DMCA.com Protection Status

Join Whatsapp Group

Asha Kormi Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আশা কর্মী নিয়োগ

Spread the love
Asha Kormi Job
Asha Kormi Job

Asha Kormi Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

যখনই কোন জেলায় আশা কর্মী নিয়োগ হয়েছে তার তথ্য আপনাদের সামনে তূলে ধরা হয়েছে আমাদের তরফে । আজ আবারও একটি নতুন জেলার  আশা কর্মী নিয়োগের খবর নিয়ে হাজির হলাম । আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য । আমাদের আজকের প্রতিবেদনে সমস্ত তথ্য দেওয়া হল।

Asha Kormi Job

বিজ্ঞপ্তি নাম্বার –

৯৮৯ / চাকদহ ব্লক/ আশা /কল্যাণী , ৯৪৯ / হরিণহাটা ব্লক/ আশা/ কল্যাণী এবং ৯৫০/ কল্যাণী ব্লক/ আশা/ কল্যাণী ।  

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ-

১৮/০৫/২০২৩  

পদের নাম-

আশা কর্মী (Accredited Social Health Activist)

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । ১৮/০৫/২০২৩ অনুসারে বয়সের হিসাব করা হবে। তবে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের বয়সসীমা রয়েছে ।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –

আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা নিচে উল্লেখ করা হল । যথা –

১. এই পদে শুধুমাত্র বিবাহিতা , বিধবা  বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের করতে পারবেন ।

২. এই পদে আবেদন করতে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ফেল করেছেন তারাও আবেদনের যোগ্য ।

৩. যদি কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেও আবেদনের যোগ্য । কিন্তু এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবেন । উচ্চ শিক্ষার জন্য কোন বাড়তি সুবিধা পাওয়া যাবে না ।

৪. যদি প্রার্থী স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হয় তাহলে অগ্রাধিকার দেওয়া হবে ।  

৫. এছাড়া যেখানে তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।

৬. এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে । প্রার্থীকে স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমান পত্র দেখাতে হবে । আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।

মাসিক বেতন –

সরকারি নিয়ম মতে মাসিক বেতন সহ  অন্যান্য সুবিধাও পাওয়া যাবে ।

আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পোস্ট অফিসে এজেন্ট নিয়োগ

আশাকর্মী নিয়োগ পদ্ধতি –

এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা হয় না । আশা কর্মী নিয়োগ করা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ছক অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে । যথা –

বিষয়নম্বর ( শতাংশের হিসেবে)
মাধ্যমিকে পাপ্ত নম্বর৯০ % ওয়েটেজ
ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর১০% ওয়েটেজ
মোট১০০%

আবেদন পদ্ধতি ( Asha Kormi Job ) –

এই পদে কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক । এই পদে আবেদন করতে হবে অফলাইনে । এক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –

১. সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে এবং তারপর প্রিন্ট করে নিতে হবে ।আবেদন পত্রটি অফিসিয়াল বিজ্ঞপ্তির ৫ নং পেজে পাবেন । প্রতিবেদনের শেষে আপনাদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক দেওয়া হল ।

২. এগুলির পর আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে । উপযুক্ত জায়গায় সকল তথ্য প্রদান করুন যেমন – নিজের নাম , ঠিকানা সহ অন্যান্য নানান তথ্য ।

৩. সিগনেচার করুন এবং ছবি সাটিয়ে দিন দরখাস্তের নির্দিষ্ট জায়গায় । কোনরকম পিন , স্টেপল বা সেলাই করবেন না ।

৪. এবার প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত  নথিগুলি যুক্ত করুন দরখাস্তের সাথে । কোন কোন নথির কপি জমা করতে হবে নীচে তার তথ্য দেওয়া হল ।  

৫. নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সাঁটানো একটি খাম সংযুক্ত করুন দরখাস্তের সাথে ।

৫. এবার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি মুখবন্ধ খামে ভরে দিন দরখাস্তের সাথে ।

৬. এরপর মূখবন্ধ খামের উপর নিচের তথ্যগুলি লিখে দেবেন ।

৭ এরপর সেটিকে স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্ট বা হাতে হাতে ড্রপ বক্সে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিন ।

আরও পড়ুন – উচ্চমাধ্যমিক পাশে সরকারি অফিসে ক্লার্ক নিয়োগ

কি কি ডকুমেন্ট জমা করবেন দরখাস্তের সাথে ?

স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দেবেন নিম্নলিখিত ডকুমেন্টগুলি । উক্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউয়ের পূর্বে যাচাই করা হবে । যথা –

১. ভোটার কার্ড / রেশন কার্ড লাগবে স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে ।

২. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম প্রমাণ পত্র লাগবে বয়সের প্রমাণ পত্র হিসেবে  ।

৩. এর সাথে বিবাহ /বিধবা /বিবাহ বিচ্ছিন্না সম্পর্কিত উপযুক্ত প্রমান পত্র ।

৪. মাধ্যমিকের মার্কশিট । মাধ্যমিকে ফেল করলেও তার মার্কশিট ।

৫. তপশিলি জাতি /উপজাতি প্রমানপত্র লাগবে ।

৬. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি । এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে (ছবিটির উপর কোনাকুনি সই করবেন  ) । অন্য কপিটি দরখাস্তের সঙ্গে যুক্ত করবেন (ছবিটির পেছন দিকে কোনাকুনিভাবে সই করবেন )। 

৭. গ্রেড ১ , গ্রেড ২ স্বনির্ভর দলের সদস্যা / লিঙ্ক ওয়ার্কার / প্রশিক্ষণপ্রাপ্ত দাই এর উপযুক্ত প্রমান পত্র (যদি থাকে) ।

আবেদনের শেষতারিখ –  

আবেদন জমা করতে হবে ১৬/০৬/২০২৩ তারিখ বিকাল ৪ টার মধ্যে । শনিবার , রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যাতীত আবেদন পত্র জমা নেওয়া হবে ।

শূন্যপদ –

বর্তমান বিজ্ঞপ্তিটি নদীয়া জেলার চাকদহ, হরিণঘাটা এবং কল্যাণী ব্লকে এই নিয়োগ হচ্ছে । ব্লক অনুসারে শূন্যপদের সংখ্যা নিচে ছকের সাহায্যে দেওয়া হল। যথা –

ব্লকের নাম শূন্যপদ
চাকদহ১৮ টি
হরিণঘাটা৮ টি
কল্যাণী১৮ টি

গ্রাম পঞ্চায়েত , উপ স্বাস্থ্য কেন্দ্র , গ্রাম সংসদ ভিত্তিক শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন । অফিসিয়াল নোটিফিকেশনের ৪ নং পেজ দেখুন ।

আরও পড়ুন – বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরির সুযোগ

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।

আবেদনের শেষ তারিখ১৬/০৬/২০২৩ বিকেল ৪ টা
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি1. Download Now ( চাকদহ ব্লক )
2. Download Now ( হরিণঘাটা ব্লক )
3. Download Now ( কল্যাণী ব্লক )
আবেদনের পত্রের নমুনা1. Download Now ( চাকদহ ব্লক – অফিসিয়াল বিজ্ঞপ্তির ৫ নং পেজ দেখুন )
2. Download Now (হরিণঘাটা ব্লক – অফিসিয়াল বিজ্ঞপ্তির ৫ নং পেজ দেখুন )
3. Download Now  (কল্যাণী ব্লক – অফিসিয়াল বিজ্ঞপ্তির ৫ নং পেজ দেখুন )
শূন্যপদের তথ্য1. Download Now  (চাকদহ ব্লক – অফিসিয়াল বিজ্ঞপ্তির  ৪  নং পেজ দেখুন )
2. Download Now (হরিণঘাটা ব্লক – অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪ নং পেজ দেখুন )
3. Download Now (কল্যাণী ব্লক – অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪  নং পেজ দেখুন )
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Packaging Business From Home : কম খরচে বাড়িতেই শুরু করে ফেলুন এই ব্যবসা! আয় হবে মোটা টাকা
    Spread the lovePackaging Business From Home : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । BUsiness Plan – Packaging Business From Home এখন অনেক মানুষই চাকরির পাশাপাশি বার্তি …

    Continue reading

  • LIC Jeevan Labh Scheme : এলআইসির দুর্দান্ত স্কিমে মাত্র ২৫০ টাকা করে জমিয়েই পান ৫৪ লাখ টাকা
    Spread the loveLIC Jeevan Labh Scheme : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য একটি স্কিম সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Jeevan Labh Scheme ভবিষ্যতের কথা ভেবে আমরা সকলেই কিছু টাকা সঞ্চয় করতে …

    Continue reading

  • Soybean Business Plan : মাত্র কিছু টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতিমাসে ইনকাম হবে ৪০ হাজার
    Spread the loveSoybean Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Soybean Business Plan চাকরির আশায় বসে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট না করে বাড়িতে …

    Continue reading

  • PSC Clerkship Practice Set PDF :  পিএসসি ক্লার্কশিপ প্রাকটিস সেট পিডিএফ
    Spread the lovePSC Clerkship Practice Set PDF : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক প্র্যাকটিস বুক। এই বইটি একটি পিডিএফ ফরম্যাটে উপলব্ধ, যা আপনাকে যেকোনো সময়, যেকোনো স্থানে অনুশীলন করার সুযোগ করে দেয়। আমাদের এই বইয়ের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: ১১০ টিরও বেশি প্র্যাকটিস সেট:  বিভিন্ন বিষয় এবং প্রশ্নের ধরণের উপর ভিত্তি করে …

    Continue reading

  • SIP Investment Plans : সেরা SIP তে কীভাবে বিনিয়োগ করলে পাবেন মোটা টাকা রিটার্ন
    Spread the loveSIP Investment Plans : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । SIP Investment Plans আমরা এই দেশের মানুষ বিনিয়োগ করতে ভালোবাসি । কিন্তু কোথায় বিনিয়োগ …

    Continue reading