DMCA.com Protection Status

Join Whatsapp Group

Automatic Batasa Making Machine : বেকার বসে না থেকে এই ব্যবসাটি শুরু করুন । অচিরেই হবেন মালামাল !

Spread the love
Automatic Batasa Making Machine
Automatic Batasa Making Machine

Automatic Batasa Making Machine : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । ভারত এবং বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ পাঠক রয়েছেন । সেই সকলের উদ্দ্যেশ্যে আমরা প্রতিনিয়ত চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সন্ধান দিয়ে থাকি । আজকেও ভারত এবং বাংলাদেশের পাঠকদের জন্য নিয়ে এলাম এমনই একটি ব্যবসার সন্ধান । আপনি যদি বাংলাদেশে বাস করেন তবুও খুব সহজেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

ব্যবসা শুরু করার আগে সব থেকে প্রথমে দেখতে হয় তাঁর চাহিদা রয়েছে কিনা । আজ যে ব্যবসাটির কথা বলবো সেটি বহু পুরাতন ব্যবসা । হিন্দু ধর্মের প্রত্যেকটি পূজায় এবং মুসলিমদের মাজারে একটি অন্যতম উপকরণ হল এটি । এর চাহিদা কোনদিনই কমার নয় । তাঁর জন্য আপনাকে পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে ।

Automatic Batasa Making Machine

তো চলুন আর ভনিতা না করে কথা বলা যাক আজকের ব্যবসাটি নিয়ে ।আজকে আমরা যে ব্যবসার কথা বলবো সেটি হল বাতাসা তৈরির ব্যবসা । দাঁড়ান দাঁড়ান আপনি হয়তো ভাবছেন এ আর নতুন কি ? আমি আগেই বলেছি আপনাদের জন্য বেশ কিছু চমক রয়েছে । এই প্রতিবেদনটি পড়ুন যারা নতুন তারা পেপার প্লেট তৈরির ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি জেনে যাবেন । অন্যদিকে যারা আগেই এই ব্যবসাটির কথা জানেন তারাও নতুন বিষয় জানতে পারবেন ।

বাতাসা তৈরির ব্যবসা কিভাবে শুরু করবো –

প্রথমেই আমাদের জেনে নিতে হবে বাতাসা তৈরির ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি কি লাগবে । বাতাসা তৈরির ব্যবসার জন্য দুটি উপকরন লাগবে প্রথমত বাতাসা তৈরি করার মেশিন । এবং বাতাসা কাঁচামাল ।  

এখানে কাঁচামাল বলতে লাগবে মুলত তিনটি জিনিস । কাঁচামাল বলতে বাতাসা তৈরির সমস্ত জিনিসের কথা বলা হচ্ছে । সেগুলি হল চিনি, হাইড্রোজ ও সাইট্রিক । আগে বাতাসা তৈরি করা হত হাতে করে ।  কিন্তু যতদিন এগোচ্ছে , ততই কাজ সহজ হচ্ছে ।

বাতাসা তৈরির মেশিন –

বাতাসা তৈরির মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক । বৈদ্যুতিক সংযোগ করে একটি সুইচ অন করার মাধ্যমে মেশিনটি চালানো সম্ভব । আমরা পরবর্তীকালে আলোচনা করেছি কীভাবে এই মেশিনটি চালিয়ে বাতাসা তৈরি করবেন ।

আরও পড়ুন : পোস্ট অফিসের বাম্পার স্কিম! অল্প সময়ে টাকা হবে ডবল।

প্রতিবেদনের শেষে এই বাতাসা তৈরির মেশিন গুলি কোথা থেকে কম দামে পাবেন ? কোথা থেকে বাজার দরের থেকে অনেক কম দামে কাঁচামাল পাবেন ? সেই তথ্য দেওয়া হয়েছে । আপনার বাড়ি পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা , আসাম তথা অন্য রাজ্যে এমনকি বাংলাদেশে হলেও এই মেশিনগুলি কিনতে পারবেন ।

মেশিনের ওয়ারেণ্টি ও গ্যারান্টি –

আপনি যখন মেশিন কিনবেন সব থেকে আগে দেখে নেবেন যেখান থেকে মেশিন কিনছেন তারা আপনাকে মেশিনের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে কিনা । আমরা যে ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছি তারা আপনাকে মেশিনের দীর্ঘকালীন ওয়ারেন্টি দেবে ( Mob – +91 70292 41683 ) । আপনার মেশিনের কোন কিছু খারাপ হয়ে গেলে তারা সারাই করে দেবেন ।

বাতাসা তৈরির মেশিন কিভাবে চালাবেন ?

মেশিন নাহয় কিনবো । কিন্তু প্রশ্ন হল সেই মেশিন কিভাবে চালাবো । খুব সহজেই এই মেশিন চালানো সম্ভব । প্রথমেই প্রয়োজনীয় উপকরণ দিয়ে বাতাসার পাকটি তৈরি করতে হবে । বাতাসার পাক তৈরি করার জন্য আপনাকে প্রথমে জলের মধ্যে চিনি , হাইড্রোজ এবং সাইট্রিক পরিমাণ মত দিয়ে পাক বানিয়ে নিতে হবে । পাক বানানো হয়ে গেলে মেশিন অন করে সেই বাতাসার পাকটি মেশিনের নির্দিষ্ট জায়গায় ঢেলে দিতে হবে । এরপর মেশিনের নির্দিষ্ট পদ্ধতিতে নিজে নিজেই বাতাসা তৈরি হয়ে বেরিয়ে আসবে ।

আরও পড়ুন : ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

এর বাইরে বলবো আমরা প্রতিবেদনের শেষে যে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছি ( Mob – +91 70292 41683 ) যদি আপনি সেখানে যোগাযোগ করেন তাহলে আপনাকে মেশিন চালানোর সমস্ত খুঁটিনাটি সম্পর্কে ট্রেনিং দিয়ে দেওয়া হবে । এমনকি টূকটাক মেশিনে সমস্যা হলে নিজেই সারিয়ে নিতে পারবেন ।

হ্যা বন্ধুরা । ট্রেনিং মানুষ আরও বেশি দক্ষ করে তোলে । তাই বাতাসা তৈরির ব্যবসা শুরু করার আগে আপনারও একটু ট্রেনিং নিয়ে নিলে ভালোই হয় । আপানাদের জন্য আবারও একটি সুখবর । আপনারা চাইলে আপনাদের ফ্রি ট্রেনিং দেওয়া হবে । যেখানে আপনি শিখবেন কিভাবে আপনি বাতাসার পাক তৈরি করবেন ? কিভাবে মেশিন চালাবেন ? তথা এই বাতাসা তৈরির ব্যবসা সংক্রান্ত সম্পূর্ণ গাইড এই ট্রেনিং এর মাধ্যমে পেয়ে যাবেন । তাহলে এবার প্রশ্ন হল এই ট্রেনিং কোথা থেকে পাবেন । নিচে আপনাদের জন্য ফোন নাম্বার ও ঠিকানা দেওয়া হল (Mob – +91 70292 41683) ।

বাতাসা তৈরির ব্যবসার জন্য কতটা জায়গার প্রয়োজন –

এই ব্যবসার জন্য আপনার খুব বেশি জায়গার প্রয়োজন নেই । মেশিনগুলির সাইজ খুব বড় না হওয়ায় আপনার ঘর থেকেই এই ব্যবসা শুরু করতে পারবেন । পরবর্তীকালে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হলে আশাকরি আপনার জায়গার বৃদ্ধি করতেও সমস্যা হবে না ।

বাতাসা কিভাবে বিক্রি করবেন ?

ধরা গেল আপনি মেশিন কিনে উৎপাদন শুরু করে দিয়েছেন ।এবার আপনার কাছে সব থেকে বড় প্রশ্ন হল আপনি এই উৎপাদিত বাতাসা কোথায় বিক্রি করবেন । প্রাথমিকভাবে বাতাসা চাহিদা সর্বত্র রয়েছে । তাই আপনি লোকাল বাজারেই খুচরা এবং পাইকারি দুইভাবেই বিক্রি করতে পারবেন ।

আপনার এলাকায় মিষ্টির দোকান, মুদির দোকান এছাড়া বিভিন্ন মন্দিরের আসেপাশে এই বাতাসা  বিক্রি করতে পারবেন। আপনি চাইলে সেলসম্যান নিয়োগ করেও  বাতাসা বিক্রি করতে পারেন।

আরও পড়ুন :  ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সিতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

এবার আমাদের কর্মসাথী পোর্টালের পাঠকদের জন্য একটি সুখবর । যারা এই প্রতিবেদনটি পড়ছেন তাদের জন্য নিচে একটি ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হয়েছে । আপনারা যখন সেখানে যোগাযোগ করবেন  ওনারাই আপনাকে এই ব্যবসার শ্রীবৃদ্ধি কীভাবে ঘটাবেন তার সমস্ত গাইড করে দেবেন ।

এই ব্যবসার লাভ কেমন ( Automatic Batasa Making Machine ) ?

কোন ব্যবসার শুরু করার আগে অন্যতম বিষয় হল সেই ব্যবসায় আদৌ লাভ কত হবে ? সারাদিন গরুর মত পরিশ্রম করে গেলাম আর লাভের লাভ কিছুই হলনা । তাহলে সেই ব্যবসা না করাই ভালো । কিন্তু বাতাসা তৈরির ব্যবসা অতন্ত্য লাভজনক ব্যবসা । এর চাহিদা সারাবছর থাকে । যতদিন যাচ্ছে ততই এর চাহিদা বাড়ছে । বাতাসা তৈরির কাঁচামাল খুই সহজ লভ্য । যা আপনি লোকাল মার্কেট থেকে খুব সহজেই পেয়ে যাবেন । এছাড়া আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটলে কলকাতার বড়বাজার থেকে কম  দামে কাঁচামাল কিনতে পারবেন । এই ব্যবসাতে প্রতিমাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ইনকাম করা সম্ভব ।  

বাতাসা তৈরির ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স লাগে-

প্রাথমিকভাবে বাতাসা তৈরির ব্যাবসার ক্ষেত্রে সেভাবে কোন লাইসেন্স লাগবে না ।তবে আপনি যখন একটি ব্যবসা শুরু করছেন তখন আপনার ব্যবসার একটু বৃদ্ধি হওয়ার পর ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স তৈরি করে নেবেন ।এতে আপনার ক্রেতার কাছে আপনার ব্যবসার বিশ্বাস যোগ্যতা বেড়ে যাবে ।

আরও পড়ুন : হাইকোর্টে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

কোথা থেকে এই লাইসেন্স করা যাবে-

গ্রামাঞ্চলে হলে পঞ্চায়েত এবং বিডিও অফিসে যোগাযোগ করলেই এই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। আর যেহেতু এখন অনলাইনের মাধ্যমেও লাইসেন্স করা যায়, তাই অনলাইনে আবেদন করলেই লাইসেন্স পেয়ে যাবেন।

বাতাসা তৈরির মেশিনের দাম –

এবার আসি বাতাসা তৈরি মেশিনের দাম প্রসঙ্গে । আমরা নিচে  যে ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছি সেখানে আপনি সব থেকে কম মুল্যে মেশিন কিনতে পারবেন (Mob – +91 70292 41683) । এমনকি আপনার ইচ্ছা হলে বাতাসা তৈরি ছাড়াও বিভিন্ন মেশিন কিনতে পারবেন ।  

বাতাসা মেশিন কোথায় পাবো ( Automatic Batasa Making Machine ) –

এবার আসি সবথেকে বড় প্রশ্নে ! বাতাসা তৈরির মেশিন কোথায় পাবো ? কিন্তু সত্যি বলতে কি এর থেকেও বড় প্রশ্ন হল কোথায় মেশিন কিনলে ঠকতে হবে না ? আপনি হয়তো ইন্টারনেটে হাজার ঠিকানা পেয়ে যেতে পারেন । কিন্তু আমরা কখনই আপনাকে ভুল ঠিকানা দিয়ে বিভ্রান্ত করি না ।

বরাবরই কর্মসাথী পোর্টালে যে খবর প্রকাশিত হয় সেখান থেকে আপনারা সবসময়ই উপকৃত হন তাই আপনারা বারবার ফিরে ফিরে আসেন এই পোর্টালে । তাই আপনাদের জন্য বাতাসা তৈরির মেশিনের সেরা ঠিকানা এবং ফোন নাম্বার নিচে দিলাম ।

এনারা আপনাকে শুধু মেশিন বিক্রি করেই থেমে যাবেন না । আপনার ব্যবসাকে সফল করার জন্য সবরকম সাহায্য করবেন । এনারাই আপনার এলাকার বাজার দেখে বলে দেবেন কোন মেশিন আপনার কেনা উচিত । মেশিন কিভাবে চালাবেন তার জন্য একটি ফ্রি ট্রেনিং দেবেন । এবং এনাদের ইঞ্জিনিয়াররা আপনার কেনা মেশিনের জন্য যেকোনরকম সহায়তা প্রদান করবেন । আর কি চাই ?

আমরা যাদের কথা বলছি সেই কোম্পানির নাম ভারত মেশিনারি । নিচে এই কোম্পানির ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল –

Bharat machinery 

Siliguri punjabi para

West Bengal 734001

Mob – +91 70292 41683

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • India Post Vacancy 2024 : ভারতীয় ডাকবিভাগে ড্রাইভার নিয়োগ
    Spread the loveIndia Post Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IIT Indore Recruitment 2024 : আইআইটিতে কর্মী নিয়োগ
    Spread the loveIIT Indore Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • DEO Job Vacancy 2024 : বেসিলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
    Spread the loveDEO Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IARI Job Vacancy : ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ
    Spread the loveIARI Job Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • GIRHFWT Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের জনপ্রিয় ট্রাস্টে কর্মী নিয়োগ
    Spread the loveGIRHFWT Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading