DMCA.com Protection Status

Join Whatsapp Group

ওয়েস্টার্ণ কোল ফিল্ড লিমিটেডে লোক নিয়োগ

Spread the love

ওয়েস্টার্ণ কোল ফিল্ড লিমিটেডে লোক নিয়োগ

ওয়েস্টার্ণ কোল ফিল্ড লিমিটেড ‘গ্ৰ‍্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’ ও ‘টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৩১৬ জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য :

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস : মাইনিং, মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা ‘ন‍্যাটস’ পোর্টালে নাম এনরোল্ড করে থাকলে যোগ্য। 

স্টাইপেন্ড : মাসে ৮,০০০ টাকা।

শূন‍্যপদ : ২১৫ টি।

গ্ৰ‍্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা ‘ন‍্যাটস’ পোর্টালে নাম এনরোল্ড করে থাকলে যোগ্য।

স্টাইপেন্ড : মাসে ৯,০০০ টাকা।

শূন‍্যপদ : ১০১ টি।

ওপরের দুই ক্ষেত্রেই বয়স হতে হবে ২১-৯-২০২১ এর হিসাবে নূন্যতম ১৮ বছর। ডিগ্ৰি ও ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ৩০-১১-২০১৮ এর আগে। কোনো অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে যোগ্য নন। শুরুতে ১২ মাসের ট্রেনিং।

প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ‍্যতায় পাওয়া নম্বর দেখে।

আগ্ৰহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে : www.mhrdnats.gov.in এরপর দরখাস্ত করবেন অনলাইনে, ২১ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.westerncoal.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক‍্যান করে নেবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।