TRENDING NEWS

Ration Dealer Apply : রেশন ডিলার হতে চান ? সরকারের তরফে দেওয়া হচ্ছে এই সুবর্ণ সুযোগ ।

Spread the love
Ration Dealer Apply

Ration Dealer Apply : রেশন ডিলার হতে চান ? সরকারের তরফে দেওয়া হচ্ছে এই সুবর্ণ সুযোগ ।

বর্তমান সময়ে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর রয়েছে ( Ration Dealer Apply ) । পশ্চিমবঙ্গ সরকারের তরফে বেকারদের চাকরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো অফিসে গিয়ে আপনাকে কাজ করতে হবে না। অবাক হয়ে যাচ্ছেন? না, অবাক হওয়ার মত কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাড়িতে বসেই আপনাকে সরকারের হয়ে কাজ করে প্রতি মাসে মোটা অংকের টাকা উপার্জন করার সুযোগ করে দেওয়া হচ্ছে।

Join Our Whatsapp Group – Click Here

সেই উপার্জন এমনকি লক্ষাদিক টাকা পর্যন্ত হতে পারে। চাকরির কথা বললেই চোখের সামনে দিয়ে যে ছবি ভেসে ওঠে তা হল সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর রাতের বেলায় বাড়িতে ফেরা। কিন্তু বর্তমান সময়ে এরকম আর নেই। সমস্ত ক্ষেত্রে এভাবে কাজ করতে হয় না। কাজের দুনিয়া অনেকটাই বদলে গিয়েছে। এখন ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে ঘরে বসেই বহু কাজ করা যায় এবং মোটা টাকা উপার্জন করা যায়। ফলে পশ্চিমবঙ্গ সরকারের এই বিজ্ঞপ্তি দেখে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই। এবার একটু পরিষ্কার করে বলা যাক।

আরও পড়ুনঃ Bank CSP Apply : এবার বাড়িতে বসেই খুলুন নিজের ব্যাঙ্ক । মাসে আয় করুন হাজার হাজার টাকা !

রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের তরফে রেশন ডিলার পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Food and Supply Department রাজ্যের বেশ কিছু জায়গায় Directorate of Rationing অর্থাৎ রেশন ডিলার পদে ছেলে মেয়ে সকল বেকার চাকরি প্রার্থীদেরই নিয়োগ করতে চলেছে। ফলে বেকার যুবক-যুবতীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

রেশন ডিলার পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগবে-

প্রথমেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে।

তবে উচ্চ শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

রেশন ডিলার পদে নিয়োগের জন্য আরও অন্যান্য কি যোগ্যতা লাগবে, সেই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশন একবার দেখে নিতে পারেন।

আবেদনের সময়সীমা কি-

Food and Supply Department-এর তরফে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেশন ডিলারশিপ পদে কর্মী নিয়োগের জন্য অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আবেদন পত্র নেওয়া শুরু হয়েছে। WB Ration Dealer Recruitment 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিন পর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য বয়সসীমা-

আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

কিভাবে আবেদন করবেন ( Ration Dealer Apply )-

আগেই বলা হয়েছে ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের রেশন ডিলারশিপ পদে কর্মী নিয়োগের জন্য অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। প্রথমে এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া জানানো হলো।

রাজ্য সরকারের ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল ।

Join Our Whatsapp Group – Click Here

রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনাকে একটি User ID ও Password দেওয়া হবে। সেটি দিয়ে আপনি Login করতে পারবেন।

এরপরে Form-C অপশন এ ক্লিক করতে হবে। তাহলেই যে আবেদন পত্রটি আসবে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, বৈধ ইমেইল আইডি এবং মোবাইল ফোন নম্বর দিয়ে ফর্মটি ফিলাপ করে OK অপশনে ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সহ এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং নিজস্ব একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।

এরপর ১ হাজার টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করে Submit করলেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে।

এবার অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন জেনে নেওয়া যাক-

একইভাবে প্রথমে ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in এতে গিয়ে নিয়োগ প্রক্রিয়ার যে আবেদন পত্র Form-C রয়েছে সেটি ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।

এরপর সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈধ ইমেল আইডি এবং মোবাইল ফোন নম্বর লিখে ফরম ফিলাপ করতে হবে।

এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ফরমের নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিতে হবে। আর সই করার নির্দিষ্ট জায়গায় নিজের সই করতে হবে।

এবার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট সহ যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সবেরও মার্কশিট এবং সার্টিফিকেট অন্যান্য ডকুমেন্টস, সমস্ত এক কপি করে জেরক্স করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

এবার সম্পূর্ণ পূরণ করা Form-C এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপিগুলি পিন দিয়ে যুক্ত করে একটি খামে করে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নিজের সাব ডিভিশনে জমা দিয়ে আসতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন। তবে নিজে গিয়ে সাব ডিভিশন অফিসে জমা দিয়ে আসলে ভালো।

কি কি ডকুমেন্টস লাগবে ( Ration Dealer Apply )-

এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই আলাদা আলাদা ভাবে জমা দেওয়ার প্রক্রিয়া করতে হবে। প্রথমে অনলাইন আবেদনের ক্ষেত্রে কি ডকুমেন্টস জমা  করবেন:

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করতে হবে।

মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সহ উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তার মার্কশিট এবং সার্টিফিকেট স্ক্যান করতে হবে।

আবেদনকারীর রেশন কার্ড স্ক্যান করতে হবে।

আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করতে হবে।

আবেদনকারীর প্যান কার্ড স্ক্যান করতে হবে।

Work Experience-এর কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো স্ক্যান করতে হবে।

এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করতে হবে।

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ । বেতন ১৫০০০ টাকা ।

নিজের সিগনেচার স্ক্যান করতে হবে।

কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও স্ক্যান করতে হবে।

আবেদন ফি হিসেবে লাগবে ১ হাজার টাকা।

এক্ষেত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সহ কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তার মার্কশিট ও সার্টিফিকেট এক কপি করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

আধার কার্ড বা ভোটার কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

আবেদনকারীর রেশন কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

কাস্ট সার্টিফিকেট থাকলে এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে। নিজের প্যান কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পিওন , সাফাইওয়ালা , ধোপা , নাপিত , রাঁধুনি সহ বেশ কিছু পদে নিয়োগ ।

এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

নিজের সিগনেচারের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

আবেদন ফি জমা দিতে হবে ১ হাজার টাকা।

রেশন ডিলার পদে কর্মী নিয়োগের জন্য কিভাবে প্রার্থী বাছাই হবে-

এই পদে নিয়োগ করার জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সমস্ত আবেদনপত্র জমা পড়ার পরে অ্যাকাডেমিক স্কোরের উপর ভিত্তি করে বিশেষ করে যেহেতু মাধ্যমিক পাশ যোগ্যতা লাগছে, তার প্রাপ্ত নম্বর এর উপরে ভিত্তিতে শর্টলিস্ট করা হবে চাকরিপ্রার্থীদের। এবার তারপর তাদের ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। সেই পরীক্ষায় যারা সফল হবেন তাদের ইন্টারভিউ এর নম্বর এবং অ্যাকাডেমিক স্কোর যোগ করে যারা বিবেচিত হবেন, তাদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং এদের পরবর্তীতে চূড়ান্ত ভাবে নির্বাচিত করার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবার যারা উত্তীর্ণ হবেন তাদের বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে নিয়োগ পত্র পাঠিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় রেশন ডিলার পদে নিয়োগ করা হবে।

অবশ্যই এক্ষুনি দেরি না করে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় বাড়িতে বসে মোটা টাকা উপার্জনের যে সরকারি সুযোগ তার জন্য আবেদন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট – CLICK HERE

অফিসিয়াল নোটিফিকেশন- CLICK HERE

যদি আপনার এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খবরটি শেয়ার করবেন । আপনি চাইলে আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হতে পারেন ।সেখানে নিয়মিত শিক্ষা, চাকরি , ব্যবসা , চাষবাস , সরকারি প্রকল্প , ব্যাঙ্ক তথা অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবরের আপডেট পেয়ে যাবেন ।

Join Our Whatsapp Group – Click Here

This post was last modified on February 11, 2023 5:39 pm

Ankita Mondal

here you can find education news as well as trending news , national news , state news , global news . and lots more. please contact us on help.niosnews@gmail.com

Recent Posts

Soybean Business Plan : মাত্র কিছু টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতিমাসে ইনকাম হবে ৪০ হাজার

Soybean Business Plan Soybean Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে…

23 hours ago

PSC Clerkship Practice Set PDF :  পিএসসি ক্লার্কশিপ প্রাকটিস সেট পিডিএফ

PSC Clerkship Practice Set PDF PSC Clerkship Practice Set PDF : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার…

1 day ago

SIP Investment Plans : সেরা SIP তে কীভাবে বিনিয়োগ করলে পাবেন মোটা টাকা রিটার্ন

SIP Investment Plans SIP Investment Plans : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে…

2 days ago

PSC Clerkship Mock Test : পিএসসি ক্লার্কশিপের ১০০ টি মকটেস্ট একত্রে

PSC Clerkship Mock Test PSC Clerkship Mock Test : PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের এই সিরিজ । আশাকরি আপনাদের…

2 days ago

Paper Plate Business Idea : বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে মোটা টাকা

Paper Plate Business Idea Paper Plate Business Idea : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা…

3 days ago

Soap Making Business Plan : এই জিনিসের ব্যবসা শুরু করে মাসে হবে বাম্পার আয়!

Soap Making Business Plan Soap Making Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা…

4 days ago