DMCA.com Protection Status

Join Whatsapp Group

insurance job openings : সরকারি বীমা কোম্পানিতে কর্মী নিয়োগ

Spread the love
insurance job openings
insurance job openings

insurance job openings : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
West Bengal Police Apply

insurance job openings

সমস্ত বেকার যুবকদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন । সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে । নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্সের (THE NEW INDIA ASSURANCE COMPANY LTD) তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

পদের নাম –

জেনারেলিস্ট  (Generalists)  

শূন্যপদ –

১২০ টি । 

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৬০% নাম্বার (তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য ৫৫%) পেয়ে যেকোনো শাখায় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

আরও পড়ুন – টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে কর্মী নিয়োগ

পদের নাম –

রিস্ক ইঞ্জিনিয়ার  (Risk Engineers)  

শূন্যপদ –

৩৬ টি । 

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৬০% নাম্বার (তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য ৫৫%) পেয়ে  সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো শাখায় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

পদের নাম –

অটোমোবাইল ইঞ্জিনিয়ার  (Automobile engineers)  

শূন্যপদ –

৯৬ টি । 

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৬০% নাম্বার (তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য ৫৫%) পেয়ে  যেকোনো শাখায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি করতে হবে । অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে বি ই / বি টেক / এম ই / এম টেক করতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

আরও পড়ুন – ক্লাস এইট পাশে রামকৃষ্ণ মিশন স্কুলে কর্মী নিয়োগ

পদের নাম –

 লিগাল (Legal)  

শূন্যপদ –

৭০ টি । 

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৬০% নাম্বার (তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য ৫৫%) পেয়ে আইনে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি করতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

পদের নাম –

অ্যাকাউন্টস (Accounts)  

শূন্যপদ –

৩০ টি । 

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৬০% নাম্বার (তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য ৫৫%) পেয়ে যেকোনো শাখায় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি করতে হবে । এর পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

আরও পড়ুন –  কেন্দ্র সরকারি সংস্থায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

পদের নাম –

হেলথ  (Health)  

শূন্যপদ –

৭৫ টি । 

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৬০% নাম্বার (তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য ৫৫%) পেয়ে এমবিবিএস / এমডি / এমএস / পোস্ট – গ্র্যাজুয়েট মেডিক্যাল  ডিগ্রি থাকতে হবে । অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ।  আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

পদের নাম –

আইটি  (IT)  

শূন্যপদ –

২৩ টি । 

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৬০% নাম্বার (তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য ৫৫%) পেয়ে  ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স বি ই / বি টেক / এম ই / এম টেক পাশ করতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

বয়স –

এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর এবং সর্বউচ্চ বয়স হতে হবে ৩০ বছর । এছাড়া সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে । তপসিলি  প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড় । OBC প্রার্থীদেরদের ৩ বছরের ছাড় থাকবে এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছরের ছাড় থাকবে । প্রার্থীদের বয়সের হিসাব করা হবে ০১/০৮/২০২৩ তারিখ অনুসারে ।

আরও পড়ুন – ইন্টারভিউয়ের মাধ্যমে চিকিৎসা গবেষণা পরিষদে কর্মী নিয়োগ

বেতন – 

উপরিক্ত সমস্ত পদের মাসিক বেতন ৫০,৯২৫ টাকা থেকে ৯৬,৭৬৫ টাকা

নিয়োগ পদ্ধতি –

২ পর্যায়ে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে । লিখিত পরীক্ষা হবে গুটি ভাগে ‘ফেজ -১’ ও ‘ফেজ-২’ । নিচে ছকের সাহায্যে নম্বর বিভাজন দেখানো হল ।

ফেজ -১

পরীক্ষাটি হবে ৯ই সেপ্টেম্বর । মোট নাম্বার থাকবে ১০০ । সময় থাকবে ১ ঘণ্টা ।

ফেজ -২ পরীক্ষাটি হবে ৮ই অক্টোবর ।  

ফেজ -২

পরীক্ষাটি হবে ৮ই অক্টোবর । মোট নাম্বার থাকবে ২০০ । সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আবেদন পদ্ধতি (insurance job openings) –

উপরিক্ত পদে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন ।

১. উপরিক্ত পদে  আবেদন করার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে । আপনাদের সুবিধার জন্য সরাসরি আবেদনপত্র ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল ।

২. প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে । তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩. আবেদন করার জন্য  প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে ।

আরও পড়ুন –  রাজ্যে শিশু সুরক্ষা সোসাইটিতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

৪. এরপর প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে ।

৫. তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে । কি কি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হল ।  

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

কি কি ডকুমেন্ট লাগবে ?

