DMCA.com Protection Status

Join Whatsapp Group

SSC Multi Tasking Staff Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারে হাজার হাজার কর্মী নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক !

Spread the love
SSC Multi Tasking Staff Recruitment 2023
SSC Multi Tasking Staff Recruitment 2023

SSC Multi Tasking Staff Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারে হাজার হাজার কর্মী নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক !

বন্ধুরা আবারো আপনাকে কর্মসাথী ডট কমের ( https://www.karmasathe.com/ ) আরও একটি চাকরির খবর সংক্রান্ত প্রতিবেদনে ( SSC Multi Tasking Staff Recruitment 2023 ) আপনাকে স্বাগত । আমরা খুঁজে খুঁজে আপনাদের জন্য সেই খবর নিয়ে আসি যা একজন সাধারন চাকরি প্রার্থী সেই কাজের জন্য আবেদন করতে সক্ষম হন । আজও তার অন্যথা হবে না । আজ যে চাকরির খবরটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেখানে একজন মাধ্যমিক পাশ ব্যাক্তিও আবেদন করতে পারবেন । তো চলুন সরাসরি জেনে জেনে নেওয়া যাক আজকের চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন টি সম্বন্ধে ।

Join Our Whatsapp Group – Click Here

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্র , বিভাগ  বা অফিসে কাজের জন্য মাল্টি টাস্কিং স্টাফ ( নন টেকনিক্যাল )পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে । চাকরি হবে জেনারে সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে । স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে এই প্রদের জন্য প্রায় ৬ হাজার শূন্য পদ রয়েছে । যদিও শূন্যপদের সঠিক সংখ্যা পরে জানানো হবে ।

Recruitment of Multi Tasking Staff 2023

বিজ্ঞপ্তি নাম্বার –

F.No.HQ-PPI03/26/2022-PP_1

পদের নাম –

মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ –

প্রচুর শূন্যপদ রয়েছে । প্রায় ১০৮৮০ টি ।

শিক্ষাগত যোগ্যতা –

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদনের যোগ্য ।

বয়স –

প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ০২/০১/১৯৯৮ থেকে ০১/০১/২০০৫ এর মধ্যে ।

আরও পড়ুনঃ মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ । যোগ্যতা গ্র্যাজুয়েট !

তবে সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি ও উপজাতিরা ৫ বছর । এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন । এছাড়াও বিধবা ও বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে ১০ বছর বয়সে ছাড় পাবেন  । অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং প্রাক্তন সমরকর্মীরাও নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন ।

বেতন –

সপ্তম পে কমিশন অনুসারে বেতন দেওয়া হবে ।

নিয়োগকারী সংস্থা ( SSC Multi Tasking Staff Recruitment 2023 ) –

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে ।

পরীক্ষার নাম –

Multi Tasking (Non Technical ) and Havaldar ( CBIC & CBN ) Examination 2023 পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে ।

পরীক্ষার সময় –

এই পরীক্ষা সারা ভারত জুড়ে অনলাইনে নেওয়া হবে । আগামী এপ্রিল মাস নাগাদ এই পরীক্ষা হবে ।

Join Our Whatsapp Group – Click Here

পরীক্ষা কেন্দ্র –

পশ্চিমবঙ্গ আসাম তথা পুরবভারতের প্রার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত কেন্দ্রে  পরীক্ষা হবে । যথা –

১. কলকাতা ( সেন্টার নাম্বার – ৪৪১০ )

২. শিলিগুড়ি ( সেন্টার নাম্বার – ৪৪১৫ )

৩. কল্যাণী ( সেন্টার নাম্বার – ৪৪১৯ )

৪. দুর্গাপূর ( সেন্টার নাম্বার – ৪৪২৬ )

৫. বর্ধমান ( সেন্টার নাম্বার – ৪৪০৪ )

৬. আসানসোল ( সেন্টার নাম্বার – ৪৪১৭ )

৭. গ্যাংটক ( সেন্টার নাম্বার – ৪০০১ )

৮. বোকারো ( সেন্টার নাম্বার – ৪২০১ )

৯. হাজারিবাগ ( সেন্টার নাম্বার – ৪২০৪ )

১০. জামশেদপূর ( সেন্টার নাম্বার – ৪৪০৭ )

১১. বেরহামপূর ( সেন্টার নাম্বার – ৪৬০২ )

১২. রাঁচি ( সেন্টার নাম্বার – ৪২০৫ )

১৩. ভুবনেশ্বর ( সেন্টার নাম্বার – ৪৬০৪ )

আরও পড়ুনঃ LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ , বেতন প্রতিমাসে ৯২৮৭০ টাকা ।

১৪. কটক ( সেন্টার নাম্বার – ৪৬০৫ )

১৫. সম্বলপূর ( সেন্টার নাম্বার – ৪৬০৯ )

১৬. পোর্ট ব্লেয়ার ( সেন্টার নাম্বার – ৪৮০২ )

১৭. ইটানগর ( সেন্টার নাম্বার – ৫০০১ )

১৮. ডিব্রুগড় ( সেন্টার নাম্বার – ৫১০২ )

১৯. গুয়াহাটি ( সেন্টার নাম্বার – ৫১০৫ )

২০. দিসপূর ( সেন্টার নাম্বার – ৫১০৫ )

২১. জোড়হাট ( সেন্টার নাম্বার – ৫১০৭ )

২২. সিলচর ( সেন্টার নাম্বার – ৫১১১ )

২২. কোহিমা ( সেন্টার নাম্বার – ৫৩০২ )

২৩. শিলং ( সেন্টার নাম্বার – ৫৪০১ )

Join Our Whatsapp Group – Click Here

২৪. ইম্ফল ( সেন্টার নাম্বার – ৫৫০১ )

২৫. আগরতলা ( সেন্টার নাম্বার –  ৫৬০১ )

২৬. আইজল ( সেন্টার নাম্বার – ৫৭০১ )

পরীক্ষার ধরন –

এই নিয়োগ দুই ধাপে সম্পন্ন হবে প্রাথমিক ভাবে অবজেক্টিভ টাইপের পরীক্ষা । যার চারটি পার্টে নেওয়া হবে । এই পরীক্ষায় সফল হল ডেস্ক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে । লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে । এই নিয়োগে কোনও ইন্টারভিউঁ নেই । সেক্ষেত্রে দুজনের নাম্বার একই হলে বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন । এবিষয়ে বিস্তারিত অফিসিয়াল নতিফিকেশনে পেয়ে যাবেন ।

প্রথম পেপার : অবজেক্টিভ টাইপের পরীক্ষার ধরণ –

এই পরীক্ষায় চারটি পার্ট থাকবে । নিচে ছকের সাহায্যে দেখানো হল –

প্রথম পার্টজেনারেল ইংলিশ২৫ টি প্রশ্ন২৫ নম্বর
দ্বিতীয় পার্টজেনারেল ইন্টালিজেন্স এবং রিজনিং২৫ টি প্রশ্ন২৫ নম্বর
তৃতীয় পার্টনিউম্যারিক্যাল আপ্টিটিউট২৫ টি প্রশ্ন২৫ নম্বর
চতুর্থ পার্টজেনারেল আওয়ারনেস২৫ টি প্রশ্ন২৫ নম্বর

প্রথম পেপারের পরীক্ষা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

১. মোট ১০০ নম্ব্ররের পরীক্ষায় সময় থাকবে ৯০ মিনিট ।

২. নেগেটিভ মার্কিং আছে । একটি প্রশ্ন ভুল উত্তর পিছু ০.২৫ নম্বর কাটা যাবে । সেই হিসেবে চারটি ভুল উত্তর দিলে এক নম্বর কাটা যাবে ।

৩. প্রথম পেপারের পরীক্ষায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ৩০ শতাংশ , অবিসি প্রার্থীদের ক্ষেত্রে ২৫ শতাংশ এবং অন্যন্যা ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ২০ শতাংশ নাম্বার পেলে পাশ বলে বিবেচিত হবে ।

দ্বিতীয় পেপার : ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা –

অবজেক্টিভ টাইপের পরীক্ষায় সফল হলে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা নেওয়া হবে ।  দ্বিতীয় পেপারের পরীক্ষা সংক্রান্ত তথ্য ছকের সাহায্যে দেখানো হল –

বিষয়নম্বরসময়সিলেবাস
বাংলা২৫ নম্বর৪৫ মিনিটসংক্ষিপ্ত প্রবন্ধ লেখা এবং চিঠি লেখা
ইংরাজি২৫ নম্বর

দ্বিতীয় পেপারের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য –

১. পেন ও পেপারের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে।

২. দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবেন ।

৩. এই পেপারে প্রাপ্ত নম্বর মেধা তালিকার সময় ধরা হবে না ।

এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে ।

আবেদন পদ্ধতি –

আবেদন করতে হবে অনলাইনে । নিচে আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য তূলে ধরা হল । যথা –

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে । অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক নিচে দেওয়া হল ।

২. নাম রেজিস্ট্রেশন করার পর আপনাকে মুল দরখাস্ত পূরণ করতে হবে ।সেখানে সেখানে সমস্ত তথ্য তথা সেন্টার কোড , বয়স  , ক্যাটাগরি প্রভৃতি সঠিকভাবে উল্লেখ করবেন ।

আরও পড়ুনঃ সামান্য বিনিয়োগে এই ব্যবসা শুরু করে তিনগুণ লাভ করুন । রাতারাতি পাল্টে ফেলুন জীবন !

৩. এরপর সেখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে । তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে ।  

৪. এবার আপনাকে নিজের পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে ।

৫. এরপর অনলাইনে পরীক্ষা ফি জমা করার পর সাবমিট করলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে ।

৬. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর তার প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন ।

৭. একজন প্রার্থী একটি মাত্র দরখাস্ত করতে পারবেন ।

আবেদন ফি –

আবেদন ফি দিতে হবে অনলাইনে । ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড , নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে । আবেদন ফি হিসেবে পেমেন্ট করতে হবে ১০০ টাকা ।

তপশিলি , প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের কোন ফি লাগবে না ।

আবেদনের সময়সীমা –

১৮ জানুয়ারি ২০২৩  থেকে ১৭ ই ফেব্রুয়ারি মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে ।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ –

আবেদনের সময়সীমা১৮/০১/২০২৩ থেকে ১৭/০২/২০২৩
অনলাইন আবেদনের শেষ তারিখ১৭/০২/২০২৩
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ১৯/০২/২০২৩
আবেদন পত্র সংশোধনের সময়সীমা২৩/০২/২০২৩ থেকে ২৪/০২/২০২৩
অনলাইন পরীক্ষাএপ্রিল ২০২৩

আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন । অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হল ।

অফিসিয়াল ওয়েবসাইট – Apply Now

অফিসিয়াল নোটিফিকেশন – CLICK TO DOWNLOAD

শিক্ষা , চাকরি , ব্যবসা , প্রকল্প , ব্যাঙ্ক , রেল তথা রাজ্য এবং দেশের TRENDING খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । জয়েন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

Join Our Whatsapp Group – Click Here

  • AC Bed Sheet For Summer : তীব্র গরম থেকে মুক্তি, বিছানা হবে বরফের মত ঠান্ডা! জানুন কীভাবে?
    Spread the loveAC Bed Sheet For Summer : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • CGCRI Recruitment 2024 : কেন্দ্রীয় কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ
    Spread the loveCGCRI Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Banana Powder making Business : মাত্র 10 হাজারে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় প্রায় লাখ টাকা!
    Spread the loveBanana Powder making Business : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IPPB Job Vacancy 2024 : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে প্রচুর শুন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveIPPB Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Ward Boy Recruitment 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগ
    Spread the loveWard Boy Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading