DMCA.com Protection Status

Join Whatsapp Group

ASHA Karmi Interview Question : আশা কর্মী ইন্টারভিউ প্রশ্ন উত্তর

Spread the love
ASHA Karmi Interview Question
ASHA Karmi Interview Question

ASHA Karmi Interview Question : রাজ্যের বিভিন্ন জেলায় প্রায়শই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় । মাধ্যমিক পাশ অথবা ফেল যেকোনো মহিলা প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন । তাই আপনাদের সুবিধার জন্য আশা কর্মী ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর নিয়ে এই আর্টিকেলটি তৈরি করা হল ।  

আশা কর্মী ইন্টারভিউতে যেসকল প্রশ্নগুলি খুব বেশি করা হয় সেই সকল প্রশ্নউত্তর নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে ।এইসকল প্রশ্নগুলি মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে গ্রহণ করা হয়েছে ।

১. আপনার নাম কি ?

উঃ – আপনার নাম বলতে হবে ।

২. আপনার পরিচয় দিন ।

উঃ – আমি _____ । আমার স্বামী /বাবার নাম ____ । আমি ____ জেলার অন্তর্গত ____ ব্লকের ___ গ্রামের বাসিন্দা ।

৩. আপনার শিক্ষাগত যোগ্যতা কি ?

উঃ – আমি ___ সালে মাধ্যমিক পাশ করেছি । আমার মাধ্যমিকে নাম্বার ছিল ___ % ।  এরপর আর পারিবারিক কারনে উচ্চশিক্ষা নিতে পারিনি ।

অথবা –

আমি ___ সালে উচ্চমাধ্যমিক পাশ করেছি । আমা উচ্চমাধ্যমিকে নাম্বার ছিল ___ % ।  এরপর আর পারিবারিক কারনে উচ্চশিক্ষা নিতে পারিনি ।

অথবা –

আমি ___ সালে স্নাতক পাশ করেছি । আমা স্নাতকে নাম্বার ছিল ___ % ।

৪. আপনি কী করতে ভালবাসেন ?

উঃ – আমি গল্পের বই পড়তে । বেড়াতে যেতে । গান শুনতে । অথবা আপনি যেটি অবসর সময়ে করেন সেটি বলতে হবে ।

৫. বর্তমানে আপনার বাড়িতে কে কে আছেন ?

উঃ – আপনার বাড়িতে কে কে আছেন গুছিয়ে বলবেন ।

৬. আপনার বাড়ির নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র কোথায় আছে ।

উঃ – খুব সংক্ষেপে আপনার উত্তরটি দেবেন । এইসম্বন্ধে সঠিক তথ্য জেনে রাখবেন ।

JOIN OUR WHATSAPP GROUP – CLICK HERE

৭. পোলিও টিকা কেন দেওয়া হয় ?

উঃ – পোলিওমাইলাইটিস (পোলিও) রোগ প্রতিরোধ করার জন্য পোলিও ভ্যাকসিন দেওয়া হয় ।

৮. পোলিও কি ?

উঃ – পোলিও একটি ভাইরাল রোগ । যা মেরুদণ্ডকে প্রভাবিত করে বিকলাঙ্গ করে দিতে পারে । অর্থাৎ পেশি দুর্বল করে পক্ষাঘাত হতে পারে ।

৯. পোলিও টীকা কে আবিষ্কার করেন ?

উঃ- জোনাস এডওয়ার্ড সল্ক

১০. টিকা বা প্রতিষেধক বা ভ্যাকসিন কি কাজে লাগে ?

উঃ- টিকা বা প্রতিষেধক ভ্যাকসিন যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরী হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোন একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বলে।ভ্যাকসিন আমাদের অনেক মারাত্বক রোগ থেকে রক্ষা করে । এটি একটি ব্যাক্তি থেকে অন্য ব্যাক্তিতে সঙ্ক্রমনের ঝুঁকি কমায় ।

১১. নবজাতক শিশুর আদর্শ খাদ্য কি ?

