
SSC Multi Tasking Staff Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারে হাজার হাজার কর্মী নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক !
বন্ধুরা আবারো আপনাকে কর্মসাথী ডট কমের ( https://www.karmasathe.com/ ) আরও একটি চাকরির খবর সংক্রান্ত প্রতিবেদনে ( SSC Multi Tasking Staff Recruitment 2023 ) আপনাকে স্বাগত । আমরা খুঁজে খুঁজে আপনাদের জন্য সেই খবর নিয়ে আসি যা একজন সাধারন চাকরি প্রার্থী সেই কাজের জন্য আবেদন করতে সক্ষম হন । আজও তার অন্যথা হবে না । আজ যে চাকরির খবরটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেখানে একজন মাধ্যমিক পাশ ব্যাক্তিও আবেদন করতে পারবেন । তো চলুন সরাসরি জেনে জেনে নেওয়া যাক আজকের চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন টি সম্বন্ধে ।
Join Our Whatsapp Group – Click Here
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্র , বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টি টাস্কিং স্টাফ ( নন টেকনিক্যাল )পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে । চাকরি হবে জেনারে সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে । স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে এই প্রদের জন্য প্রায় ৬ হাজার শূন্য পদ রয়েছে । যদিও শূন্যপদের সঠিক সংখ্যা পরে জানানো হবে ।
Recruitment of Multi Tasking Staff 2023
বিজ্ঞপ্তি নাম্বার –
F.No.HQ-PPI03/26/2022-PP_1
পদের নাম –
মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ –
প্রচুর শূন্যপদ রয়েছে । প্রায় ১০৮৮০ টি ।
শিক্ষাগত যোগ্যতা –
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদনের যোগ্য ।
বয়স –
প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ০২/০১/১৯৯৮ থেকে ০১/০১/২০০৫ এর মধ্যে ।
আরও পড়ুনঃ মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ । যোগ্যতা গ্র্যাজুয়েট !
তবে সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি ও উপজাতিরা ৫ বছর । এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন । এছাড়াও বিধবা ও বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে ১০ বছর বয়সে ছাড় পাবেন । অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং প্রাক্তন সমরকর্মীরাও নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন ।
বেতন –
সপ্তম পে কমিশন অনুসারে বেতন দেওয়া হবে ।
নিয়োগকারী সংস্থা ( SSC Multi Tasking Staff Recruitment 2023 ) –
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে ।
পরীক্ষার নাম –
Multi Tasking (Non Technical ) and Havaldar ( CBIC & CBN ) Examination 2023 পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে ।
পরীক্ষার সময় –
এই পরীক্ষা সারা ভারত জুড়ে অনলাইনে নেওয়া হবে । আগামী এপ্রিল মাস নাগাদ এই পরীক্ষা হবে ।
Join Our Whatsapp Group – Click Here
পরীক্ষা কেন্দ্র –
পশ্চিমবঙ্গ আসাম তথা পুরবভারতের প্রার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত কেন্দ্রে পরীক্ষা হবে । যথা –
১. কলকাতা ( সেন্টার নাম্বার – ৪৪১০ )
২. শিলিগুড়ি ( সেন্টার নাম্বার – ৪৪১৫ )
৩. কল্যাণী ( সেন্টার নাম্বার – ৪৪১৯ )
৪. দুর্গাপূর ( সেন্টার নাম্বার – ৪৪২৬ )
৫. বর্ধমান ( সেন্টার নাম্বার – ৪৪০৪ )
৬. আসানসোল ( সেন্টার নাম্বার – ৪৪১৭ )
৭. গ্যাংটক ( সেন্টার নাম্বার – ৪০০১ )
৮. বোকারো ( সেন্টার নাম্বার – ৪২০১ )
৯. হাজারিবাগ ( সেন্টার নাম্বার – ৪২০৪ )
১০. জামশেদপূর ( সেন্টার নাম্বার – ৪৪০৭ )
১১. বেরহামপূর ( সেন্টার নাম্বার – ৪৬০২ )
১২. রাঁচি ( সেন্টার নাম্বার – ৪২০৫ )
১৩. ভুবনেশ্বর ( সেন্টার নাম্বার – ৪৬০৪ )
আরও পড়ুনঃ LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ , বেতন প্রতিমাসে ৯২৮৭০ টাকা ।
১৪. কটক ( সেন্টার নাম্বার – ৪৬০৫ )
১৫. সম্বলপূর ( সেন্টার নাম্বার – ৪৬০৯ )
১৬. পোর্ট ব্লেয়ার ( সেন্টার নাম্বার – ৪৮০২ )
১৭. ইটানগর ( সেন্টার নাম্বার – ৫০০১ )
১৮. ডিব্রুগড় ( সেন্টার নাম্বার – ৫১০২ )
১৯. গুয়াহাটি ( সেন্টার নাম্বার – ৫১০৫ )
২০. দিসপূর ( সেন্টার নাম্বার – ৫১০৫ )
২১. জোড়হাট ( সেন্টার নাম্বার – ৫১০৭ )
২২. সিলচর ( সেন্টার নাম্বার – ৫১১১ )
২২. কোহিমা ( সেন্টার নাম্বার – ৫৩০২ )
২৩. শিলং ( সেন্টার নাম্বার – ৫৪০১ )
Join Our Whatsapp Group – Click Here
২৪. ইম্ফল ( সেন্টার নাম্বার – ৫৫০১ )
২৫. আগরতলা ( সেন্টার নাম্বার – ৫৬০১ )
২৬. আইজল ( সেন্টার নাম্বার – ৫৭০১ )
পরীক্ষার ধরন –
এই নিয়োগ দুই ধাপে সম্পন্ন হবে প্রাথমিক ভাবে অবজেক্টিভ টাইপের পরীক্ষা । যার চারটি পার্টে নেওয়া হবে । এই পরীক্ষায় সফল হল ডেস্ক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে । লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে । এই নিয়োগে কোনও ইন্টারভিউঁ নেই । সেক্ষেত্রে দুজনের নাম্বার একই হলে বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন । এবিষয়ে বিস্তারিত অফিসিয়াল নতিফিকেশনে পেয়ে যাবেন ।
প্রথম পেপার : অবজেক্টিভ টাইপের পরীক্ষার ধরণ –
এই পরীক্ষায় চারটি পার্ট থাকবে । নিচে ছকের সাহায্যে দেখানো হল –
প্রথম পার্ট | জেনারেল ইংলিশ | ২৫ টি প্রশ্ন | ২৫ নম্বর |
দ্বিতীয় পার্ট | জেনারেল ইন্টালিজেন্স এবং রিজনিং | ২৫ টি প্রশ্ন | ২৫ নম্বর |
তৃতীয় পার্ট | নিউম্যারিক্যাল আপ্টিটিউট | ২৫ টি প্রশ্ন | ২৫ নম্বর |
চতুর্থ পার্ট | জেনারেল আওয়ারনেস | ২৫ টি প্রশ্ন | ২৫ নম্বর |
প্রথম পেপারের পরীক্ষা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য –
১. মোট ১০০ নম্ব্ররের পরীক্ষায় সময় থাকবে ৯০ মিনিট ।
২. নেগেটিভ মার্কিং আছে । একটি প্রশ্ন ভুল উত্তর পিছু ০.২৫ নম্বর কাটা যাবে । সেই হিসেবে চারটি ভুল উত্তর দিলে এক নম্বর কাটা যাবে ।
৩. প্রথম পেপারের পরীক্ষায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ৩০ শতাংশ , অবিসি প্রার্থীদের ক্ষেত্রে ২৫ শতাংশ এবং অন্যন্যা ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ২০ শতাংশ নাম্বার পেলে পাশ বলে বিবেচিত হবে ।
দ্বিতীয় পেপার : ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা –
অবজেক্টিভ টাইপের পরীক্ষায় সফল হলে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা নেওয়া হবে । দ্বিতীয় পেপারের পরীক্ষা সংক্রান্ত তথ্য ছকের সাহায্যে দেখানো হল –
বিষয় | নম্বর | সময় | সিলেবাস |
বাংলা | ২৫ নম্বর | ৪৫ মিনিট | সংক্ষিপ্ত প্রবন্ধ লেখা এবং চিঠি লেখা |
ইংরাজি | ২৫ নম্বর |
দ্বিতীয় পেপারের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য –
১. পেন ও পেপারের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে।
২. দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবেন ।
৩. এই পেপারে প্রাপ্ত নম্বর মেধা তালিকার সময় ধরা হবে না ।
এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অনলাইনে । নিচে আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য তূলে ধরা হল । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে । অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক নিচে দেওয়া হল ।
২. নাম রেজিস্ট্রেশন করার পর আপনাকে মুল দরখাস্ত পূরণ করতে হবে ।সেখানে সেখানে সমস্ত তথ্য তথা সেন্টার কোড , বয়স , ক্যাটাগরি প্রভৃতি সঠিকভাবে উল্লেখ করবেন ।
আরও পড়ুনঃ সামান্য বিনিয়োগে এই ব্যবসা শুরু করে তিনগুণ লাভ করুন । রাতারাতি পাল্টে ফেলুন জীবন !
৩. এরপর সেখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে । তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে ।
৪. এবার আপনাকে নিজের পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে ।
৫. এরপর অনলাইনে পরীক্ষা ফি জমা করার পর সাবমিট করলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে ।
৬. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর তার প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন ।
৭. একজন প্রার্থী একটি মাত্র দরখাস্ত করতে পারবেন ।
আবেদন ফি –
আবেদন ফি দিতে হবে অনলাইনে । ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড , নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে । আবেদন ফি হিসেবে পেমেন্ট করতে হবে ১০০ টাকা ।
তপশিলি , প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের কোন ফি লাগবে না ।
আবেদনের সময়সীমা –
১৮ জানুয়ারি ২০২৩ থেকে ১৭ ই ফেব্রুয়ারি মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে ।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ –
আবেদনের সময়সীমা | ১৮/০১/২০২৩ থেকে ১৭/০২/২০২৩ |
অনলাইন আবেদনের শেষ তারিখ | ১৭/০২/২০২৩ |
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১৯/০২/২০২৩ |
আবেদন পত্র সংশোধনের সময়সীমা | ২৩/০২/২০২৩ থেকে ২৪/০২/২০২৩ |
অনলাইন পরীক্ষা | এপ্রিল ২০২৩ |
আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন । অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হল ।
অফিসিয়াল ওয়েবসাইট – Apply Now
অফিসিয়াল নোটিফিকেশন – CLICK TO DOWNLOAD
শিক্ষা , চাকরি , ব্যবসা , প্রকল্প , ব্যাঙ্ক , রেল তথা রাজ্য এবং দেশের TRENDING খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । জয়েন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
Join Our Whatsapp Group – Click Here
- Multi Tasking Staff Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ ।Spread the loveMulti Tasking Staff Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Multi Tasking Staff Job 2023 )। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে …
- Asha Karmi Recruitment Notice 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ ।Spread the loveAsha Karmi Recruitment Notice 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Asha Karmi Recruitment Notice 2023 ) । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । …
- Data Entry Operator Vacancy 2023 : সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । বেতন ১১০০০ টাকা ।Spread the loveData Entry Operator Vacancy 2023 : সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । বেতন ১১০০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Data Entry Operator Vacancy 2023 )। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য …
- Asha Karmi Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে আশা কর্মী নিয়োগSpread the loveAsha Karmi Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে আশা কর্মী নিয়োগ বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Asha Karmi Vacancy 2023 ) । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ রাজ্যের …
- Visva Bharati University Recruitment 2023 : বিশ্বভারতীতে ফটো অফিসার নিয়োগ । বেতন ৪০ হাজার টাকা ।Spread the loveVisva Bharati University Recruitment 2023 : বিশ্বভারতীতে ফটো অফিসার নিয়োগ । বেতন ৪০ হাজার টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Visva Bharati University Recruitment 2023 ) । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য …