
৭,১০৪ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এবছরেই
চলতি শিক্ষাবর্ষে প্রায় ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে রাজ্যে সরকার। ১৩ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মূখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মোট ৭ হাজার শূন্যপদের মধ্যে ৩,৯২৫ টি শূন্যপদ পূরণ করা হবে ২০১৭ সালের ‘টেট’ পরীক্ষা এবছর ৩১ জানুয়ারি হয়েছিল,
তার ফল কিছুদিনের মধ্যেই বেরোবে। এই পরীক্ষা থেকে ৩,৯২৫ টি শূন্যপদ পূরণ করা হবে আগামী বছর মার্চের মধ্যেই। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই মূখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এই পদে দ্রুত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।
অন্যদিকে, ২০১৯ সালে প্রাথমিক শিক্ষক পদের জন্য উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদিয়া সহ কয়েকটি জেলার প্যানেল দুর্নিতীর অভিযোগে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। মমতা ব্যানার্জীর সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি জেলার নিয়োগ বাকি থেকে যায়। এরপরই হাইকোর্টে একাধিক মামলা হয়। এবছর জানুয়ারিতে হাইকোর্ট নির্দেশ দেয়, উত্তর ২৪ পরগনা ও মালদা জেলায় দ্রুত নিয়োগ করতে হবে। এমনকি শূন্যপদ না থাকলেও শূন্যপদ তৈরি করে নিয়োগ করতে হবে। হাইকোর্টের সেই নির্দেশের জেরে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দুই জেলা থেকে ৩,১৭৯ টি শূন্যপদ পূরণ করা হবে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রার্থীদের নিয়োগ আটকেই থাকল। রাজ্য সরকারের এই পদক্ষেপের জন্য চাকরি প্রার্থীরা খুশি।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …