DMCA.com Protection Status

Join Whatsapp Group

Best oil Extraction Machine For Business : মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগে এই ব্যবসা শুরু করে আয় করুন হাজার হাজার টাকা

Spread the love
Best oil Extraction Machine For Business
Best oil Extraction Machine For Business

Best oil Extraction Machine For Business : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । ভারত এবং বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ পাঠক রয়েছেন । সেই সকলের উদ্দ্যেশ্যে আমরা প্রতিনিয়ত চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সন্ধান দিয়ে থাকি । আজকেও ভারত এবং বাংলাদেশের পাঠকদের জন্য নিয়ে এলাম এমনই একটি ব্যবসার সন্ধান । আপনি যদি বাংলাদেশে বাস করেন তবুও খুব সহজেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন ।

আজ এমন একটি ব্যবসার সন্ধান আপনাদের দেবো যেখানে পুঁজি লাগবে নামমাত্র ।কিন্ত লাভ থাকবে চূড়ান্ত । আজকের ব্যবসার উৎপন্ন প্রোডাক্ট এর চাহিদা সারাবছর থাকে । শীত , গ্রীষ্ম কিংবা বর্ষা এই জিনিসটি ছাড়া মানুষের চলে না । তাই দাম বাড়ুক কিংবা কমুক এর চাহিদা কোনোদিনই কমার নয় ।

আজ যে ব্যবসাটির কথা বলবো সেটি বহু পুরাতন ব্যবসা । দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় একটি উপকরণ হল এটি । এর চাহিদা কোনদিনই কমার নয় । তাঁর জন্য আপনাকে পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে ।

তো চলুন আর ভনিতা না করে কথা বলা যাক আজকের ব্যবসাটি নিয়ে ।আজকে আমরা যে ব্যবসার কথা বলবো সেটি হল তেল তৈরির ব্যবসা । দাঁড়ান দাঁড়ান আপনি হয়তো ভাবছেন এ আর নতুন কি ? আমি আগেই বলেছি আপনাদের জন্য বেশ কিছু চমক রয়েছে । এই প্রতিবেদনটি পড়ুন যারা নতুন তারা তেল  তৈরির ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি জেনে যাবেন । অন্যদিকে যারা আগেই এই ব্যবসাটির কথা জানেন তারাও নতুন বিষয় জানতে পারবেন (মোবাইল – 9748205909 )

প্রথমেই আমাদের জেনে নিতে হবে তেল তৈরির ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি কি লাগবে । তেল তৈরির ব্যবসার জন্য দুটি উপকরন লাগবে প্রথমত তেল তৈরি করার মেশিন এবং কাঁচামাল ।  

এখানে কাঁচামাল বলতে লাগবে একটি জিনিস । কাঁচামাল বলতে তেল তৈরির জিনিসের কথা বলা হচ্ছে । সেটি হল যেকোনো তৈল বীজ । আগে তেল তৈরি করা হত ঘানি টেনে । কিন্তু যতদিন এগোচ্ছে , ততই কাজ সহজ হচ্ছে । আজ আপনাদের যে কোম্পানির ঠিকানা ও ফোন নাম্বার দেবো সেই কোম্পানির (মোবাইল – 9748205909 ) তরফ থেকে আপনাকে চাষির ঘর থেকে কাঁচামাল পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে । স্বল্প মুল্যে আপনারা এই কাঁচামাল পেয়ে যাবেন ।

তেল তৈরির মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক । বৈদ্যুতিক সংযোগ করে মেশিনটি চালানো সম্ভব । আমরা পরবর্তীকালে আলোচনা করেছি কীভাবে এই মেশিনটি চালিয়ে তেল তৈরি করবেন ।  

এবার আসি মুল প্রশ্নে । তেল তৈরির মেশিন প্রসঙ্গে । উৎপাদন ক্ষমতা অনুসারে এবং বিভিন্ন দামের তারতম্য হিসাবে মেশিন রয়েছে ।

সব থেকে কম দামি মেশিনটি ঘণ্টায় ৫-৬ লিটার তেল উৎপাদন করতে সক্ষম । এই মেশিনটি এস এস বডি মেশিন নামে পরিচিত। এই মেশিনটি ২২০ ভোল্ট ক্যারেন্টে চালানো সম্ভব । অর্থাৎ এই মেশিনটি চালানোর জন্য আপনাকে আলাদা ভাবে খরচ করতে হবে না । আপনার বাড়িতে যে ক্যারেন্ট ব্যবহার হয় আপনি সেই একই ক্যারেন্টেই আপনি মেশিন চালাতে পারবেন ।

যারা বড় ধরণের ব্যবসা করতে চান, যারা একটু বেশি তেল তৈরি করতে চান। কম পুঁজি বিনিয়োগ করে লাভের মুখ দেখতে চাইছেন এবং বড়সরো একটি ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে তারা এমএস বডি পাতি । যারা বড় ভাবে ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষত্রে তাদের জন্য এই মেশিনটি একদম উপযুক্ত । এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি আছে ঘণ্টায় ৩০-৩৫ ।

এছারাও আরও উন্নত সম্পন্ন মেশিন কিনতে পারবেন সেক্ষত্রে সেই মেশিনটির দামও বেশি হবে । তার জন্য আপনাকে কোম্পানির (মোবাইল – 9748205909 ) সাথে যোগাযোগ করতে হবে । কোম্পানির তরফ থেকে এর থেকে উন্নত সম্পন্ন মেশিন বানিয়ে দেওয়া হয় ।  

প্রতিবেদনের শেষে এই বিভিন্ন ধরনের মেশিন গুলি কোথা থেকে কম দামে পাবেন ? কোথা থেকে বাজার দরের থেকে অনেক কম দামে কাঁচামাল পাবেন ? সেই তথ্য দেওয়া হয়েছে । আপনার বাড়ি পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা , আসাম তথা অন্য রাজ্যে এমনকি বাংলাদেশে হলেও এই মেশিনগুলি কিনতে পারবেন ।

আপনি যখন মেশিন কিনবেন সব থেকে আগে দেখে নেবেন যেখান থেকে মেশিন কিনছেন তারা আপনাকে মেশিনের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে কিনা । কোম্পানির তরফ থেকে (মোবাইল – 9748205909) মেশিনটির উপর ৫ বছরের ওয়ারেণ্টি দেবে । আপনার মেশিনটি কোন ভাবে খারাপ হয়ে গেলে তারা সেটি ঠিক করার ব্যবস্থা করে দেবে । সেক্ষেত্রে কোম্পানির তরফ থেকে টেকনিশিয়ান পাঠিয়ে বিনামূল্যে আপনার মেশিন সারাই করে দেওয়া হবে । যদি ওয়ারেন্টি পিরিয়ডের পর আপনার মেশিন খারাপ হয় তখনও আপনি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন । সেক্ষেত্রে কোম্পানি আপনার বাড়িতে টেকনিশিয়ান পাঠিয়ে দেবে, কিন্তু তখন সেটি ঠিক করার জন্য আপনাকে টাকা দিতে হবে ।     

মেশিন নাহয় কিনবেন । কিন্তু প্রশ্ন হল সেই মেশিন কিভাবে চালাবেন । প্রথমেই বলে রাখি এই মেশিন গুলি  যে কেউ চালাতে পারে । এর জন্য প্রচুর ক্ষমতা বা বুদ্ধির প্রয়োজন হয় না । তবে যারা ভাবছেন এই মেশিনটি কিনবেন এই ব্যবসা শুরু করবেন তারা তো প্রথমে জানবেন না কীভাবে মাশিন্তি চালাতে হয় । সেক্ষেত্রে মেশিন কেনার সাথে সাথে কোম্পানির তরফ থেকে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে মেশিনটি চালাতে হবে । কোম্পানির টেকনিশিয়ান (মোবাইল – 9748205909 ) আপনাকে বাড়িতে গিয়ে মেশিন চালু করে দেবে । এর পাশাপাশি আপনাকে হাতে ধরে কাজ শিখিয়ে দেবে ।

এই ব্যবসার জন্য আপনার খুব বেশি জায়গার প্রয়োজন নেই । এই মেশিনগুলির সাইজ খুব বড় না হওয়ায় আপনার ঘর থেকেই এই ব্যবসা শুরু করতে পারবেন । এসএস বডি মেশিনটির সাইজ অনেক ছোট হওয়াই আপনি চাইলে ঘরের যেকোনো জাইগায় বসেই এই মেশিন চালাতে পারবেন । এমএস বডি পাতি মেশিনটিও আপনার বাড়িতেই চালাতে পারবেন । পরবর্তীকালে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হলে আশাকরি আপনার জায়গার বৃদ্ধি করতেও সমস্যা হবে না ।

ধরা গেল আপনি মেশিন কিনে উৎপাদন শুরু করে দিয়েছেন ।এবার আপনার কাছে সব থেকে বড় প্রশ্ন হল আপনি এই উৎপাদিত তেল কীভাবে বিক্রি করবেন । প্রাথমিকভাবে তেল চাহিদা সর্বত্র রয়েছে । আপনি চাইলেই নিজের একটি ব্রান্ড তৈরি করে প্যাকিং করে অনলাইন এবং অফলাইন উভয় দুটি ভাবেই বিক্রি করতে পারবেন । এছাড়া অনেকেই আছে যারা খাঁটি তেল পছন্দ করেন । সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষজন আপনার কাছ থেকে সরাসরি তেল কিনতে পারবেন । এছাড়া কেও কাঁচামাল নিয়ে এলে সেটি পেশাই করেও আপনি ইনকাম করতে পারবেন ।  

বর্তমানে ইন্টারনেট বিক্রির একটি প্রধান মাধ্যম । আপনি চাইলে Google, Facebook, Youtube– এ অল্প টাকা খরচ করে আপনার তেল বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে পারবেন ।

এবার আমাদের কর্মসাথী পোর্টালের পাঠকদের জন্য একটি সুখবর । যারা এই প্রতিবেদনটি পড়ছেন তাদের জন্য নিচে একটি ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হয়েছে । আপনারা যখন সেখানে যোগাযোগ করবেন  ওনারাই আপনাদের এলাকার ডিলার ও হোল সেলারের নাম্বার দিয়ে দেবেন । যার ফলে আপনার উৎপাদিত তেল সেই সকল ডিলার ও হোল সেলাররাই কিনে নেবেন । তাই এবার আর উৎপাদিত পন্য কোথায় বিক্রি করবেন সেই চিন্তা ছেড়ে দিন কারন কোম্পানির (মোবাইল – 9748205909 ) তরফ থেকেও আপনাকে মাল বিক্রির জন্য গাইড করা হবে ।

ব্যবসা শুরু করার আগে আমাদের লাভের দিকটা দেখতে হয় । সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর লাভ হবে কিনা সেই চিন্তা প্রথমেই আমাদের মাথায় আসবে । তেলের ব্যবসার ক্ষেত্রে এই চিন্তা একদম দূরে রাখুন । কারন তেল এমন একটি দ্রব্য যেটি থেকে আপনার লাভ হবেই ।  

সব থেকে ছোট মেশিনটি ঘণ্টায় ১৫ কেজি সরষে পেশাই করতে সক্ষম । সেখান থেকে ৫ কিলো তেল উৎপাদন হতে পারে । প্রতি কিলো হিসাবে তেল এবং খোল মিলে ৫০ টাকা লাভ হলেও ঘণ্টায় লাভের হিসাব দাঁড়াচ্ছে ২৫০ টাকা । যদি দিনে ৪ ঘণ্টা মেশিন চালানো হয় তাহলেও প্রতিদিনের লাভ দাঁড়াচ্ছে ১০০০ টাকা এবং প্রতি মাসে লাভের হিসাব দাঁড়াচ্ছে ৩০,০০০ টাকা । এবার আপনিই আন্দাজ করে নিন এই তেল তৈরি মেশিন থেকে কি পরিমাণ লাভ আপনার হতে পারে ।

প্রাথমিকভাবে পেপার প্লেট তৈরির ব্যাবসার ক্ষেত্রে সেভাবে কোন লাইসেন্স লাগবে না ।তবে আপনি যখন একটি ব্যবসা শুরু করছেন তখন আপনার ব্যবসার একটু বৃদ্ধি হওয়ার পর ট্রেড লাইসেন্স এবং জিএসটি নম্বর তৈরি করে নেবেন ।এতে আপনার ক্রেতার কাছে আপনার ব্যবসার বিশ্বাস যোগ্যতা বেড়ে যাবে ।

বর্তমানে যেকোনো পঞ্চায়েত বা পৌরসভাতে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স অনলাইনের করা যায় । যদি আপনি ইনকাম ট্যাক্সের অধীনে না থাকেন সেক্ষেত্রে আপনাকে ১৫০ টাকায় ৩ বছরের লাইসেন্স পেয়ে যাবেন ।

এবার আসি তেল তৈরি মেশিনের দাম প্রসঙ্গে । আপনি আগেই আগেই জেনে নিয়েছেন অনেক ধরণের তেল তৈরি মেশিন রয়েছে, যেমন – এস এস বডি মেশিন, এমএস বডি পাতি মেশিন ইত্যাদি ।

এই মেশিন আপনি ২৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ।

এই মেশিন আপনি ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ।

আমরা যে কোম্পানির ঠিকানা বা ফোন নাম্বার দেবো (মোবাইল – 9748205909 ) তারাই আপনাকে সরাসরি চাষির ঘর থেকে সরষে বা তৈল বীজ পাওয়ার ব্যবস্থা করে দেবেন । একই সাথে এই কোম্পানি সব থেকে কম দামে মেশিন সরবরাহ করবেন । নিচে ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল ।

আমি যাদের কথা বলছি সেই কোম্পানির নাম ইন্ডিয়ান মেশিনারি । নিচে এই কোম্পানির ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল –

  • Reliance Career 2024 : রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে কাজের সুযোগ
    Spread the loveReliance Career 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • NIRT Job 2024 : জাতীয় যক্ষ্মা গবেষণা ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveNIRT Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • India Post Vacancy 2024 : ভারতীয় ডাকবিভাগে ড্রাইভার নিয়োগ
    Spread the loveIndia Post Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IIT Indore Recruitment 2024 : আইআইটিতে কর্মী নিয়োগ
    Spread the loveIIT Indore Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • DEO Job Vacancy 2024 : বেসিলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
    Spread the loveDEO Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading