
আরও এক জেলায় ১২৯ জন আশাকর্মী নিয়োগ হচ্ছে ।। যোগ্যতা মাধ্যমিক ।। এক্ষুনি আবেদন করুন
আরও এক জেলায় ১২৯ জন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল । নীচে তার সমস্থ তথ্য পেশ করা হল আপনাদের সুবিধার্থে
শূন্যপদ –
মোট ১২৯ জন তরুণীকে আশা কর্মী হিসেবে নিয়োগ করা হবে ।
যোগ্যতা –
মাধ্যমিক পাশ হতে হবে । অকৃতকার্য বিবাহিতা , বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন । উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । কিন্তু নিয়োগ হবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে । শুধুমাত্র বিবাহিত , বিবাহবিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন । কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা লিঙ্ক অয়ার্কার বা ধাইয়ের কাজে প্রশিক্ষন থাকলে অগ্রাধিকার পাবেন ।
বয়স –
বয়স হতে হবে ০১.০১.২০২০ এর হিসাবে সাধারন প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । তফসিলিদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে ।
আবেদন পদ্ধতি –
দরখাস্ত করবে সাধারন কাগজে নির্দিস্ট বয়ানে । দরখাস্তের বয়ানসহ সমস্থ তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা নীচের দেওয়া ওয়েবসাইটে ।
দরখাস্তের সঙ্গে জমা দেবেন যাবতীয় প্রমানপত্রের স্বপ্রত্যয়িত নকল । প্রার্থীর ২ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ফটো । বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল । বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহ বিচ্ছিন্না দের ডিভোর্স এর কাগজ বা বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । স্বনির্ভর দলের সদস্যপত্র বা প্রশিক্ষন প্রাপ্ত ধাইয়ের সার্টিফিকেট অথবা লিংক অয়ার্কারের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । কাস্ট বা ওবিসি সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল ।
সকল প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত হাতে হাতে জমা দেবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে আগামী ১৯ এ মার্চের মধ্যে মধ্যে ।
নীচের ওয়েবসাইটে সমস্থ তথ্য পেয়ে যাবেন – https://www.malda.nic.in
নিয়োগ স্থল –
এই নিয়োগ হবে মালদা জেলায় । নিয়োগ করবে মালদা জেলার চাঁচলের সাব ডিভিশন অফিস । মালদা জেলার নিম্নলিখিত ব্লকগুলিতে নিয়োগ হতে চলেছে –
চাঁচল ১ , চাঁচল ২ , হরিশচন্দ্রপুর ১ , হরিশচন্দ্রপুর ২ , রতুয়া ১ , এবং রতুয়া ২ । উপরের উল্লিখিত ব্লকগুলির বিভিন্ন হেলথ সাব সেন্টারে নিয়োগ হবে ।
প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
সাম্প্রতিক পোস্টসমূহ
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Motilal Oswal Demat Account Opening : একটি নামকরা কোম্পানিতে ডিএও এজেন্ট নিয়োগ । যেকেউ আবেদনের যোগ্য ।
- Amul Careers : আমূল কোম্পানিতে চাকরি ! কিভাবে আবেদন করবেন দেখুন ।
- Dehuroad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারি সংস্থায় ওয়ার্ড বয় , সাফাই কর্মচারী , স্টাফ নার্স পদে প্রচুর কর্মী নিয়োগ ।
- Swasthya Sathi Recruitment 2023 : স্বাস্থ্য সাথী প্রকল্পে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ ।
- SSC Multi Tasking Staff Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারে হাজার হাজার কর্মী নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক !
- Data Entry Operator Job Under CMDMP 2023 : মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ । যোগ্যতা গ্র্যাজুয়েট !
- Article Writer Job : জনপ্রিয় ওয়েব পোর্টালে আর্টিকেল রাইটার নিয়োগ । যে কেউ আবেদনের যোগ্য ।
- Asha Karmee Recruitment 2023 : আবার নতুন করে ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । এই সুযোগ মিস করবেন না ।
- Ration Dealership Application Invited : রেশন ডিলার হতে চান ? যোগ্যতা মাধ্যমিক । সরকারের তরফে দেওয়া হচ্ছে এই সুবর্ণ সুযোগ ।
- Bank CSP Apply : এবার বাড়িতে বসেই খুলুন নিজের ব্যাঙ্ক । মাসে আয় করুন হাজার হাজার টাকা !
- Central Bank of India Recruitment 2023 : সরকারি ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । যোগ্যতা গ্র্যাজুয়েট ।
- Job Fair 2023 : রাজ্যে ১২ হাজার কর্মী নিয়োগ । ন্যুনতম যোগ্যতা অষ্টম শ্রেণী ।
- Primary TET 2022 All Set Answer Key Pdf : প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সবগুলি সেটের আনসার কি প্রকাশ করা হল ।
- Jio Careers : এবার জিও কোম্পানি বাড়িতে বসেই ৩০ হাজার টাকা ইনকামের সুযোগ দিচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।
- Primary TET 2022 Question Paper PDF : পর্ষদের দেওয়া আনসার কি এর প্রশ্নপত্রটি এখান থেকে ডাউনলোড করুন ।
- Recruitment in a Government Sponsord School : সরকারি স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক ও গেট ম্যান নিয়োগ ।
2 comments
taslimanasrin761@gmail.com
Author
THANKS. STAY WITH US