DMCA.com Protection Status

Join Whatsapp Group

PSC Clerkship Question Paper 3 : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর !

Spread the love
PSC Clerkship Question Paper 3
PSC Clerkship Question Paper 3

PSC ক্লার্কশিপ প্রস্তুতি 2024 এর কথা মাথায় রেখে কর্মসাথী কোচিং সেন্টারের পক্ষ থেকে শেয়ার করা হল জেনারেল স্টাডিস থেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে । প্রয়োজনে বিভিন্ন প্রশ্নের শেষে ব্যাখ্যা দেওয়া হয়েছে ।

( SET–3 )

A) মানুষ

B) মশার লার্ভা 

C) মাছ 

D) উপরের কোনোটিই নয়

ব্যাখ্যা –

চিংড়ি , লিমিউলাস ( রাজ কাঁকড়া )- বুকগিল , এপিপোডাইট

পতঙ্গ ( আরশোলা) – দশজোড়া শ্বাসছিদ্র ট্রাকিয়া

স্তন্যপায়ী (বাদুড়, স্তন্যপায়ী, মানুষ) – ফুসফুস

মাকড়শা , কাঁকড়াবিছে – বুকলাং

সরীসৃপ – ফুসফুস

ব্যাঙ্গাচি – বহিঃ ফুলকা

ব্যাঙ – ফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর ও মিউকাস পর্দা

পক্ষী – ফুসফুস

মাছ – ফুলকা

কেঁচো , জোঁক – দেহত্বক বা চামড়া শ্বাস অঙ্গ রুপে কাজ করে

স্পঞ্জ , হাইড্রা – দেহতল শ্বাস অঙ্গ রুপে কাজ করে

মশা, পিঁপড়ে – স্পিরাকল

A) পৃথিবী থেকে উঠতে 

B) চাঁদে নামতে

C) চাঁদ থেকে উঠতে

D) পৃথিবীতে নামতে

A) জনগণের দ্বারা নির্বাচিত

B) রাষ্ট্রপতির দ্বারা মনোনীত

C) প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত

D) লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত

ব্যাখ্যা

সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্যে থেকে পাঁচ বছরের মেয়াদের অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়। বর্তমানে লোকসভার অধ্যক্ষ রয়েছেন ওম বিড়লা ।

A) নিউক্লিও বিভাজন 

B) নিউক্লিও সংযোজন

C) অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি

D) কোনোটিই নয়

ব্যাখ্যা –

সূর্যে দেখা যায় নিউক্লিয়ার ফিউশন ( সংযোজন )  । পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয়ার ফিশন ( বিভাজন )।

A) মিজোরাম 

B) ত্রিপুরা 

C) ওড়িশা

D) মধ্যপ্রদেশ

ব্যাখ্যা –

কর্কটক্রান্তি ভারতের আঁটটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে । যথা – গুজরাত , রাজস্থান , মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড , পশ্চিমবঙ্গ , ত্রিপুরা , মিজোরাম ।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে।

A)রাজা রামমোহন রায় 

B) হান্টার 

C) স্যার উইলিয়াম জোনস 

D) উইলিয়াম বেন্টিক

ব্যাখ্যা –

দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতার একটি অগ্রণী গবেষণা সংস্থা। ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনস ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।

A) লর্ড কার্জন 

B) লর্ড ক্যানিং

C) লর্ড ডাফরিন 

D) লর্ড ডালহৌসি

ব্যাখ্যা

১৮৮৫ সালে আলান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসর‍য় ছিলেন লর্ড ডাফরিন । কংগ্রেসের প্রতিষ্ঠার সময় প্রথম সভাপতি হন উমেশচন্দ্র ব্যানার্জি

A) গঙ্গা

B) নীল 

C) আমাজন

D) মিসিসিপি মিসৌরি

ব্যাখ্যা –

বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ (৬৮৫৩ কিমি)। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা  (  ২৫১০ কিমি ) । জল ধারন ক্ষমতার দিক থেকে আমাজান পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে প্রশস্ত নদী। 

A) কেরল

B) তামিলনাড়ু

C) কর্ণাটক

D) অন্ধ্রপ্রদেশ

ব্যাখ্যা –

সুন্দর পিচাই ( পিচাই সুন্দররাজন ) হলেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

A)1930

B)1935

C)1949

D)1951

১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন বলে ১৯৩৫ সালের ১ এপ্রিল এই ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল।

A)1 জুলাই

B)7 জুলাই

C)1 জানুয়ারি

D)24 আগস্ট

ব্যাখ্যা –

ভারতে ১ই লা জুলাই তারিখে কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের সম্মানার্থে পালন করা হয়।

A) স্কটল্যান্ড

B) আইসল্যান্ড

C) বেলজিয়াম

D) নেদারল্যান্ড

A) অসম

B) নাগাল্যান্ড

C) কেরল

D) ত্রিপুরা

ব্যাখ্যা –

ভারতীয় সংবিধানের 243M ধারা অনুসারে নাগাল্যান্ড , মেঘালয় , মিজোরাম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লীকে এই পঞ্চায়েত ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে । বাকি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে ।

A)জন বাগার

B) চার্লস ব্যাকম্যান 

C)জন ম্যাকার্থি 

D)ডেভিডব্র্যাডলে

ব্যখ্যা –

জন ম্যাকার্থিকে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের জনক (Father of Artificial Intelligence ) বলা হয় ।

A) মেঘদূতম

B) ঋতুসংহার

C) কুমার সম্ভবম্

D) উত্তর রামচরিতম্ 

ব্যখ্যা –

গুপ্তযুগে ভবভূতি “উত্তর রামচরিত ” নাটক রচনা করেছিলেন । “রামচরিতমানস” লিখেছেন তুলসিদাস ।

A)জন্মুও কাশ্মীর

B) হিমাচল প্রদেশ

C) মেঘালয়

D) আসাম

ব্যাখ্যা –

কেশর বা জাফরান হল বিস্বের সবচেয়ে দামি মশলা । যার সুগন্ধ এবং স্বাদের জন্য বিখ্যাত । এটি ওষুধ শিল্পেও ব্যবহৃত হয় ।

A) আকবর

B) শাহজাহান

C) জাহাঙ্গীর

D) ঔরঙ্গজেব

ব্যাখ্যা –

ঔরঙ্গজেব নিজেকে আলমগির উপাধিতে ভূষিত করেন । ঔরঙ্গজেব এর সময় মুঘল সাম্রাজ্যের সবথেকে বেশী বৃদ্ধি হয়েছিল । এবং তার শাসনের শেষ দিকে মূঘল সাম্রাজ্যের পতন শুরু হয় । ঔরঙ্গজেব বীণা বাজাতেন । তিনি সতী প্রথা নিষিদ্ধ করেছিলেন । ১৬৭৯ সালে জিজিয়া কর চালূ করেন ।

A) যমুনা

B) গঙ্গা

C) গোমতি 

D) গণ্ডক

ব্যাখ্যা

হায়দ্রাবাদ – মুসি

সুরাত – তাপ্তি

নাসিক – গোদাবরী

আমেদাবাদ – সবরমতি

অযোধ্যা – সরযু

কটক – মহানদী

গুয়াহাটি – ব্রহ্মপুত্র

আগ্রা – যমুনা

কলকাতা – হুগলী

A) ক্ষুদ্র বৃহৎ শিল্পের সহ অস্তিত্ব

B) ঋণী ও দরিদ্রের সহাবস্থান

C) বেসরকারি এবং সরকারি খাতের সহাবস্থান

D) কোনোটিই নয়।

A) যোধপুর

B) পুনে

C) সিমলা

D) নাগপুর

  • India Post Vacancy 2024 : ভারতীয় ডাকবিভাগে ড্রাইভার নিয়োগ
    Spread the loveIndia Post Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IIT Indore Recruitment 2024 : আইআইটিতে কর্মী নিয়োগ
    Spread the loveIIT Indore Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • DEO Job Vacancy 2024 : বেসিলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
    Spread the loveDEO Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IARI Job Vacancy : ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ
    Spread the loveIARI Job Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • GIRHFWT Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের জনপ্রিয় ট্রাস্টে কর্মী নিয়োগ
    Spread the loveGIRHFWT Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading