DMCA.com Protection Status

Join Whatsapp Group

Ration Card Category Change Online : আপনার APL রেশন কার্ডকে BPL করুন এবার বাড়িতে বসেই । দেখে নিন পদ্ধতি !

Spread the love
Ration Card Category Change Online
Ration Card Category Change Online

Ration Card Category Change Online : আপনার APL রেশন কার্ডকে BPL করুন এবার বাড়িতে বসেই । দেখে নিন পদ্ধতি !

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দেশবাসীকে রেশন কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে কেন্দ্র এবং রাজ্য সরকার। যার ফলে অধিকাংশ দেশবাসী অনেকটাই উপকৃত হন। বিশেষ করে করোনা সংক্রমনের পরিস্থিতিতে লকডাউন চলাকালীন যখন দেশজুড়ে মানুষের উপার্জন বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় সরকারের তরফে একমাত্র রেশন ব্যবস্থার মাধ্যমেই খাদ্যশস্য সরবরাহ করে মানুষদের এক প্রকার বাঁচিয়ে রাখা হয়েছিল।

Join Our Whatsapp Group – Click Here

বর্তমানে এই রেশনিং সিস্টেমকে আরো অত্যাধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন কর্মসূচির মাধ্যমে মানুষ একেবারে বাড়ির দোরগোড়ায় বসেই রেশনে খাদ্যশস্য গ্রহণ করতে পারছেন ।তার উপরে দীর্ঘদিন ধরে রেশন ডিলারদের যে একাংশের বিরুদ্ধে অভিযোগ ছিল, রেশন ব্যবস্থায় বিভিন্ন ধরনের দুর্নীতি তারা করে থাকেন, তার উপরেও লাগাম পরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

নির্দিষ্ট ব্যক্তিকে রেশন দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই ব্যক্তিকে চিহ্নিতকরণ করার পরেই তার হাতে রেশনের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই ক্ষেত্রে আরো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। এবার এই রেশন ব্যবস্থায় বিভিন্ন ধরনের কার্ড রয়েছে।

আরও পড়ুনঃ Batasa Making Machine : অত্যন্ত কম পুঁজিতে এই ব্যবসাটি শুরু করুন । অচিরেই হবে লক্ষ্মীলাভ ।

পৃথক কার্ডে পৃথক সুবিধা দিয়ে থাকে সরকার। সমস্ত কার্ডে একই ধরনের সুবিধা পাওয়া যায় না। যেমন, উদাহরণস্বরূপ, APL Ration Card থাকলে BPL Ration Card-এর সমান সুযোগ পাবেন না সেই গ্রাহক।

এবার জেনে নেওয়া যাক রেশন কার্ড কত ধরনের এবং কি কি?

বর্তমানে সরকারের তরফে ৫ ধরনের রেশন কার্ড দেওয়া হয়। গ্রাহকের অর্থনৈতিক অবস্থার উপর সার্ভে করে এই রেশন কার্ডগুলো নিয়ম অনুযায়ী প্রদান করা হয়ে থাকে। তার মধ্যে অন্ত‍্যোদয় অন্নযোজনা কার্ড AAY,  PHH এবং SPHH এই তিনটি কার্ডের গ্রাহকরা রেশনিং সিস্টেম অনুযায়ী একটু বেশি সুবিধা পেয়ে থাকেন। আর্থিক অবস্থার উপর বিবেচনা করেই একেবারে নামমাত্র মূল্যে চাল, গম সহ অন্যান্য খাদ্যশস্য দেওয়া হয়।

এবার RKSY-1 এবং RKSY-2 কার্ডের গ্রাহকরা রেশনের নির্ধারিত দাম দিয়ে চাল-গমসহ খাদ্যশস্যগুলি কিনে থাকেন।

কিভাবে বাড়িতে বসেই নিজের APL কার্ডকে BPL করবেন ?

এবার যে কোনো কারণে কোনো রেশন গ্রাহকের APL Card BPL-এ পরিবর্তন করার প্রয়োজন। সেক্ষেত্রে এতদিন পর্যন্ত এই নিয়মে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। এবার APL Ration Card কে BPL Ration Card-এ রূপান্তর করা সবচেয়ে সহজ হয়ে গিয়েছে।

হাতের মোবাইলের মাধ্যমে এই কাজটি আপনি করে নিতে পারবেন। তার জন্য আর কোথাও ছোটাছুটি করতে হবে না। এবার কিভাবে, পরপর ধাপে ধাপে আপনি আপনার এপিএল রেশন কার্ডকে বিপিএল রেশন কার্ডে পরিবর্তন করার জন্য প্রক্রিয়া শুরু করবেন, সেটা একবার দেখে নিন।

আরও পড়ুনঃ Ration Dealership Application Invited : রেশন ডিলার হতে চান ? যোগ্যতা মাধ্যমিক । সরকারের তরফে দেওয়া হচ্ছে এই সুবর্ণ সুযোগ ।

১. প্রথমেই রাজ্য সরকারের ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান ।অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হল । একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পবেন Ration Card অপশন টি । সেখানে ক্লিক করুন । নিচের ছবিতে তীর চিহ্নের সাহায্য দেখানো হল ।

২. আপনার সামনে নতুন স্ক্রিন খুলে যাবে । এবার Apply for Change of Ration Category- তে ক্লিক করুন ।

৩. এবার  Card Category নির্বাচন করে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিন । এবং GET OTP বোতামে ক্লিক করুন । নিচের ছবিতে দেখানো হল ।

আরও পড়ুনঃ Bank CSP Apply : এবার বাড়িতে বসেই খুলুন নিজের ব্যাঙ্ক । মাসে আয় করুন হাজার হাজার টাকা !

৪. আপনার রেজিস্টার্ড মোবাইলে OTP চলে আসবে । ওটিপি প্রদান করে PROCEED বোতামে ক্লিক করুন ।নিচের ছবিতে দেখানো হল ।

আরও পড়ুনঃ West Bengal Voter List 2023 : নতুন ভোটার লিস্ট প্রকাশিত হল । আপনার নাম বাদ যায়নি তো ! কিভাবে চেক করবেন ?

৫. এবার আপনার সামনে নতুন স্ক্রিন খুলে যাবে । যেখানে আপনি পরিবারের সকল সদস্যদের নাম ও তার কার্ড সম্বন্ধিত ডিটেইলস দেখতে পাবেন । এই পেজে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন Apply FOR FROM NO 8 . তার নিচে APPLY NOW বোতামে ক্লিক করুন ।

৬. এবার আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে । যথাযথ পূরণ করে Next বোতামে ক্লিক করুন ।

৭. এবার পরিবারের যে সমস্ত সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবেন তাদের নাম সিলেক্ট করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে Upload করতে হবে।

৮. এরপর Terms and Condition অপশন এ ক্লিক করে Proceed অপশনে ক্লিক করতে হবে।

৯. পেজের নিচে Send OTP অপশনে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP আসবে, সেটি লিখে Submit OTP অপশনে ক্লিক করতে হবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

১০. এবার এপিএল রেশন কার্ড কে বিপিএল রেশন কার্ডের রূপান্তরিত করার ক্ষেত্রে আপনি যা যা তথ্য দিয়েছেন সেই তথ্য দেখার পরে সংশ্লিষ্ট দপ্তরের দ্বারা আপনি যদি বিবেচিত হন, তাহলে আপনার ওই রেজিস্টার্ড মোবাইলে মেসেজ আসবে এবং বাড়িতে নতুন বিপিএল রেশন কার্ড চলে আসবে। তারপর থেকে বিপিএল রেশন কার্ডের নিয়ম অনুযায়ী সরকারের তরফে প্রদত্ত সুবিধা আপনি পাবেন। ।

অফিসিয়াল ওয়েবসাইট – CLICK HERE

যদি আপনার এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খবরটি শেয়ার করবেন । আপনি চাইলে আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হতে পারেন ।সেখানে নিয়মিত শিক্ষা, চাকরি , ব্যবসা , চাষবাস , সরকারি প্রকল্প , ব্যাঙ্ক তথা অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবরের আপডেট পেয়ে যাবেন ।

Join Our Whatsapp Group – Click Here

  • JIO Institute Careers : রিলায়েন্স জিও কোম্পানিতে কর্মী নিয়োগ
    Spread the love Jio Institute Careers : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য jio কাস্টমার কেয়ারে লোক নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join …

    Continue reading

  • NSC Interest Rate : পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে হতে পারেন কোটিপতি
    Spread the loveNSC Interest Rate : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের পোস্ট অফিসের NSC স্কিম সম্পর্কিত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now NSC Interest Rate …

    Continue reading

  • Librarian Recruitment 2023 : সরকারি গ্রন্থাগারে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ
    Spread the love Librarian Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য রাজ্যের সরকারি গ্রন্থাগারে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ …

    Continue reading

  • ASHA Karmi Job 2023 : হাজার হাজার আশাকর্মী নিয়োগের ঘোষণা মমতার
    Spread the loveASHA Karmi job 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য আশা কর্মী, অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি  হেল্পার পদে নিয়োগ এর তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের …

    Continue reading

  • MTS Job Vacancy : রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveMTS Job Vacancy 2023  : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য রাজ্যে MTS নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now …

    Continue reading