জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ‘জিওলজিস্ট গ্ৰুপ-এ’, ‘জিওফিজিসিস্ট গ্ৰুপ-এ’ ও ‘কেমিস্ট্র গ্ৰুপ -এ’ আর জল সম্পদমন্ত্রকের অধীন সেন্ট্রাল গ্ৰাউন্ড ওয়াটার বোর্ড ‘সায়েন্টিস্ট-বি (জিওফিজিসিস্ট), গ্ৰুপ-এ’ ও ‘সায়েন্টিস্ট-বি (হাইড্রোজিওলজিস্ট), গ্ৰুপ-এ পদে ১৯৩ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
জিওলজিস্ট গ্ৰুপ-এ : জিওলজিক্যাল সায়েন্স, জিওলজি, অ্যাপ্লায়েড জিওলজি, জিওএক্সপ্লোরেশন, মিনারেল এক্সপ্লোরেশন, ইঞ্জিনিয়ারিং জিওলজি, মেরিন জিওলজি, আর্থ-সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, ওসানোগ্ৰাফি অ্যন্ড কোস্টাল এরিয়া স্টাডিজ, পেট্রোলিয়াম জিওসায়েন্স, পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, জিওকেমিস্ট্রি, জিওলজিক্যাল টেকনোলজি বা জিওফিজিক্যাল টেকনোলজির পোস্ট গ্ৰ্যজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ওইসব বিষয় নিয়ে পোস্ট গ্ৰ্যজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারেন। চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে।
শূন্যপদ : ১০০ টি।
জিওফিজিসিস্ট গ্ৰুপ-এ : ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, জিওফিজিক্স, অ্যাপ্লায়েড জিওফিজিক্স, মেরিন জিওফিজিক্সের এম.এসসি কোর্স পাশরা যোগ্য। এক্সপ্লোরেশন জিওফিজিক্সের ইন্টিগ্ৰেটেড এম.এসসি বা অ্যাপ্লায়েড জিওফিজিক্সের এম.এসসি (টেক) কোর্স পাশরাও আবেদন করতে পারেন। চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে।
শূন্যপদ : ৫০ টি।
সায়েন্টিস্ট-বি (জিওফিজিসিস্ট), গ্ৰুপ-এ : ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, জিওফিজিক্স, অ্যাপ্লায়েড জিওফিজিক্স, মেরিন জিওফিজিক্সের এম.এসসি (টেক) কোর্স পাশরাও আবেদন করতে পারেন। চাকরি হবে সেন্ট্রাল গ্ৰাউন্ড ওয়াটার বোর্ডে।
শূন্যপদ : ১ টি।
কেমিস্ট্রি গ্ৰুপ-এ : কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির এম.এসসি কোর্স পাশরা আবেদন করতে পারেন। চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে।
শূন্যপদ : ২০ টি।
সায়েন্টিস্ট-বি (কেমিক্যাল), গ্ৰুপ-এ : কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির এম.এসসি কোর্স পাশরা আবেদন করতে পারেন। চাকরি হবে সেন্ট্রাল গ্ৰাউন্ড ওয়াটার বোর্ডে।
শূন্যপদ : ১ টি।
সায়েন্টিস্ট বি (হাইড্রোলজিস্ট), গ্ৰুপ-এ : জিওলজি, অ্যাপ্লায়েড জিওলজি, হাইড্রোলজি বা মেরিন জিওলজির পোস্ট গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ওপরের সব ক্ষেত্রে এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। চাকরি হবে সেন্ট্রাল গ্ৰাউন্ড ওয়াটার বার্ডে।
শূন্যপদ : ২০ টি।
ওপরের সব ক্ষেত্রে এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ১-১-২০২২ ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর,প্রতিবন্ধীরা ১০ বছর, প্রাক্তন সমরকর্মী আর সরকারি কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ‘কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিনেশন, ২০২২ র মাধ্যমে। প্রথমে ৪০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। তাতে সফল হলে ৬০০ নম্বরের মেন পরীক্ষা। তারপর ২০০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট।
অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা শুরু ২০ ফেব্রুয়ারি। পূর্ব ভারতে এইসব কেন্দ্রে : কলকাতা, কটক, দিসপুর (গুয়াহাটি), পাটনা, শিলঙ। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের।
সায়েন্টিস্ট বি (হাইড্রোলজি) পদের বেলায় থাকবে এই দুটি পেপার :
(ক) জেনারেল স্টাডিজ – ১০০ নম্বর। সময় – ২ ঘন্টা।
(খ) জিওলজি / হাইড্রো জিওলজি – ৩০০ নম্বর। সময় – ২ ঘন্টা।
সায়েন্টিস্ট – বি (জিওফিজিক্স) পদের বেলায় থাকবে এই দুটি পেপার :
(ক) জেনারেল স্টাডিজ – ১০০ নম্বর। সময় – ২ ঘন্টা।
(খ) জিওফিজিক্স – ৩০০ নম্বর। সময় – ২ ঘন্টা।
কেমিস্ট ও সায়েন্টিস্ট-বি (কেমিক্যাল) পদের বেলায় থাকবে দুটি পেপার :
(ক) জেনারেল স্টাডিজ – ১০০ নম্বর। সময় – ২ ঘন্টা।
(খ) কেমিস্ট্রি – ৩০০ নম্বর। সময় – ২ ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে।
মেন পরীক্ষা হবে ২৫ ও ২৬ জুন। এই পরীক্ষা হবে পূর্ব ভারতে কলকাতা ও দিসপুর। প্রশ্ন হবে ডেসক্রিপ্টিভ টাইপের। সায়েন্টিস্ট -বি (হাইড্রোলজি) পদের পরীক্ষায় কনভেনশনাল টাইপের প্রশ্ন হবে এই ৩ টি বিষয়ে :
(১) জিওলজি প্রথম পত্র – ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা।
(২) জিওলজি দ্বিতীয় পত্র – ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা,
(৩) হাইড্রোলজি তৃতীয় পত্র – ২০০ নম্বর , সময় থাকবে ৩ ঘন্টা।
সায়েন্টিস্ট – বি (জিওফিজিক্স) পদের লিখিত পরীক্ষায় কনভেনশনাল টাইপের প্রশ্ন হবে এই ৩ টি বিষয়ে :
(১) জিওফিজিক্স প্রথম পত্র – ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা,
(২) জিওফিজিক্স দ্বিতীয় পত্র- ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা,
(৩) জিওফিজিক্স তৃতীয় পত্র – ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা।
কেমিস্ট্র ও সায়েন্টিস্ট – বি (কেমিক্যাল) পদের লিখিত পরীক্ষায় কনভেনশনাল টাইপের প্রশ্ন হবে এই ৩ টি বিষয়ে :
(১) কেমিস্ট্রি প্রথম পত্র – ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা,
(২) কেমিস্ট্রি দ্বিতীয় পত্র – ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা,
(৩) কেমিস্ট্রি তৃতীয় পত্র – ২০০ নম্বর, সময় থাকবে ৩ ঘন্টা,
সব পেপারের প্রশ্ন হবে ইংরিজিতে। প্রতিটি পেপার নিদিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন। এরপর ২০০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট।
দরখাস্ত করবেন অনলাইনে, ১২ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে : http://www.upsconline.nic.in এজন্য বৈধ একটি ই – মেল আই.ডি থাকতে হবে। তখন ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম্যাটে স্ক্যান করে নিয়ে যাবেন। তখন পরীক্ষা ফী বাবদ ২০০ (মহিলা, প্রতিবন্ধী ও তপশিলীদের ফী লাগবে না) টাকা স্টেট ব্যাঙ্কের কোনো শাখায় নগদ দিতে পারেন কিংবা এস.বি.আই নেট ব্যাঙ্কিং বা ভিসা/মাস্টার কার্ড /ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।