DMCA.com Protection Status

Join Whatsapp Group

NVS Recruitment 2023 : নবোদয় বিদ্যালয়ে হাজার হাজার কর্মী নিয়োগ

Spread the love
NVS Recruitment  2023
NVS Recruitment 2023

NVS Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

NVS Recruitment 2023

বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। নবোদয় বিদ্যালয় সমিতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার –

1-3/2018-NVS(GA)/127

নিম্নলিখিত পদের নাম ও শূন্যপদ নিচে দেওয়া হল –

           পদের নাম শূন্যপদ
১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার)  ৩০৬
২) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)৯১
৩) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ)  ৪৬
৪) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স)৬৪৯
৫) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (আর্ট)৬৪৯
৬) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)৫৯৫
৭) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (মিউজিক)৬৪৯
৮) স্টাফ নার্স৬৪৯
৯) ক্যাটরিং সুপারভাইজার৬৩৭
১০) ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার৫৯৮
১১) মেস হেল্পার১,২৯৭
১২) কম্পিউটার অপারেটর
১৩) স্টেনোগ্রাফার৮৯
 মোট শুন্যপদ-৭,৫০০

১) পদের নাম –

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার)  

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে এম.সি.এ, এম.এসসি কোর্স করতে হবে।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৪০ বছর ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা ।

২) পদের নাম –

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)।

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি করতে হবে ।  

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৪০ বছর ।

আরও পড়ুন – ভারত ইলেক্ট্রনিক্সে কর্মী নিয়োগ

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা ।

৩) পদের নাম –

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ)  

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে ৫৫% নাম্বার পেয়ে । এর পাশাপাশি বি.এড করতে হবে ।  

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৪০ বছর ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা ।

৪) পদের নাম –

ট্রেড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স)

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.সি.এ, বি.ই অথবা বি.টেক কোর্স করতে হবে । এর পাশাপাশি বি.এড ও সি. টেট পাশ করতে হবে ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।

আরও পড়ুন –  পোস্ট অফিসে ড্রাইভার নিয়োগ

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।

৫) পদের নাম –

ট্রেড গ্র্যাজুয়েট টিচার (আর্ট)

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে ফাইন আর্ট অথবা ক্রাফটের ডিগ্রি কোর্স করতে হবে ।  

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।

৬) পদের নাম –

ট্রেড গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.পি.এড কোর্স করা থাকতে হবে । খেলাধুলায় দক্ষতা, কাজ করার অবিজ্ঞতা থাকলে ভালো হয় ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।

৭) পদের নাম –

ট্রেড গ্র্যাজুয়েট টিচার (মিউজিক)

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মিউজিকে ডিগ্রি কোর্স করতে হবে ।  

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।

আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে জেলা আদালতে কর্মী নিয়োগ

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।

৮) পদের নাম –

স্টাফ নার্স

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.এস.সি নার্সিং অনার্স কোর্স করতে হবে । এছাড়া নার্স হিসাবে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে ।  

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।

৯) পদের নাম –

ক্যাটরিং সুপারভাইজার

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীর হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি থাকতে হবে ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ।

১০) পদের নাম –

ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মাধ্যমিক পাশ আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান অথবা সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা ।

১১) পদের নাম –

মেস হেল্পার

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে । মেস বা স্কুলে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে ।

আরও পড়ুন – স্বাস্থ্য দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ।

১২) পদের নাম –

কম্পিউটার অপারেটর

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.সি.এ, বি.এসসি কোর্স করতে হবে ।   

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ।

১৩) পদের নাম –

  স্টেনোগ্রাফার

শিক্ষাগত যোগ্যতা-  

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে যেকোনো শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । এছাড়া ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৮০ টি শব্দ টাইপ করতে হবে ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

বেতন –

এই পদের প্রতিদিনের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি –

কর্মী নিয়োগ করা হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে ।

আরও পড়ুন – এমআরএফ টায়ার কোম্পানিতে চাকরির সুযো

আবেদন পদ্ধতি –

খুব শীঘ্রই আবেদন শুরু হবে । আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিPublish Soon
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • IISER Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে কর্মী নিয়োগ
    Spread the loveIISER Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now IISER Recruitment 2023 সমস্ত … Read more
  • Facebook News update : ফেসবুক আর ফ্রি নয়! এবার গুনতে হবে গ্যাঁটের টাকা!
    Spread the loveFacebook News update : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ফেসবুক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Facebook News … Read more
  • Model School Vacancy : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি মডেল স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveModel School Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Model School Vacancy এই … Read more
  • Executive Trainee : দামোদর ভ্যালি কর্পোরেশনে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ
    Spread the loveExecutive Trainee : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Executive Trainee সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
  • Community Resource Person Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগ
    Spread the loveCommunity Resource Person Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Community Resource Person … Read more