DMCA.com Protection Status

Join Whatsapp Group

ASHA Worker Job : ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন জেলায় আশা কর্মী নিয়োগ

Spread the love
ASHA Worker Job
ASHA Worker Job

ASHA Worker Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
West Bengal Police Apply

ASHA Worker Job

আমাদের তরফে যখনই কোন জেলায় আশা কর্মী নিয়োগ হয়েছে তার তথ্য আপনাদের সামনে তূলে ধরা হয়েছে ।আজ আরও একটি নতুন জেলার  আশা কর্মী নিয়োগের খবর নিয়ে হাজির হলাম । তো চলুন এবার দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার –

২৩৬৫/বি ডি বি 

পদের নাম-

আশা কর্মী (Accredited Social Health Activist)

বয়সসীমা –

আশা কর্মী পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । সমস্ত  প্রার্থীর বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২২ তারিখ অনুসারে । এছাড়া তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে । তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে ।   

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –

আশা কর্মী পদে প্রার্থী বাছাই করা হবে । নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –

১. এই পদে আবেদন  করতে পারবে শুধুমাত্র  বিবাহিতা , বিধবা , বিবাহ বিচ্ছিনা মহিলারা । অন্য কোন মহিলা এই পদের জন্য আবেদন করতে পারবে না ।

 ২. এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।

৩. আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে । স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমান পত্র দেখাতে হবে ।  

৪. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । যদি কোন প্রার্থী মাধ্যমিকে ফেল করে থাকে তাহলেও এই পদের জন্য সেই প্রার্থী আবেদন করতে পারবে ।

আরও পড়ুন –  রাজ্য পুলিশে মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে নিয়োগ

৫. যদি কোন প্রার্থী মাধ্যমিক বা সমতুল্য বা কোন উচ্চ পরীক্ষায় পাশ করে থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য  পরীক্ষার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে । এক্ষেত্রে উচ্চ পরীক্ষার প্রাপ্ত নাম্বার ধরা হবে না । এর জন্য প্রার্থীরা আলাদা কোন সুবিধা পাবে না ।  

৬. যে এলাকায় তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।

৭. প্রার্থীরা যদি গ্রেড I গ্রেড II উর্ত্তীণ স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত রাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে অগ্রাধিকার দেওয়া হবে ।   আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।

মাসিক বেতন –

বিজ্ঞপ্তিতে মাসিক বেতনের উল্লেখ করা নেই । সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে ।  

আশাকর্মী নিয়োগ পদ্ধতি –

এই পদে নিয়োগের ক্ষেত্রে সাঘারন ভাবে কোন লিখিত পরীক্ষা হয় না ।আশা কর্মী পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে ।  সেক্ষেত্রে নিচের ছক অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হবে । যথা –

বিষয়নম্বর ( শতাংশের হিসেবে)
মাধ্যমিকে পাপ্ত নম্বর৯০ % ওয়েটেজ
ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর১০% ওয়েটেজ
মোট১০০%

ইন্টারভিউয়ের তথ্য –

প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ , সময়  ও স্থান     উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে ।

আবেদন পদ্ধতি –

এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে । অনলাইনে কোন ভাবেই আবেদন করা সম্ভব নয় । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –

১. সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে প্রিন্টআউট বের করে নিন । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।  

২. এরপর আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করে সঠিক স্থানে নিজের নাম , ঠিকানা সহ অন্যান্য সকল তথ্য প্রদান করতে হবে ।  

আরও পড়ুন – লাইব্রেরিয়ান পদের নিয়োগ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য

৩. আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করতে হবে এবং ছবি সাটিয়ে দিতে হবে ।

৪. আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত  ডকুমেন্ট গুলি যুক্ত জরতে হবে । কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে তার তথ্য নীচে দেওয়া হল । স্ব প্রত্যয়িত ডকুমেন্ট গুলি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এবং সমস্ত ওরিজিনাল ডকুমেন্ট ইন্টারভিউয়ের সময় নিজের সাথে করে নিয়ে যেতে হবে ।

৫. আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সহ একটি খাম সংযুক্ত করতে হবে ।

৬. তারপর আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি মুখবন্ধ খামে ভরে দিন । খামের উপর নিম্নলিখিত তথ্যাবলী অবশ্যই লিখতে হবে ।

৭. আবেদনপত্রটি খামে ভরে সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসের ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে হাতে হাতে ও ডাক যোগে (স্পিড পোস্ট / রেজিস্টার পোস্ট ) প্রেরণ করা যাবে । আবেদনপত্র জমা করার তারিখ, সময় নিচে দেওয়া হল ।

আবেদনপত্রের সাথে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে ?  

নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করতে হবে ।  যথা –

১) মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড / জন্ম শংসাপত্র (বয়সের প্রমাণপত্র হিসাবে) ।

আরও পড়ুন – ইন্টারভিউয়ের মাধ্যমে ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ

২) প্রার্থীর ভোটার কার্ড / রেশন কার্ড (স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে) ।

৩) তপশিলি জাতি /উপজাতি প্রমানপত্র (যদি থাকে)  ।  

৪) মাধ্যমিকের মার্কশিট । মাধ্যমিকে ফেল করলেও তার মার্কশিট ।

৫. বিবাহ /বিধবা /বিবাহ বিচ্ছিন্না সম্পর্কিত উপযুক্ত প্রমান পত্র ।

৬. প্রার্থীর পাসপোর্ট সাইজ ২ কপি ছবি  । এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে (ছবিটির উপর কোনাকুনি সই করবেন  ) । এবং  অন্য কপিটি দরখাস্তের সঙ্গে যুক্ত করবেন (ছবিটির পেছন দিকে কোনাকুনিভাবে সই করবেন )।   

৭. প্রার্থীর নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সহ একটি খাম । 

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আবেদনের সময়সীমা –  

আবেদন জমা করতে হবে ০১/০৮/২০২৩ থেকে ৩১/০৮/২০২৩ তারিখের মধ্যে । আবেদনপত্র জমা করার সময় সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত । শনিবার , রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যাতীত আবেদন পত্র জমা নেওয়া হবে ।

আবেদনপত্র জমা করার ঠিকানা –

সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (BDO) অফিসে আবেদনপত্র জমা করা যাবে ।  

আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ

এই নিয়োগ সংক্রান্ত যেকোনো সাহায্যের জন্য সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসে যোগাযোগ করুন ।   

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।

আবেদনের শেষ তারিখ৩১/০৮/২০২৩ বিকেল ৪ টা
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদনের পত্রের নমুনাDownload Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • IISER Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে কর্মী নিয়োগ
    Spread the loveIISER Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now IISER Recruitment 2023 সমস্ত … Read more
  • Facebook News update : ফেসবুক আর ফ্রি নয়! এবার গুনতে হবে গ্যাঁটের টাকা!
    Spread the loveFacebook News update : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ফেসবুক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Facebook News … Read more
  • Model School Vacancy : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি মডেল স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveModel School Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Model School Vacancy এই … Read more
  • Executive Trainee : দামোদর ভ্যালি কর্পোরেশনে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ
    Spread the loveExecutive Trainee : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Executive Trainee সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
  • Community Resource Person Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগ
    Spread the loveCommunity Resource Person Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Community Resource Person … Read more