উঃ- মাতৃদুগ্ধ

১২. দ্বিতীয় গর্ভধারণের আদর্শ ব্যবধান কত ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে প্রথম ও দ্বিতীয় সন্তানের মধ্যে ব্যবধান কমপক্ষে ২৪ মাসের ব্যবধান থাকা উচিৎ ।

১৩. HIV কী ?

উঃ- হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস (HIV)হল যা এইডস রোগ ছড়ায় ।

১৪. প্রাথমিক চিকিৎসা কী ?

উঃ – প্রাথমিক চিকিৎসা হল অসুস্থ বা আহত রোগীকে দেওয়া তাৎক্ষণিক চিকিৎসা। বিরল ক্ষেত্রে, রোগী শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা পেয়ে জীবন-হুমকির ঘটনা থেকে মুক্তি পেতে পারে। সাধারণত প্রাথমিক চিকিৎসার লক্ষ্য থাকে রোগীকে জীবিত রাখা যতক্ষণ না নির্ধারিত চিকিৎসা সুবিধা পাওয়া যায়।

১৫. ভিটামিন কি ?

উঃ- ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়।

উদাহরন – ভিটামিন – এ , ভিটামিন – ডি , ভিটামিন – ই , ভিটামিন – কে ।

১৬. আপনার জেলায় কয়টি ব্লক আছে ?

উঃ – এটি আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে ।

১৭. বাচ্চার জন্মের পর কোন কোন ভ্যাকসিনগুলো দেওয়া হয় ?

উঃ –  ১. ওরাল পোলিও ভ্যাকসিন

2. হেপাটাইটিস বি ভ্যাকসিন

৩..বিসিজি ভ্যাকসিন

১৮. বিসিজি ভ্যাকসিন  কি জন্য দেওয়া হয় ?

উঃ-  যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্য দেওয়া হয়  ।

১৯.  পিসিভি ভ্যাকসিন কি জন্য দেওয়া হয় ?

উঃ- নিউমোনিয়া রোগ প্রতিরোধ করার জন্য  দেওয়া হয় ।

JOIN OUR WHATSAPP GROUP – CLICK HERE

২০. রোটা ভ্যাকসিন কি জন্য দেওয়া হয় ?

উঃ- ডায়রিয়া প্রতিরোধ করতে রোটা ভ্যাকসিন দেওয়া হয় ।

২১. আয়রন বড়ি কেন খাওয়া হয় ?

উঃ – রোগীর রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তারের পরামর্শে আয়রন বড়ি বা ট্যাবলেট দেওয়া হয় ।আয়রন বড়ি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে । গর্ভবতী মা ও শিশুর জন্য আয়রন সমৃদ্ধ খাবার খুবই প্রয়োজনীয় ।

২২. আয়রনের উৎস কি কি ?

উঃ- আয়রনের উৎস হল মাছ , মাংস , ডিম , মুসুর ডাল , সয়াবিন , সামুদ্রিক মাছ , টমেটো , পালং শাক ইত্যাদি ।

ASHA: Accredited Social Health Activist

ICDS: Integrated Child Development Services

WHO: World Health Organization

UNICEF: United Nations Children’s Fund

AIDS: Acquired Immune Deficiency Syndrome

HIV: Human Immunodeficiency Virus

IPV: Inactivated Poliovirus Vaccine

OPV: Oral Polio Vaccine

IVF: In Vitro Fertilization

BMR: Basal Metabolic Rate

DNA: Deoxyribonucleic Acid

RNA: Ribonucleic Acid

STD: Sexually Transmitted Diseases

BCG: Bacillus Calmette-Guerin

  • IARI Job Vacancy : ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ
    Spread the loveIARI Job Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • GIRHFWT Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের জনপ্রিয় ট্রাস্টে কর্মী নিয়োগ
    Spread the loveGIRHFWT Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • NVS Vacancy 2024 : নবোদয় বিদ্যালয় সমিতিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveNVS Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Driver Job vacancy 2024 : সৈনিক স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
    Spread the loveDriver Job vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Cold Drink Business Plan : স্বল্প পুঁজিতে শুরু করুন, রমরমিয়ে চলবে ব্যবসা
    Spread the loveCold Drink Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading