DMCA.com Protection Status

Join Whatsapp Group

Engineer Trainee Job : পাওয়ার গ্রিডে প্রচুর ইঞ্জিনিয়ার ট্রেনি নিয়োগ

Spread the love
Engineer Trainee Job
Engineer Trainee Job

Engineer Trainee Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
West Bengal Police Apply

Engineer Trainee Job

সমস্ত বেকার যুবক – যুবতীদের দের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । প্রার্থীকে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে । পাওয়ার গ্রিডের (POWERGRID)  তরফে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স,  আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার – CC/11/2023

পদের নাম –

ইঞ্জিনিয়ার ট্রেনি  ( Engineer Trainee )  ।

শূন্যপদ –

মোট ১৮৪ পদে প্রার্থী নির্বাচন করা হবে । নিচে পদ অনুসারে শূন্যপদ দেখানো হল ।

পদের নামশূন্যপদ
ইঞ্জিনিয়ার ট্রেনি  (ইলেক্ট্রিক্যাল)১৪৪ টি
ইঞ্জিনিয়ার ট্রেনি  (সিভিল)২৮ টি
ইঞ্জিনিয়ার ট্রেনি  (ইলেক্ট্রনিক্স)০৬ টি
ইঞ্জিনিয়ার ট্রেনি  (কম্পিউটার সায়েন্স)০৬ টি
মোট শূন্যপদ১৮৪ টি

আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে NIIRNCD তে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নাম্বার সহ সংশ্লিষ্ট বিষয়ে   বি.ই / বি.টেক / বি.এসসি কোর্স করতে হবে ।  আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা বয়সের ছাড় পাবে ।   প্রার্থীদের বয়সের হিসাব করা হবে ১০/১১/২০২৩ তারিখ অনুসারে ।

বেতন –

সংস্থার নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে ।

নিয়োগ পদ্ধতি –

GATE-2023 পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে । এরপর প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ।

আবেদন পদ্ধতি –

এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপ গুলি অনুসরণ করুন ।

১. এই পদে আবেদন করার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বৈধ ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিংক দেওয়া হল ।

আরও পড়ুন – উচ্চমাধ্যমিক পাশে প্রচুর হেড কনস্টেবল নিয়োগ

২. আবেদনপত্রটি খুলে গেলে সেটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩. প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ।

৪. যথাযথ আবেদন ফি জমা করতে হবে ।

৫. সবশেষে সাবমিট করতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

আবেদন ফি –

উপরিক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি জমা করতে হবে । আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে । SC/ST/PwBD/Ex-SM/D-ExSM প্রার্থীদের আবেদন ফি লাগবে না ।  আবেদন ফি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আবেদনের শেষ তারিখ –         

উপরিক্ত পদে আবেদন করা যাবে ১০/১১/২০২৩ তারিখ পর্যন্ত । ইচ্ছুক প্রারহিদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে ।

আরও পড়ুন – মিশন বাৎসল্য প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

যোগাযোগ –

যেকোনো ধরণের জিজ্ঞাসার জন্য নিচের ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন ।

recruitment@powergrid.co.in

গুরুত্বপূর্ণ লিংক          

অফিসিয়াল ওয়েবসাইটClick Now
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অনলাইন আবেদন      Apply Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now