
আরও এক জেলায় ১২৯ জন আশাকর্মী নিয়োগ হচ্ছে ।। যোগ্যতা মাধ্যমিক ।। এক্ষুনি আবেদন করুন
আরও এক জেলায় ১২৯ জন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল । নীচে তার সমস্থ তথ্য পেশ করা হল আপনাদের সুবিধার্থে
শূন্যপদ –
মোট ১২৯ জন তরুণীকে আশা কর্মী হিসেবে নিয়োগ করা হবে ।
যোগ্যতা –
মাধ্যমিক পাশ হতে হবে । অকৃতকার্য বিবাহিতা , বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন । উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । কিন্তু নিয়োগ হবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে । শুধুমাত্র বিবাহিত , বিবাহবিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন । কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা লিঙ্ক অয়ার্কার বা ধাইয়ের কাজে প্রশিক্ষন থাকলে অগ্রাধিকার পাবেন ।
বয়স –
বয়স হতে হবে ০১.০১.২০২০ এর হিসাবে সাধারন প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । তফসিলিদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে ।
আবেদন পদ্ধতি –
দরখাস্ত করবে সাধারন কাগজে নির্দিস্ট বয়ানে । দরখাস্তের বয়ানসহ সমস্থ তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা নীচের দেওয়া ওয়েবসাইটে ।
দরখাস্তের সঙ্গে জমা দেবেন যাবতীয় প্রমানপত্রের স্বপ্রত্যয়িত নকল । প্রার্থীর ২ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ফটো । বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল । বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহ বিচ্ছিন্না দের ডিভোর্স এর কাগজ বা বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । স্বনির্ভর দলের সদস্যপত্র বা প্রশিক্ষন প্রাপ্ত ধাইয়ের সার্টিফিকেট অথবা লিংক অয়ার্কারের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । কাস্ট বা ওবিসি সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল ।
সকল প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত হাতে হাতে জমা দেবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে আগামী ১৯ এ মার্চের মধ্যে মধ্যে ।
নীচের ওয়েবসাইটে সমস্থ তথ্য পেয়ে যাবেন – https://www.malda.nic.in
নিয়োগ স্থল –
এই নিয়োগ হবে মালদা জেলায় । নিয়োগ করবে মালদা জেলার চাঁচলের সাব ডিভিশন অফিস । মালদা জেলার নিম্নলিখিত ব্লকগুলিতে নিয়োগ হতে চলেছে –
চাঁচল ১ , চাঁচল ২ , হরিশচন্দ্রপুর ১ , হরিশচন্দ্রপুর ২ , রতুয়া ১ , এবং রতুয়া ২ । উপরের উল্লিখিত ব্লকগুলির বিভিন্ন হেলথ সাব সেন্টারে নিয়োগ হবে ।
প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
সাম্প্রতিক পোস্টসমূহ
- Indian Army Bharti : বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরির সুযোগ
- Health Job : রাজ্যে আশা কো-অর্ডিনেটর নিয়োগ
- NHPC Career : বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- Cabin Crew Interview : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিমান সেবিকা নিয়োগ
- Visva Bharati Recruitment : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতীতে কর্মী নিয়োগ
- Bank Openings : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ
- Nagar Nigam Job 2023 : পৌরসভায় সরাসরি ইন্টারভিউের মাধ্যমে কর্মী নিয়োগ
- Office Assistant Hiring : দীঘা বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ
- Librarian Hiring : লাইব্রেরি পদে জেলা অনুসারে সরাসরি আবেদনের লিংক
- Kolkata Police Constable Exam Paper 2023 PDF FILE Download : কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ২০২৩
- Data Entry Operator Vacancy : সরকারি অফিসে কর্মী নিয়োগ
- Data Manager Job : কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- Caretaker Job : সরকারি হোস্টেলে কেয়ারটেকার নিয়োগ
- ASHA Coordinrator Recruitment 2023 : রাজ্যে আশা কো-অর্ডিনেটর নিয়োগ
- HDFC Bank Career 2023 : ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে কর্মী নিয়োগ
- Clerk Job 2023 : সরকারি সংস্থায় প্রচুর ক্লার্ক , MTS নিয়োগ
- Librarian Recruitment 2023 : সরকারি গ্রন্থাগারে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ
- ASHA Karmi Job 2023 : হাজার হাজার আশাকর্মী নিয়োগের ঘোষণা মমতার
- MTS Job Vacancy : রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- RBI Careers : রিজার্ভ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ
- HPCL Recruitment 2023 : হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে কর্মী নিয়োগ
2 comments
taslimanasrin761@gmail.com
Author
THANKS. STAY WITH US