এই পদগুলিতে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট গুলির স্ক্যান করে আপলোড করতে হবে ।

১. কালার পাসপোর্ট সাইজ ফটো (জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে ২০০X২৩০ পিক্সেল ২০-২৫ কেবির মধ্যে) ।

২. কালো কালিতে করা প্রার্থীর নিজের সই (জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে ১৪০X৬০ পিক্সেল ১০-২০ কেবির মধ্যে) ।

 । 

৩. বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে ২৪০X২৪০ পিক্সেল ২০-৫০ কেবির মধ্যে) ।

৪. প্রার্থীর নিজের হাতের লেখা এই ডিক্লারেশন – “I,____________ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when ewquired.”

আবেদন ফি –

জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে ৮৫০ টাকা , তপসিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি লাগবে ১০০ টাকা । আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে ।

আরও পড়ুন – কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাধ্যমিক পাশে লোক নিয়োগ

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ –

উপরিক্ত পদে আবেদন করতে হবে ২১ শে আগস্ট ২০২৩ পর্যন্ত ।  ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে, এই তারিখের পর আবেদন করা যাবে না ।

গুরুত্বপূর্ণ লিংক        

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অনলাইন আবেদন Apply Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Soybean Business Plan : মাত্র কিছু টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতিমাসে ইনকাম হবে ৪০ হাজার
    Spread the loveSoybean Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Soybean Business Plan চাকরির আশায় বসে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট না করে বাড়িতে …

    Continue reading

  • PSC Clerkship Practice Set PDF :  পিএসসি ক্লার্কশিপ প্রাকটিস সেট পিডিএফ
    Spread the lovePSC Clerkship Practice Set PDF : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক প্র্যাকটিস বুক। এই বইটি একটি পিডিএফ ফরম্যাটে উপলব্ধ, যা আপনাকে যেকোনো সময়, যেকোনো স্থানে অনুশীলন করার সুযোগ করে দেয়। আমাদের এই বইয়ের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: ১১০ টিরও বেশি প্র্যাকটিস সেট:  বিভিন্ন বিষয় এবং প্রশ্নের ধরণের উপর ভিত্তি করে …

    Continue reading

  • SIP Investment Plans : সেরা SIP তে কীভাবে বিনিয়োগ করলে পাবেন মোটা টাকা রিটার্ন
    Spread the loveSIP Investment Plans : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । SIP Investment Plans আমরা এই দেশের মানুষ বিনিয়োগ করতে ভালোবাসি । কিন্তু কোথায় বিনিয়োগ …

    Continue reading

  • PSC Clerkship Mock Test : পিএসসি ক্লার্কশিপের ১০০ টি মকটেস্ট একত্রে
    Spread the lovePSC Clerkship Mock Test : PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের এই সিরিজ । আশাকরি আপনাদের অনেক কাজে লাগবে । এখানে সাজেশনভিত্তিক প্রশ্নের সমাবেশ করা হয়েছে ।  আপনাদের জন্য মোট ১০০ টি সেট একত্রিত করে দেওয়া হল । নিচে সেট নাম্বার এবং সেই সেটের মকটেস্ট দেওয়ার জন্য “Click Here” বোতাম রয়েছে । এই …

    Continue reading

  • Paper Plate Business Idea : বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে মোটা টাকা
    Spread the lovePaper Plate Business Idea : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Soap Making Business Plan : এই জিনিসের ব্যবসা শুরু করে মাসে হবে বাম্পার আয়!
    Spread the loveSoap Making Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading