DMCA.com Protection Status

Join Whatsapp Group

PSC Clerkship Question Paper : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর !

Spread the love
PSC Clerkship Question Paper
PSC Clerkship Question Paper

PSC Clerkship Question Paper : PSC ক্লার্কশিপ প্রস্তুতি 2024 এর কথা মাথায় রেখে কর্মসাথী কোচিং সেন্টারের পক্ষ থেকে শেয়ার করা হল জেনারেল স্টাডিস থেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে । প্রত্যেকটি প্রশ্নের শেষে ব্যাখ্যা দেওয়া হয়েছে । যা আপনাদের অনেক কাজে লাগবে বলে মনে করছি ।

A) মাইশোর 

B) আইহোল 

C) হাম্পি 

D) কাঞ্চিপুরম

বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা – হরিহর ও বুক্ক রায়।

বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা  কৃষ্ণদেব রায়।

A) সরোজিনী নাইডু

B) সুচেতা কৃপালনী

C) পিঙ্গলী ভেঙ্কাইয়া 

D) সর্দার বল্লভভাই প্যাটেল 

পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশাকার ।

সরোজিনী নাইডু ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতীয় কোকিল (দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া) নামে পরিচিত। সরোজিনী নায়ডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম (ভারতীয়) মহিলা সভাপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপালও হয়েছিলেন।

সুচেতা কৃপালনী  ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনিই ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।

বল্লভভাই প্যাটেল ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা।  তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী।

A) কুরুক্ষেত্র

B) দশ রাজার

C) একশত রাজার

D) দেব- অসুর 

ঋকবেদের সপ্তম মণ্ডলে দশরাজার যুদ্ধ পুরুস্বিনী বা রাভী নদীর তীরে । দশরাজার যুদ্ধ ভরতগোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে দশটি আর্য উপজাতির রাজার জোটের ।

A) মহেঞ্জোদারো

B) হরপ্পা

C) কালিবঙ্গান

D) ধোলাভিরা

সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা ।

নৃত্যরত নটরাজ (পুরুষ) হরপ্পাতে ।

নৃত্যরত মেয়ে ব্রোঞ্জ মূর্তি মহেঞ্জোদারোতে । মহেঞ্জোদারো শব্দের অর্থ  “মৃতের স্তূপ” ।

কালিবঙ্গানে পাওয়া যায় চাষের জমি ।

ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত

A) হুমায়ুন 

B) আকবর

C) জাহাঙ্গীর

D) আওরঙ্গজেব 

হুমায়ুনের সমাধি দিল্লিতে ।

আকবরের সমাধি আগ্রার উপকণ্ঠে সিকান্দ্রায় অবস্থিত ।

জাহাঙ্গীরের সমাধিসৌধ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অবস্থিত।

ঔরঙ্গজেবের সমাধি ভারতের মহারাষ্ট্রের খুলদাবাদে অবস্থিত।

A) ঐতেরেয় ব্রাহ্মণ 

B) তৈত্তিরীয় সংহিতা 

C) শতপথ ব্রাহ্মণ

D) পরাশর সংহিতা 

১৮৫৬ আইনটি ২৬ জুলাই  বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয়েছিল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে বিধবা বিবাহ কে আইনি স্বীকৃতি দেন। লর্ড উইলিয়ম বেন্টিংয়ের দ্বারা সতীদাহ বিলুপ্ত (১৮২৯ সালের ডিসেম্বর মাসে ) করেন রামমোহন রায়ের প্রচেষ্টায় ।

A) সিমলা   

B) দার্জিলিং

C) গৌহাটি

D) লাদাখ

ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় ১০৬ টি ।  

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান – আসাম – বিরল প্রজাতির একশৃঙ্গ গণ্ডারের

সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক – কেরালা – লেজযুক্ত ম্যাকাক

গির জাতীয় উদ্যান – গুজরাট –  এশিয়াটিক সিংহ ।

গোরুমারা জাতীয় উদ্যান – পশ্চিমবঙ্গ –  বাইসন , হাতি ।          

বক্সা জাতীয় উদ্যান – পশ্চিমবঙ্গ – এখানে এশীয় হাতি, বাঘ, গউর, বুনো শুয়োর, সম্বর হরিণ ।   

জলদাপাড়া জাতীয় উদ্যান – পশ্চিমবঙ্গ – ভারতীয় একশৃঙ্গ গন্ডার ।

A) চিন 

B) মায়ানমার

C) আফগানিস্তান

D) শ্রীলঙ্কা

র‍্যাডক্লিফ লাইন – ভারত ও পাকিস্তান

তিন বিঘা করিডর – ভারত ও বাংলাদেশ

ম্যাকমোহন লাইন  – ভারত ও চীন

পক প্রণালী – ভারত ও শ্রীলঙ্কা

ডুরান্ড লাইন – পাকিস্তান ও আফগানিস্থান

A) বাংলাদেশ

B) পাকিস্তান 

C) নেপাল

D) ভুটান

ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি (4096 km) ।

A) শিবালিক 

B) সহ্যাদ্রী 

C) হিমাদ্রী 

D) হিমাচল

পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম সহ্যাদ্রি ।

A) গঙ্গা

B) যমুনা

C) ব্রহ্মপুত্র

D) জলঙ্গী

হিমালয় পর্বতের সর্ব পূর্বের শৃঙ্গ । এর কাছেই সাংপো নদী গিরিখাত সৃষ্টি করে হিমালয়কে কেটে দিহং নাম নিয়ে অরুনাচল প্রদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ বিভিন্ন নামে পরিচিত। তিব্বতে এটিকে বলা হয় সাংপো । অরুণাচল প্রদেশে একে দিহাং নামে ডাকা হয় । ভারতে এর নাম ব্রহ্মপুত্র ।

A)H এবংHe পরমাণুর রাসায়নিক বিক্রিয়া দরুন।

B)H এবংHe পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন।

C)He পরমাণুর ফিশন বিক্রিয়ার দরুন।

D)H পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন।

সূর্যে দেখা যায় নিউক্লিয়ার ফিউশন । পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয়ার ফিশন ।

  1. ব্যারোমিটার
  2. সিসমোগ্রাফ
  3. থার্মোমিটার
  4. ম্যানোমিটার

ব্যারোমিটার – বায়ুর চাপ মাপা হয়

সিসমোগ্রাফ – ভুকম্প পরিমাপ

থার্মোমিটার – তাপমাত্রা পরিমাপক যন্ত্র,

ম্যানোমিটার – গ্যাসের চাপ মাপা হয়

  1. লিনিয়র স্কেল
  2. রিখটার স্কেল
  3. ক্রেসকোগ্রাফ
  4. স্ফিগমোম্যানোমিটার,

লিনিয়র স্কেল – ভূমিরূপ ও মানচিত্রের দুরত্ব পরিমাপক 

রিখটার স্কেল – ভুমিকম্পের তীব্রতা

ক্রেসকোগ্রাফ – উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র

স্ফিগমোম্যানোমিটার, –  রক্তচাপ পরিমাপক যন্ত্র

  1. ফিলিপাইন্স
  2. রাশিয়া
  3. জাপান
  4. ভারত

জাপান হল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। জাপানের ভূখণ্ডটি প্রশান্ত মহাসাগরীয় অগ্ন্যুৎপাত বলয়ের উপর অবস্থিত। এই বলয়টিতে পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প সংঘটিত হয়।

  • Paper Plate Business Idea : বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে মোটা টাকা
    Spread the lovePaper Plate Business Idea : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Soap Making Business Plan : এই জিনিসের ব্যবসা শুরু করে মাসে হবে বাম্পার আয়!
    Spread the loveSoap Making Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • RD Scheme in Post Office : পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে ৫ বছরেই পান ৮০ হাজার টাকা রিটার্ন
    Spread the loveRD Scheme in Post Office : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Popcorn Business Plan : স্বল্প টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করুন, মাসে ইনকাম হবে ৩০ হাজার টাকা
    Spread the lovePopcorn Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • PhonePe Earning Tricks : ঘরে বসেই ফোনপে থেকে আয় করুন প্রচুর টাকা! জানুন কীভাবে?
    Spread the lovePhonePe Earning Tricks : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প ইত্যাদি আরও নানান তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য একটি ইনকাম সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের …

    Continue reading