সরকারী পেনশনে নিয়মে পরিবর্তন করা হল । এক্ষুনি দেখুন
কোভিড ১৯ এর প্রভাব যে শুধু মানুষের শরীরে ও মনে পড়েছে তাই নয়। পড়েছে পকেটেও। এমনিতেও দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে শুরু হয়েছে লকডাউন। যার জেরে অনেকেরই রুজি রোজগার বন্ধ হতে বসেছে।
Join Our NIOS NEWS Official Whatsapp Group
আর এই সময়েই কোভিড অতিমারীর কথা মাথায় রেখে পেনশনের নিয়মে শিথিল করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই নিয়ম শিথিল করার কারণও জানিয়েছেন।
পেনশন এবং পেনশনভোগী কল্যাণ দফতরের এই সংস্কার নিয়ে জিতেন্দ্র সিংহ বলেছেন, কর্মরত যে কোনো ব্যক্তি যদি মারা যায় এবং তার পরিবারের লোকজন যদি মৃত্যুর সংসাপত্র জমা দিয়ে পেনশনের দাবি করেন তাহলে শর্তসাপেক্ষে তা তৎক্ষণাৎ গ্রাহ্য হয়ে যাবে। সেক্ষেত্রে পুরনো নিয়মাবলির জন্য মৃতের পরিবারকে অপেক্ষা করতে হবে না।
তবে এই সুবিধাটি পাওয়া যাবে কেবল মাত্র কোভিড বা কোভিড জনিত অন্যান্য কারণে যদি ব্যক্তিটির মৃত্যু হয় তবেই। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
CLICK TO JOIN – PRIMARY TET WHATSAPP GROUP
রুলস ৮০ (এ) অব দ্য সিসিএস (পেনশন) নিয়ম ১৯৭২ অনুসারে, চাকরিরত অবস্থায় কোনও সরকারি কর্মচারির মৃত্যু হলে তাঁর পরিবারের উপযুক্ত সদস্যকে পেনশন দেওয়া হয়।তবে এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ। কারণ এই পেনশন পাওয়ার জন্য বিষয়টি পে অ্যান্ড অ্যাকাউন্টস (পিএও) অফিসে পাঠানো হয়। সেখান থেকে মঞ্জুর হয়ে আসার পর পাওয়া যায় পেনশন।
তবে কেন্দ্রের এই ঘোষণার পর কোভিডে মৃতদের পেনশনের জন্য পে অ্যান্ড অ্যাকাউন্টস থেকে ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হবে না। পেনশন পাওয়ার যোগ্য ব্যক্তি, কোভিডে মৃত ব্যক্তির, মৃত্যুর সংসাপত্র জমা করলেই সঙ্গে সঙ্গে পেনশন চালু হয়ে যাবে।
সেই সঙ্গে এই পরিস্থিতিতে যে সকল সরকারী কর্মচারীরা অবসর নিচ্ছেন তাদের ক্ষেত্রেও অবসরের পর পিএও থেকে ছাড়পত্র আনার সময়সীমা এক বছর বাড়ানো হয়েছে বলেও ঘোষণা করেছেন মন্ত্রী। কারণ এই মহামারীর সময় অবসরের পর পেনশন পেতে দেরি হলে সরকারি কর্মচারিদের পরিবারকে অসুবিধায় পড়তে হতে পারে, সে কথা চিন্তা ভাবনা করেই এই পদক্ষেপ বলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …