DMCA.com Protection Status

Join Whatsapp Group

কনৌজের রাজা হর্ষবর্ধন wbcs psc ibps ias ips rail group d exam preparation

Spread the love

হর্ষবর্ধন ( ৬০৬-৬৪৭ )

কনৌজের রাজা হর্ষবর্ধন wbcs psc rail group d exam

কনৌজের রাজা হর্ষবর্ধন wbcs psc rail group d exam

কনৌজের রাজা হর্ষবর্ধন

৬০৬ খ্রিঃ হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যভূতি বংশের সিংহাসনে বসেন । তিনি ছিলেন প্রভাকর বর্ধনের পুত্র ।

কনৌজ ছিল তার রাজধানী ।
karmasathe.com

তিনি একটি বর্ষ বা অব্দের প্রচলন করেন যার হর্ষাব্দ বা হর্ষ-সম্বৎ নামে পরিচিত ।

তার উপাধি ছিল শিলাদিত্য ।

দাক্ষিনাত্য জয়ের উদ্দেশ্যে এক অভিযান পাঠান । সেখানে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন ।

দ্বিতীয় পুলকেশীর একটি শিলালিপিতে তাঁকে ‘সকলোত্তরপথনাথ’ বলা হয়েছে ।

তার রাজত্বকালে ‘মহোদয়শ্রী’ নামে পরিচিতি পায় ।

দক্ষভাবে শাষনকার্য পরিচালনার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন । তিনি নিজেও কবিতা ও নাটক লেখেন । তার রচিত নাটক হল ‘নাগানন্দ’ , ‘রত্নাবলী’ ও ‘প্রিয়দর্শিকা’ । এগুলি সংস্কৃত ভাষায় রচিত ।

বানভট্ট তার সভাকবি ছিলেন । বানভট্টের উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি হল ‘কাদম্বরী’ ও ‘হর্ষচরিত’ ।

হর্ষবর্ধনের রাজত্বকালে ৬৩০ খ্রিঃ হিউয়েন সাঙ ভারতে আসেন । তিনি চৌদ্দ বছর ভারতে ছিলেন (৬৩০-৬৪৪ খ্রিঃ)।চিনা ভাষায় লিখিত তার ভ্রমন বৃত্তান্তটি হল হল ‘সি-ইউ-কি’ ।

সেসময়ের শ্রেষ্ঠ বন্দর ছিল তাম্রলিপ্ত ।

karmasathe.com

প্রতি পাঁচ বছর অন্তর গঙ্গা যমুনার সঙ্গমস্থল প্রয়াগে একটি মেলা বসত । সেখানে হর্ষবর্ধন সকলকে দান করতেন । যে কারণে স্থানটির নাম হয়  দানক্ষেত্র বা সন্তোষক্ষেত্র ।

 

কনৌজের রাজা হর্ষবর্ধন wbcs psc rail group d exam

  

 

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help