DMCA.com Protection Status

Join Whatsapp Group

আরও এক জেলায় ১২৯ জন আশাকর্মী নিয়োগ হচ্ছে ।। যোগ্যতা মাধ্যমিক ।। এক্ষুনি আবেদন করুন

Spread the love
129 asha karmi recruitment notice in maldah district
129 asha karmi recruitment notice in maldah district

আরও এক জেলায় ১২৯ জন আশাকর্মী নিয়োগ হচ্ছে ।। যোগ্যতা মাধ্যমিক ।। এক্ষুনি আবেদন করুন

আরও এক জেলায় ১২৯ জন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল । নীচে তার সমস্থ তথ্য পেশ করা হল আপনাদের সুবিধার্থে

শূন্যপদ –

মোট ১২৯ জন তরুণীকে আশা কর্মী হিসেবে নিয়োগ করা হবে ।

যোগ্যতা –

মাধ্যমিক পাশ হতে হবে ।  অকৃতকার্য বিবাহিতা , বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন । উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । কিন্তু নিয়োগ হবে  মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে । শুধুমাত্র বিবাহিত , বিবাহবিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন । কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা লিঙ্ক অয়ার্কার বা ধাইয়ের কাজে প্রশিক্ষন থাকলে অগ্রাধিকার পাবেন ।

বয়স –

বয়স হতে হবে ০১.০১.২০২০ এর হিসাবে সাধারন প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । তফসিলিদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে ।

আবেদন পদ্ধতি –

দরখাস্ত করবে সাধারন কাগজে নির্দিস্ট বয়ানে । দরখাস্তের বয়ানসহ সমস্থ তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা নীচের দেওয়া ওয়েবসাইটে ।

দরখাস্তের সঙ্গে জমা দেবেন যাবতীয় প্রমানপত্রের স্বপ্রত্যয়িত নকল । প্রার্থীর ২ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ফটো । বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল । বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহ বিচ্ছিন্না দের ডিভোর্স এর কাগজ বা বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । স্বনির্ভর দলের সদস্যপত্র বা প্রশিক্ষন প্রাপ্ত ধাইয়ের সার্টিফিকেট অথবা লিংক অয়ার্কারের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । কাস্ট বা ওবিসি সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল ।

সকল প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত হাতে হাতে জমা দেবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে আগামী ১৯ এ মার্চের মধ্যে মধ্যে ।

নীচের ওয়েবসাইটে সমস্থ তথ্য পেয়ে যাবেন – https://www.malda.nic.in

নিয়োগ স্থল –

এই নিয়োগ হবে মালদা জেলায় । নিয়োগ করবে মালদা জেলার চাঁচলের সাব ডিভিশন অফিস । মালদা জেলার নিম্নলিখিত ব্লকগুলিতে নিয়োগ হতে চলেছে –

 চাঁচল ১ , চাঁচল ২ , হরিশচন্দ্রপুর ১ , হরিশচন্দ্রপুর ২ , রতুয়া ১ , এবং রতুয়া ২ । উপরের উল্লিখিত ব্লকগুলির বিভিন্ন হেলথ সাব সেন্টারে নিয়োগ হবে ।

প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

সাম্প্রতিক পোস্টসমূহ

2 comments

    • taslimanasrin on March 5, 2020 at 3:25 pm

    taslimanasrin761@gmail.com

    1. THANKS. STAY WITH US

Comments have been disabled.