DMCA.com Protection Status

Join Whatsapp Group

Recruitment In SSC : সরকারি অফিসে কয়েক হাজার কর্মী নিয়োগ

Spread the love
Recruitment In SSC
Recruitment In SSC

Recruitment In SSC : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

বেকার যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ছেলে – মেয়ে উভয় এই পদের জন্য আবেদন করতে পারবে। কর্মী নিয়োগ করা হবে মাল্টি – টাস্কিং স্টাফ ও হাবিলদার পদে। এক্সামিনেশন , ২০২৩ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন । এই পদে নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত করা হয়নি । অন্যান্য বছরের সমস্ত তথ্য অনুযায়ী এখানে কিরকম শিক্ষাগত যোগ্যতা , দৈহিক মাপজোক থাকতে হয় এবং আরও যে তথ্য দারকারি আছে সেগুলিই আজকের প্রতিবেদনে দেওয়া হল। চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য।

পদের নাম –

এই পদটির নাম হল মাল্টি – টাস্কিং স্টাফ (নন টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা-

মাল্টি – টাস্কিং স্টাফ পদে আবেদন করতে প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে ।   

বয়সীমা-

মাল্টি – টাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অব নার্কোটিক্সে হাবিলদার পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বউচ্চ বয়স হতে ২৫ বছর । এর বেশি বয়স হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তপশিলী , ও বি সি , দৈহিক প্রতিদ্বন্দ্বী ও প্রাক্তন সমরকর্মীরা বয়সের ছাড় পাবে। এছাড়া বিধবা, বিবাহ বিচ্ছিন্না, আইনত স্বামীবিচ্ছিন্না মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে এবং ৩৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন ।   

আরও পড়ুন –  সরাসরি ইন্টারভিউয়ের রাজ্যের প্রতিটি ব্লকে প্রচুর কর্মী নিয়োগ

পদের নাম –

এই পদটির নাম হল হাবিলদার

শিক্ষাগত যোগ্যতা-

হাবিলদার পদে আবেদন করতে প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে ।   

বয়সীমা-

মাল্টি – টাস্কিং স্টাফ ও সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসে হাবিলদার পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে । সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বউচ্চ বয়স হতে ২৭ বছর । এর বেশি বয়স হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তপশিলী , ও বি সি , দৈহিক প্রতিদ্বন্দ্বী ও প্রাক্তন সমরকর্মীরা বয়সের ছাড় পাবে। এছাড়া বিধবা, বিবাহ বিচ্ছিন্না, আইনত স্বামীবিচ্ছিন্না মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে এবং ৩৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন ।   

মাসিক বেতন-

এই পদের বেতন দেওয়া হবে সপ্তম বেতন কমিশনের লেভেল-১ অনুসারে ।

পরীক্ষার পদ্ধতি-

১) প্রার্থী বাছাই করা হয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ।

২) এই পদ দুটির পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে।

৩) প্রশ্ন থাকবে বাংলা ও ইংরাজি ভাষা সহ আরও ১৫ টি ভাষায় ।

৪) পরীক্ষা হয় দুটি সেশনে। যারা প্রথম সেশনে উত্তীর্ন প্রার্থীরা দ্বিতীয় সেশনের পরীক্ষার জন্য বিবেচিত হন।

এছাড়া হাবিলদারদের জন্য একাধিক পরীক্ষা আছে, যথা –

১) এছাড়া হাবিলদার পদের জন্য অতিরিক্ত থাকে দৈহিক মাপজোক ও দৈহিক সক্ষমতার পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথম সেশনে সাধারণত প্রথম আসে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি , রিজেনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং বিষয়ে ও পরে দ্বিতীয় সেশনে প্রশ্ন হয় জেনারেল অ্যাওয়্যারনেস ও ইংলিশ ল্যাঙ্গুইয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন বিষয়ে । পরীক্ষার সময় দেড় ঘণ্টা ।

২) পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।

৩) দৈহিক সক্ষমতা পরীক্ষার ছেলেদের সময় থাকে ১৫ মিনিটে ১.৬ কিলোমিটার , আর মেয়েদের ক্ষেত্রে ২০ মিনিটে ১ কিলোমিটার হাঁটা ।  

আরও পড়ুন – মিশন বাৎসল্য প্রকল্পে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি –

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে , তাদের ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি হল www.ssc.nic.in  । আবেদনের জন্য প্রার্থীর জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো ও সই আপলোড করতে হবে । এই পদে আবেদন করার জন্য যে ফি জমা করতে হবে সেটি অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই করা হবে । মহিলা প্রার্থী , তপশিলী জাতি ও উপজাতি , দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ফি জমা করতে হবে না।  

আবেদনের তারিখ –

২০২৩ সালের পরীক্ষার জন্য আবেদন শুরু ১৪ জুন এবং আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই ।    

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিPublish Soon
অনলাইন আবেদনAvailable Soon
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Sainik School Gopalganj Vacancy : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Gopalganj Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • AC Bed Sheet For Summer : তীব্র গরম থেকে মুক্তি, বিছানা হবে বরফের মত ঠান্ডা! জানুন কীভাবে?
    Spread the loveAC Bed Sheet For Summer : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • CGCRI Recruitment 2024 : কেন্দ্রীয় কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ
    Spread the loveCGCRI Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Banana Powder making Business : মাত্র 10 হাজারে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় প্রায় লাখ টাকা!
    Spread the loveBanana Powder making Business : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IPPB Job Vacancy 2024 : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে প্রচুর শুন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveIPPB Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading