
NVS Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।
NVS Recruitment 2023
বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। নবোদয় বিদ্যালয় সমিতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।
বিজ্ঞপ্তি নাম্বার –
1-3/2018-NVS(GA)/127
নিম্নলিখিত পদের নাম ও শূন্যপদ নিচে দেওয়া হল –
পদের নাম | শূন্যপদ |
১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার) | ৩০৬ |
২) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন) | ৯১ |
৩) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ) | ৪৬ |
৪) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স) | ৬৪৯ |
৫) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (আর্ট) | ৬৪৯ |
৬) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন) | ৫৯৫ |
৭) ট্রেড গ্র্যাজুয়েট টিচার (মিউজিক) | ৬৪৯ |
৮) স্টাফ নার্স | ৬৪৯ |
৯) ক্যাটরিং সুপারভাইজার | ৬৩৭ |
১০) ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার | ৫৯৮ |
১১) মেস হেল্পার | ১,২৯৭ |
১২) কম্পিউটার অপারেটর | ৮ |
১৩) স্টেনোগ্রাফার | ৮৯ |
মোট শুন্যপদ-৭,৫০০ |
১) পদের নাম –
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার)
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে এম.সি.এ, এম.এসসি কোর্স করতে হবে।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৪০ বছর ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা ।
২) পদের নাম –
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)।
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি করতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৪০ বছর ।
আরও পড়ুন – ভারত ইলেক্ট্রনিক্সে কর্মী নিয়োগ
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা ।
৩) পদের নাম –
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ)
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে ৫৫% নাম্বার পেয়ে । এর পাশাপাশি বি.এড করতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৪০ বছর ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা ।
৪) পদের নাম –
ট্রেড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স)
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.সি.এ, বি.ই অথবা বি.টেক কোর্স করতে হবে । এর পাশাপাশি বি.এড ও সি. টেট পাশ করতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।
আরও পড়ুন – পোস্ট অফিসে ড্রাইভার নিয়োগ
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।
৫) পদের নাম –
ট্রেড গ্র্যাজুয়েট টিচার (আর্ট)
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে ফাইন আর্ট অথবা ক্রাফটের ডিগ্রি কোর্স করতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।
৬) পদের নাম –
ট্রেড গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.পি.এড কোর্স করা থাকতে হবে । খেলাধুলায় দক্ষতা, কাজ করার অবিজ্ঞতা থাকলে ভালো হয় ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।
৭) পদের নাম –
ট্রেড গ্র্যাজুয়েট টিচার (মিউজিক)
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মিউজিকে ডিগ্রি কোর্স করতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।
আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে জেলা আদালতে কর্মী নিয়োগ
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।
৮) পদের নাম –
স্টাফ নার্স
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.এস.সি নার্সিং অনার্স কোর্স করতে হবে । এছাড়া নার্স হিসাবে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ৪৪,৯০০- ১,৮২,৪০০ টাকা ।
৯) পদের নাম –
ক্যাটরিং সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীর হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি থাকতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স ৩৫ বছর ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ।
১০) পদের নাম –
ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মাধ্যমিক পাশ আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান অথবা সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা ।
১১) পদের নাম –
মেস হেল্পার
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে । মেস বা স্কুলে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে ।
আরও পড়ুন – স্বাস্থ্য দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ।
১২) পদের নাম –
কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে বি.সি.এ, বি.এসসি কোর্স করতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ।
১৩) পদের নাম –
স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে যেকোনো শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । এছাড়া ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৮০ টি শব্দ টাইপ করতে হবে ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করার বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।
বেতন –
এই পদের প্রতিদিনের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ।
নিয়োগ পদ্ধতি –
কর্মী নিয়োগ করা হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে ।
আরও পড়ুন – এমআরএফ টায়ার কোম্পানিতে চাকরির সুযো
আবেদন পদ্ধতি –
খুব শীঘ্রই আবেদন শুরু হবে । আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Publish Soon |
আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
আমাদের Telegram গ্রুপ | Join Now |
- IISER Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে কর্মী নিয়োগSpread the loveIISER Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now IISER Recruitment 2023 সমস্ত … Read more
- Facebook News update : ফেসবুক আর ফ্রি নয়! এবার গুনতে হবে গ্যাঁটের টাকা!Spread the loveFacebook News update : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ফেসবুক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Facebook News … Read more
- Model School Vacancy : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি মডেল স্কুলে কর্মী নিয়োগSpread the loveModel School Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Model School Vacancy এই … Read more
- Executive Trainee : দামোদর ভ্যালি কর্পোরেশনে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগSpread the loveExecutive Trainee : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Executive Trainee সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- Community Resource Person Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগSpread the loveCommunity Resource Person Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Community Resource Person … Read more