রহণের প্রক্রিয়াটি সমাপ্ত হইবে।

৫) আবেদনকারীর বাসস্থান অনুসারে নিম্নে উল্লিখিত তালিকাভুক্ত মুখ্য বনপালের নিকট আবেদন করিতে হইবে।

Bana Sahayak Recruitment 2023

আবেদনের শেষ তারিখ –

আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে

গুরুত্বপূর্ণ লিঙ্ক ( Bana Sahayak Recruitment 2023 )

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদন পত্রের নমুনাDownload Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Ward Boy Recruitment 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগ
    Spread the loveWard Boy Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Manipur University Vacancy : মণিপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
    Spread the loveManipur University Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Andrew Yule Career : কেন্দ্র সরকারের অধীনস্থ কোম্পানিতে কর্মী নিয়োগ
    Spread the loveAndrew Yule Career : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Reliance Career 2024 : রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে কাজের সুযোগ
    Spread the loveReliance Career 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • NIRT Job 2024 : জাতীয় যক্ষ্মা গবেষণা ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveNIRT Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading